ইঞ্জিনিয়ারিং মেকানিক্স MCQ
201. যদি কোনো স্থানে (Gravitational acceleration) দ্বিগুণ করা হয় তবে সেখানে বস্তুর ওজন-
g/2 গুণ বৃদ্ধি পাবে
g গুণ বৃদ্ধি পাবে
2g গুণ কমিবে
2g গুণ বৃদ্ধি পাবে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: আমরা জানি, ধরি,
ওজন, W = m x g g’ = 2 g
আবার,
ওজন, W = m x g’
= m x 2g = 2mg
সুতরাং ওজন বৃদ্ধি = 2mg – mg = mg যেহেতু বস্তুর ভর ধ্রুবক; সুতরাং, Gravitional acceleration দ্বিগুণ করা হলে বস্তুর ওজন গুণ বৃদ্ধি পাবে।
202. অর্ধবৃত্তের ভরকেন্দ্র ভূমি হতে উল্লম্ব ব্যাসার্ধ বরাবর দূরত্ব-
3π/8
4π/3π
8r/3
3π/4π
203. ভরকেন্দ্রের সাপেক্ষে কখন মোমেন্ট অব ইনার্শিয়া নির্ণয় করতে হবে?
যদি ভরকেন্দ্রের সাপেক্ষে না চলে
যদি কোনো অক্ষ দেওয়া না থাকে
যদি Ix, ও Iy, বের করতে না বলে
যদি ক্ষেত্রফলের চারদিকে মোমেন্ট অব ইনার্শিয়া বের করতে না বলে
204. ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অব ইনার্শিয়া নির্ণয় করতে, 1xx = কত
IcG + A (y ̅ - y)^2
IcG + A (x ̅ - x) ²
ক , খ
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: সমান্তরাল অক্ষীয় উপপাদ্য: যে-কোনো অক্ষের সাপেক্ষে একটি ক্ষেত্রের মোমেন্ট অব ইনার্শিয়া-এর পরিমাণ, উক্ত অক্ষের সমান্তরালে ভরকেন্দ্রগামী অফের মোমেন্ট অব ইনার্শিয়া = (Ixx, বা।yy এর সাথে উক্ত ক্ষেত্রফল (ʌ) এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের (h) বর্ণের গুণফলের সমটির সমান।
205. একটি বাঁকা শক্ত দণ্ডের এক প্রান্তে কবজা দ্বারা আটকানো থাকলে তাকে কী বলে?
মোমেন্ট
স্ক্র
লিভার
সবকয়টি
206. ট্রাপিজিয়াম-এর ভরকেন্দ্রের সমান্তরাল পার্শ্ব ও ৮ এবং দূরত্ব হলে-
h × 2a+b/a + b
h/2× (2b + b / a+b)
h/3 × (2a + b / a+b)
h/3 ×(a + b / 2a+b)
207. ভরকেন্দ্র কয়টি পদ্ধতিতে নির্ণয় করা যায়?
৫টি
৩টি
৬টি
৪টি
208. বস্তুর যে কেন্দ্র বরাবর পৃথিবী আকর্ষণ করে, তাকে ঐ বস্তুর বলে।
মোমেন্ট অব ইনার্শিয়া
ভরকেন্দ্র
ত্বরণ
বল
209. মেটাসেন্ট্রিক উচ্চতা বলতে বুঝায়।
মেটাসেন্টার ও প্লাবতার কেন্দ্রের মধ্যের দূরত্বকে
প্লাবতার কেন্দ্র ও ভরকেন্দ্রের মাঝের দূরত্বকে
মেটাসেন্টার ও ভরকেন্দ্রের মাঝের দূরত্বকে
কোনোটিই নয়
210. একটি বস্তুর দুইটি ভিন্ন বিন্দুতে ক্রিয়ারত সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী দুইটি বলকে কী বলে?
বলের মোমেন্ট
বল বিভাজন
কাপল
লব্ধি
211. মোমেন্ট কয় প্রকার?
৫ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: মোমেন্ট প্রধানত দুপ্রকার, যথা-
(ক) ধনাত্মক মোমেন্ট (Clockwise moment)
(খ) ঋণাত্মক মোমেন্ট (Anticlockwise moment)
212. লিভার কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৫ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: লিভার দুই প্রকার, যথা-
(ক) সরল লিভার (Simple lever)
(খ) যৌগিক লিভার (Compound lever)
213. কোনটি টর্কের সূত্র?
F x r
2T
2N
NT
214. যে অক্ষ বরাবর খুব সহজেই সমান দু'ভাগে ভাগ করা যায়, সেই অক্ষকে কী অক্ষ বলে?
রেফারেন্স অক্ষ
লেখচিত্র অক্ষ
প্রতিসম অক্ষ
জ্যামিতিক অক্ষ
215. মোমেন্ট-এর জন্য কোনটি সঠিক?
বল X দূরত্ব
বল X লম্ব দূরত্ব
টর্ক X দূরত্ব
বল X সরণ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: একটি বল যদি কোনো বস্তুকে একটি নির্দিষ্ট স্থান হতে লম্ব দূরত্বে ঘুরায় বা ঘুরাতে চায়, তাহলে ঐ ঘুরানোর প্রবণতাকে উক্ত বলের মোমেন্ট বলে। গাণিতিকভাবে, মোমেন্ট = বল X লম্ব দূরত্ব। কাপলে লব্ধি বলের মান শুন্য। কাপল শুধুমাত্র Rotational motion উৎপন্ন করে।
216. একটি বস্তুর কয়টি ভরকেন্দ্র থাকে?
১টি
২টি
৩টি
৪টি
217. চিত্রে প্রদর্শিত O বিন্দুর সাপেক্ষে P বলের মোমেন্ট-
P X OA
P x OB
P X OC
P X AO
218. একটি যুগল (Couple) মোশন (Motion) উৎপন্ন করে-
ট্রান্সলেটরি মোশন
রোটেশনাল মোশন
ট্রান্সলেটরি ও রোটেশনাল মোশন
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: কোন বস্তুর উপর ক্রিয়ারত দুটি সমাদ, সমাজরাল ও বিপরীতমুখী বল, যা একই রেখায় ক্রিয়াশীল নয় এমন দুটি বলকে যুগল বা জোড় বলে।
219. সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু হলে ত্রিভুজটির উচ্চতা কত?
√3 a/2
2√3 a
a/2√3
3√3/2√3a
220. জড়তার ভ্রামক ক্ষেত্রের তল অনুসারে কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
২ প্রকার
৫ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: জড়তার ভ্রামক ক্ষেত্রের তল অনুসারে দু' প্রকার, যথা-
১। আয়তনিক জড়তা" ভ্রামক (Rectangular moment of inertia)
২। পোলার জড়তা ভ্রামক (Polar moment of inertia) i