MCQ
161. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় যেটি-
লাঙ্গল
ধূমকেতু
নবযুগ
বিজলী
162. 'নারী' কবিতার রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
কামিনী রায়
কায়কোবাদ
163. সঞ্চিতা, সঞ্চয়িতা লেখকের নাম যথাক্রমে-
রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য
কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর
সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর
164. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
বিষের বাঁশী
বন্দীর বন্দনা
সন্দ্বীপের চর
রূপসী বাংলা
165. 'জেন্দা' একটি----
গ্রন্থ
ব্যক্তি
জাতি
ভাষা
166. কাজী নজরুল ইসলামের 'আলেয়া' কোন ধরনের রচনা?
কবিতা
গল্প
উপন্যাস
গীতিনাট্য
167. কোন কবিকে ভারত সরকার 'পদ্মভূষণ' উপাধিতে ভূষিত করেন?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
অমিয় চক্রবর্তী
দ্বিজেন্দ্রলাল রায়
168. 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি কার লেখা?
হুমায়ূন আহমেদ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
ইমদাদুল হক মিলন
169. নিচের যেটি কাজী নজরুল ইসলামের প্রাপ্ত পুরস্কার বা উপাধি নয়-
পদ্মভূষণ
একুশে পদক
জগত্তারিণী পদক
মুক্তিযুদ্ধ সম্মাননা পদক
170. কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত 'ধূমকেতু' কোন ধরনের প্রকাশনা?
কবিতা
উপন্যাস
পত্রিকা
ছোটগল্প
171. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি?
বাঁধনহারা
অরণ্য নীলিমা
মৃত্যুক্ষুধা
কুহেলিকা
172. ভারত সরকার কোন লেখককে 'পদ্মভূষণ' উপাধিতে ভূষিত করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শামসুর রাহমান
173. একই সনে জন্মগ্রহণ করেছেন যে দুই কবি-
মাইকেল মধুসূদন দত্ত ও ঈশ্বরচন্দ্র গুপ্ত
রবীন্দ্রনাথ ঠাকুর ও দ্বিজেন্দ্রলাল রায়
সত্যেন্দ্রনাথ দত্ত ও জসীমউদ্দীন
কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ
174. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার মূল সুর হচ্ছে-
বিদ্রোহ ও বিপ্লবের আবেগ
স্বরাজ প্রতিষ্ঠা
প্রেম
প্রকৃতি বন্দনা
175. জাতীয় কবি কাজী নজরুল সমাধি কোথায়?
ঢাকা
মানিকগঞ্জ
কুমিল্লা
ভারতের চুরুলিয়া
176. 'বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে'- উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ?
দুরন্ত পথিক
চলে মুসাফির
আঠারো বছর বয়স
যৌবনের গান
177. কোনটি গল্পগ্রন্থ?
মধুমালা
শেষ প্রশ্ন
শিউলিমালা
বাঁধনহারা
178. কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাশক্তিরহিত হন?
১৯২৯
১৯৪১
১৯৩০
১৯২৮
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১০ অক্টোবর, ১৯৪২ সালে মাত্র তেতাল্লিশ বছর বয়সে দূরারোগ্য (পিক্স ডিজিজ) ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়।
179. "ভোর হলো দোর খোল/খুকুমনি ওঠো রে"- কবিতার কবি কে?
মোহিতলাল মজুমদার
সত্যেন্দ্রনাথ দত্ত
কুসুম কুমারী দাশ
কাজী নজরুল ইসলাম
180. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়?
যুগবাণী
প্রলয় শিখা
বিষের বাঁশি
ভাঙার গান