MCQ
21. clay soil এর maximum grain size কত?
0.002 মিমি
0.02 মিমি
0.2 মিমি
0.0002 মিমি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (২১-১০-২০২১)
সাব ডিভিশনাল অফিসের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: তথ্য: কাদা (clay) মাটির কণার আকার less than 0.002 mm। সেই হিসাবে, মার্জিনাল মান হিসাবে কাদা (clay) মাটির কণার সর্বোচ্চ সাইজ হবে, 0.002 মিমি।
22. বন্ধ ঘেরের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি---
2 টি
4 টি
3 টি
5 টি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (২১-১০-২০২১)
সাব ডিভিশনাল অফিসের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: তথ্য: ১. স্থানাংক পদ্ধতি ২. অক্ষাংশ ও দ্বিগুণ মধ্যরেখা দুরত্ব পদ্ধতি। ৩. দ্রাঘিমাংশ ও মোট অক্ষাংশ পদ্ধতি।
23. নদী বা হ্রদের নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য নির্মাণ করা হয়-
স্যান্ড পাইল
কফার ড্যাম
ওয়েল
কেইসন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (২১-১০-২০২১)
সাব ডিভিশনাল অফিসের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: তথ্য: সামরিক পানির প্রবাহ বন্ধ রেখে নির্মাণ কাজ পরিচালনার জন্য কফার ড্রাম নির্মাণ করা হয়।
24. USD পদ্ধতিতে মোমেন্টের ক্ষেত্রে শক্তি লঘুকরন মান কত-
Ø = 0.90
Ø = 0.70
Ø = 0.85
Ø = 0.75
25. রেল সড়কের পার্শ্ব ঢাল কত?
1: 1 or 1:1.5
1: 2 or 1: 1.25
1:3 or 1: 1.5
1:4 or 1:1.5
26. The center of a hemisphere line at a distance of গোলকের ভরকেন্দ্র অবস্থান করে এর ভূমি হতে উলম্ব ব্যাসার্ধ বরাবর from its base measured along the vertical radius. (অর্ধ- দূরত্বে)
3r/8
4r/3r
8r/3
3r/4r
27. তরলের বেগ পাইপের কেন্দ্রে-
কম
সমান
বেশি
সমান শূন্য
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (২১-১০-২০২১)
সাব ডিভিশনাল অফিসের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: তথ্য: ভিসকোসিটির জন্য পাইপের সাথে তরলের ঘর্ষণজনিত বাধার সৃষ্টি হয়। এই কারণে পাইপের তলে তরলের বেগ কম থাকে এবং কেন্দ্রে বেগ বেশী থাকে।
28. সমুদ্র এলাকার নির্মাণ কাজে কোন সিমেন্ট ব্যবহার করা হয়-
Portland cement
color cement
clay cement
Aluminous cement
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (২১-১০-২০২১)
সাব ডিভিশনাল অফিসের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: তথ্য : Quick setting cement পানির তলদেশে ও পায়ার নির্মাণে ব্যবহৃত হয়। অপরদিকে সমুদ্র এলাকায় নির্মাণ কাজে clay cement ব্যবহৃত হয়।
29. Engineer's chain links length. (ইঞ্জিনিয়ার্স শিকলের লিংক দৈর্ঘ্য) [প্রশ্নপত্র, অপশন ও প্রশ্নে মেবি ভুল ছিলো।!! সংশোধন করে দিয়েছি। ধন্যবাদ।
0.66 ft
20 cm
1 ft
25 cm
30. কাঠামোটে Effloresce সৃষ্টির জন্য দায়ী --
Acid
Salt
Arsenic
Base
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (২১-১০-২০২১)
সাব ডিভিশনাল অফিসের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: তথ্য: পুষ্পায়ন Effloresce: নির্মাণ সামগ্রীতে লবন পানি ব্যবহারের জন্য দেওয়ালের সারফেসে যে সাদা স্ফটিকার পদার্থ সৃষ্টি হয় তাকে পুষ্পায়ন বলে।