আধুনিক যুগ MCQ
221. "আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস।” পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ?
বিদ্রোহী
কাণ্ডারী হুশিয়ার
সৃষ্টি সুখের উল্লাসে
সাম্যবাদী
222. "নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে।" পঙ্ক্তিটি কোন কবির রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
কাজী নজরুল ইসলাম
সুফিয়া কামাল
223. "ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান” পঙ্ক্তিটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
ফররুখ আহমদ
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
224. "কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা।" উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
শেখ ফজলল করিম
মোহিতলাল মজুমদার
225. রমযানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ" গানটির রচয়িতা কে?
গোলাম মোস্তফা
ফররুখ আহমদ
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
226. . "সাম্যের গান গাই-আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।” কবিতাংশটির রচয়িতা কে?
বেগম সুফিয়া কামাল
শেখ ফজলল করিম
কাজী নজরুল ইসলাম
বিহারীলাল চক্রবর্তী
227. "বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী, সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী।” এই কবিতাংশটুকুর কবি কে?
বেনজীর আহমেদ
জীবনানন্দ দাশ
কাজী নজরুল ইসলাম
শামসুর রাহমান
228. "দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার” গানটির রচয়িতা কে?
সুকান্ত ভট্টাচার্য
কাজী নজরুল ইসলাম
ইসমাইল হোসেন সিরাজী
ফররুখ আহমদ
229. "মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য" এটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ-
বিদ্রোহী
প্রলয়োল্লাস
শাত-ইল-আরব
খেয়াপারের তরণী
230. 'আমি হব সকাল বেলার পাখি'- কবিতাটি কে লিখেছেন?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
জসীমউদ্দীন
231. "গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।” পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ?
নারী
জীবন বন্দনা
বন্দনা
সাম্যবাদী
232. "বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।" কবিতাংশটি কোন কবির লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
গোলাম মোস্তফা
কাজী নজরুল ইসলাম
সুফিয়া কামাল
233. ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কী?
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
কবি নজরুল বিশ্ববিদ্যালয়
234. "দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নীচে ফেলে।" পঙ্ক্তিটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
আহসান হাবীব
সত্যেন্দ্রনাথ দত্ত
সুফিয়া কামাল
235. “হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান। তুমি মোরে দানিয়াছ, খ্রীস্টের সম্মান কণ্টক-মুকুট শোভা।" কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ?
কায়কোবাদ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
ফররুখ আহমদ
236. "আমি... আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর।”
ঝঞ্ঝা
চিরদুর্দম
হাম্বীর
ধূর্জটি
237. 'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।' চরণটি কোন কবিতার?
ধূমকেতু
শিখা
বারাঙ্গনা
বিদ্রোহী
238. "চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোট লোক" বলেছেন-
কবি ইকবাল
গোলাম মোস্তফা
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
239. কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়?
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
কানাডা
ভারত
240. নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? "কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ী মুখে সারিগান-লা শরীক আল্লাহ।”
কাণ্ডারী হুশিয়ার
খেয়াপারের তরণী
সিন্ধু: প্রথম তরঙ্গ
সিন্ধু: দ্বিতীয় তরঙ্গ