MCQ
901. 'একাত্তরের বিজয় গাঁথা' কার লেখা?
অ্যান্থনি মাসকারেনহাস
আবদুল গাফফার চৌধুরী
মেজর রফিকুল ইসলাম
রাবেয়া খাতুন
902. 'লক্ষ প্রাণের বিনিময়ে' গ্রন্থটির রচয়িতা কে?
সৈয়দ শামসুল হক
হুমায়ুন আহমেদ
রফিকুল ইসলাম বীর উত্তম
সেলিনা বেগম
903. নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস?
সংশপ্তক
ক্রীতদাসের হাসি
চিলেকোঠার সেপাই
একটি কালো মেয়ের কথা
904. 'আমি বীরাঙ্গনা বলছি' গ্রন্থের লেখক কে?
ড. নীলিমা ইব্রাহীম
বেগম সুফিয়া কামাল
বেগম জোবেদা খানম
পান্না কায়সার
905. 'একাত্তরের দিনগুলি' বইটির রচয়িতা কে?
বেগম সুফিয়া কামাল
সেলিম হোসেন
বেগম রোকেয়া
জাহানারা ইমাম
906. মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর 'সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতাটি রচনা করেছিলেন?
ওয়াল্ট হুইটম্যান
অ্যালেন গিনসবার্গ
উইলিয়াম কার্লোস
উইলিয়াম রবার্ট ফ্রস্ট
907. 'একাত্তরের চিঠি' কোন ধরনের রচনা?
মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস
ভিন্নধর্মী ডায়েরি
মুক্তিযুদ্ধের বিবরণ
মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
908. 'একাত্তরের চিঠি' গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান?
প্রথমা প্রকাশন
পরশী প্রকাশনী
ইউপিএল
প্রগতি প্রকাশনী
909. কোনটি মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস-
চিলেকোঠার সিপাই
আগুনের পরশমণি
একাত্তরের দিনগুলি
পায়ের আওয়াজ পাওয়া যায়
910. কোনটি মুক্তিযুদ্ধভিক্তিক স্মৃতিকথা?
চিলেকোঠার সেপাই
একাত্তরের দিনগুলি
আগুনের পরশমণি
পায়ের আওয়াজ পাওয়া যায়
911. 'দ্যা লিবারেশন অফ বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা—
রফিকুল ইসলাম
রশীদ করিম
মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
কর্নেল সিদ্দিক মালিক
912. 'আমি বিজয় দেখেছি' গ্রন্থটির রচয়িতা কে?
বেগম সুফিয়া কামাল
জাহানারা ইমাম
শহীদুল্লা কায়সার
এম আর আখতার মুকুল
913. মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস-
কী চাহ শঙ্খচিল
জন্ম যদি তব বঙ্গে
রাইফেল রোটি আওরাত এ
কদা এক রাজ্যে
914. A Search for Identity বইটি কার লেখা?
কবির চৌধুরী
মেজর আবদুল জলিল
মেজর রফিকুল ইসলাম
সিরাজুল ইসলাম চৌধুরী
915. মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস কোনটি?
শঙ্খনীল কারাগার
জলাংগী
খরাদাহ
কাঁটাতারে প্রজাপতি
916. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
সুবচন নির্বাসনে
রক্তাক্ত প্রান্তর
নূরুলদীনের সারা জীবন
পায়ের আওয়াজ পাওয়া যায়
917. মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস কোনটি?
শঙ্খনীল কারাগার
আর্তনাদ
কাঁটাতারে প্রজাপতি
জাহান্নাম হইতে বিদায়
918. ১৫. মুক্তিযুদ্ধভিক্তিক রচনা কোনটি?
একাত্তরের দিনগুলি
নূরুলদীনের সারা জীবন
সৎ মানুষের খোঁজে
এইসব দিনরাত্রি
919. 'এ গোল্ডেন এজ' উপন্যাসটির রচয়িতা-
তাহমিমা আনাম
মনিকা আলী
সৈয়দ মনজুরুল ইসলাম
এদের কেউ নন
920. মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস কোনটি?
ক্রীতদাসের হাসি
মাটি আর অশ্রু
হাঙ্গর নদী গ্রেনেড
সারেং বৌ