বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান MCQ
101. "তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন- সাহেবের কথা"।
আইয়ুব খান
ইয়াহিয়া খান
ভুট্টো
কিসিঞ্জার
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: "তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা।"
প্রদত্ত উক্তিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ থেকে নেওয়া।
102. বঙ্গবন্ধু কোন জেলায় জন্মগ্রহণ করেন?
খুলনা
গোপালগঞ্জ
ফরিদপুর
নড়াইল
103. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মস্থান-
টুঙ্গিপাড়া
টঙ্গি
টাঙ্গাইল
টঙ্গিবাড়ী
104. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন উপজেলায় জন্মগ্রহণ করেন?
টঙ্গিবাড়ী
টঙ্গি
কোটালীপাড়া
টুঙ্গিপাড়া
105. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল কত জন?
৩৪ জন
৩৫ জন
৩৬ জন
৩২ জন
ব্যাখ্যা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে জানুয়ারি ১৯৬৮ আগারতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। আর এ মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি ১৯৬৯- এ। বঙ্গবন্ধুসহ এ মামলার আসামি ছিলেন ৩৫ জন।
106. বঙ্গবন্ধু গ্রাম কোন নদীর তীরে অবস্থীত?
মধুমতি
বাইগার
কুমার
ভৈরব
107. বঙ্গবন্ধুকে কখন 'জুলিও কুরী' শান্তি পুরস্কার প্রদান করা হয়?
২০ মে ১৯৭২
২১ মে ১৯৭২
২২ মে ১৯৭২
২৩ মে ১৯৭২
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: [Note: বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদকে ভূষিত করা হয় ১০ অক্টোবর ১৯৭২ এবং পদক প্রদান করা হয় ২৩ মে ১৯৭৩।
108. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
চতুর্থ তফসিল
পঞ্চম তফসিল
ষষ্ঠ তফসিল
সপ্তম তফসিল
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রবর্তিত বাংলাদেশের সংবিধানের সমাপ্তি হয়েছে ৭টি তফসিলের মাধ্যমে। তন্মধ্যে পঞ্চম তফসিলে সংবিধানের ১৫তম সংশোধনী আইন, ২০১১-এর ৫৫ ধারা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা হয়। চতুর্থ তফসিলে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী বর্ণনা করা হয়েছে। ষষ্ঠ তফসিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত এবং সপ্তম তফসিলে সংযোজিত হয়েছে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।
109. 'বঙ্গবন্ধু দ্বীপ' কোথায় অবস্থিত?
মেঘনা মোহনায়
সুন্দরবনের দক্ষিণে
পদ্মা এবং যমুনার সংযোগস্থলে
টেকনাফের দক্ষিণে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: প্রায় ১০ বর্গ কিমি আয়তন বিশিষ্ট বঙ্গবন্ধু দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উচ্চতায় অবস্থিত। এই দ্বীপটি মোংলা সমুদ্রবন্দর থেকে ৮০ কিমি দক্ষিণে এবং সুন্দরবনের হিরন পয়েন্ট থেকে ১৫ কিমি ও দুবলার চর উপকূল থেকে ২৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।।