আধুনিক যুগ MCQ
361. মুসলিম নারী জাগরণের অগ্রদূত?
সুফিয়া কামাল
জাহানারা ইমাম
সেলিনা হোসেন
বেগম রোকেয়া সাখাওয়াত
362. 'বাণী শিক্তয়াহ ও জওয়াব-ই-শিয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?
আবুল কালাম শামসুদ্দীন
কাজী আবদুল ওদুদ
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ইব্রাহিম খাঁ
363. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত
ভাষাতত্ত্বাবিদ
সাহিত্যের ইতিহাস রচয়িতা
ইসলাম প্রচারক
সমাজ সংস্কারক
364. 'গীতাঞ্জলি' কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে?
জীবনানন্দ দাশ
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সত্যেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: রবীন্দ্রনাথের নিজেই গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings লিখেছেন। আইরিশ কবি W.B Yeats শুধুমাত্র Song Offerings গ্রন্থের পরিচিতি (Introduction) অংশ লিখেছেন। প্রকৃতপক্ষে গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদক রবীন্দ্রনাথের নিজেই।
365. বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য যার নাম এদেশের সাহিত্যের ইতিহাসে অত্যুজ্জ্বল হয়ে রয়েছে-
ড. মুহাম্মদ এনামুল হক
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবুল ফজল
366. ড. মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুদিবস কোনটি?
১৯৬৪ সালের ১ মে
১৯৬৬ সালের ১ জুলাই
১৯৬৯ সালের ১৩ জুলাই
১৯৭০ সালের ১৩ জুলাই
367. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
পল্লী সমাজ
শেষ প্রশ্ন
পদ্মরাগ
পরিণীতা
368. 'বাংলা ভাষার ইতিবৃত্ত' কার রচনা?
আবদুল হাই
মুনীর চৌধুরী
ড. মুহম্মদ শহীদুল্লাহ
মোফাজ্জল হোসেন
369. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'চর্যাপদ' বিষয়ক গ্রন্থের নাম কী?
চর্যাগীতিকোষ
হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা
Buddhist Mystic Songs
চর্যাগীতিকা
370. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
বঙ্গভাষা ও সাহিত্য
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
বাংলা সাহিত্যের কথা
371. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগ্রন্থ?
কালান্তর
ডাকঘর
বলাকা
চিত্রা
372. বাংলাদেশের কোন স্মৃতি বিজড়িত এলাকায় ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান?
কালিগ্রাম
টুনিরহাট
সখিপুর
ব্যারিস্টার বাজার
373. ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ---
বাংলা ভাষার ইতিহাস
বাঙ্গালা ভাষার পুরাবৃত্ত
বাংলা ভাষার ইতিবৃত্ত
বাঙ্গালা ভাষার কথা
374. বাংলা ভাষার অভিধান রচনার জন্য ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমিতে কোন সালে যোগদান করেন?
১৯৪৯ সালে
১৯৬০ সালে
১৯৫০ সালে
১৯৫৮ সালে
375. 'আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'- কে বলেছিলেন?
কাজী নজরুল ইসলাম
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ধীরেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
376. 'বাংলা সাহিত্যের কথা (দুই খণ্ড)' গ্রন্থটি রচনা করেন-
ড. মুহাম্মদ এনামুল হক
কাজী মোতাহের হোসেন
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবদুল হাই
377. বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে?
শেক্সপীয়র
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আলবার্টো মোরোভিয়া
চেখভ
378. ১৫.ড. মুহম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
১৯৪৯
১৯৬৯
১৯৫৯
১৯৩৯
379. ড. মুহম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি?
১৮৮৫-১৯৬৯
১৮৮৪-১৯৬৯
১৮৭৫-১৯৬৯
১৮৮৫-১৯৭০
380. 'চলিষ্ণু অভিধান' কাকে বলা হয়?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহাম্মদ এনামুল হক
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর