Synonym and Antonyms MCQ
381. Choose the synonymous words AMBITION-
Plan
Proclamation
Desire
Decision
ব্যাখ্যা: Hints: Ambition (তীব্র আকাঙ্ক্ষা; উচ্চাকাকঙ্কা)-এর সমার্থক শব্দ হলো Desire (ইচ্ছা; অভিপ্রায়)। অন্যদিকে Plan অর্থ- পরিকল্পনা, Proclamation অর্থ- ঘোষণা আর Decasion অর্থ- সিদ্ধান্ত।
382. What is the meaning of the word Tranquil?
Awesome
Stupidly
Placid
foolishness
ব্যাখ্যা: Hints: Tranquil এবং placid অর্থ শান্ত। অন্যদিকে awesome অর্থ চমৎকার, stupidity অর্থ নির্বুদ্ধতা আর foolishness অর্থ বোকামি।
383. Choose the synonymous words GLIB---
artful
persuasive
flattering
informal
ব্যাখ্যা: Hints: Glib (অতি তৎপর) এর সমার্থক শব্দ হালা ariful। অন্যদিকে Persuasive অর্থ প্ররোচনায় সমর্থ, flattering অর্থ তোষামদে এবং informal অর্থ অনানুষ্ঠানিক।
384. When the leadership changed, his position in the organization became precarious ---
Secure
exalted
important
uncertain
ব্যাখ্যা: Hints: 'Precarious' অর্থ অনিশ্চিত যার একই অর্থবোধক শব্দ uncertain। প্রদত্ত বাক্যটির অর্থ- যখন নেতৃত্ব পরিবর্তন হলো তখন প্রতিষ্ঠানে তার অবস্থান অনিশ্চিত হয়ে পড়ল।
385. The antonym of 'insipid' is
brave
exciting
cold
dull
ব্যাখ্যা: Hints: Insipid (নীরস, বিস্বাদ)-এর বিপরীত শব্দ exciting (উত্তেজনাপূর্ণ)। তাছাড়া brave অর্থ সাহসী, cold অর্থ ঠান্ডা, শীতল, নিরুত্তাপ আর dull অর্থ নিরস।
386. The teacher gave us explicit instruction.
Detailed
Demonstrative
Definable
Resolvable
ব্যাখ্যা: Hints: "Explicit' (পরিষ্কারভাবে ও পরিপূর্ণভাবে প্রকাশিত: সুনির্দিষ্ট) এর একই অর্থবোধক শব্দ হলো detailed (বিশদ, সবিশেষ)। অন্যদিকে definable অর্থ নির্বাপণীয়, resolvable অর্থ নিরসনযোগ্য আর demonstrative অর্থ অভিব্যক্তিশীল।
387. Choose the synonymous words ABERRATION---
Deviation
Deviate
Drive
Direction
ব্যাখ্যা: Hints: 'Aberration' (বিপথগমন; বিপথগামিতা)-এর সমার্থক শব্দ deviation। অন্যদিকে deviate অর্থ পথভ্রষ্ট হওয়া, drive অর্থ চালোনা করা আর direction অর্থ গতিপথ।
388. Choose the synonymous words ABSOLUTE-
Division
Half
Small
Complete
389. Choose the synonymous words COPIOUS---
abundant
liberal
heavy
broad
ব্যাখ্যা: Hints: Copious এবং abundant উভয়ের অর্থ প্রাচুর্যপূর্ণ, প্রচুর। সুতরাং copious এবং abundant একই অর্থ বহন করে। Option-এর অন্যান্য word গুলোর মধ্যে liberal অর্থ উদার, heavy অর্থ ভারী এবং broad অর্থ প্রশস্ত।
390. We are ANXIOUS to avoid any problems with regard to this.
Worried
Composed
Cool
Careless
ব্যাখ্যা: Hints: Anxious (উদ্বিগ্ন, চিন্তিত)-এর বিপরীত শব্দ Cool (চিন্তামুক্ত)। তাছাড়া worried অর্থ উদ্ভিা, composed অর্থ শান্ত এবং careless অর্থ উদাসীন।
391. Find the synonym of the word 'cadaver'-
ascend
develop
corpse
drop
ব্যাখ্যা: Hints: Cadaver এবং corpse অর্থ মরদেহ। অন্যদিকে ascend অর্থ আরোহণ করা, Ant develop অর্থ উন্নতিসাধন করা আর drop অর্থ পতন ঘটা।
392. The spectacle was most pleasing.
Impression
View
Sight
Scenery
ব্যাখ্যা: Hints: Spectacle' (বিশেষত চমৎকার, উল্লেখযোগ্য বা লক্ষণীয় কোনো দৃশ্য)-এর অর্থ প্রকাশ পায় sight (দর্শনীয় বস্তু) দ্বারা। অন্যদিকে impression অর্থ মনোগত বা অনুভূতিগত প্রতিক্রিয়া, view অর্থ দৃষ্টিপাত আর Scenery অর্থ দৃশ্য।
393. Choose the synonymous words CURB----
medicinal
participation
hunger
restriction
ব্যাখ্যা: Hints: Curb (রাশ, প্রতিবন্ধক)-এর সমার্থক শব্দ restriction (নিয়ন্ত্রণ)। তাছাড়া medicinal অর্থ নিরাময় গুণসম্পন্ন, participation অর্থ অংশগ্রহণ এবং hunger অর্থ ক্ষুধা।
394. The railway lines are EXTENDED and we are quite happy about it.
Curtailed
Protracted
Widened
Elongated
ব্যাখ্যা: Hints: Extended (সম্প্রসারিত)-এর বিপরীত শব্দ হলো curtailed (সংক্ষিপ্ত) অন্যদিকে protracted, widened এবং elongatel শব্দগুলো extended-এর সমার্থক শব্দ।
395. Choose the synonymous words KNOTTY----
terrible
mysterious
difficult
confusing
ব্যাখ্যা: Hints: Knotty (পিটযুক্ত; ঝামেলাযুক্ত)-এর সমার্থক শব্দ difficult. Option-এর terrible অর্থ ভয়ঙ্কর, mysterious অর্থ রহস্যময় এবং confusing অর্থ বিভ্রান্তিকর।
396. The synonym of 'sanguine' is-
optimistic
restless
bloody
hopless
ব্যাখ্যা: Hints: Sanguine (আশাবাদী)-এর সমার্থক শব্দ হলো optimistic (আশাবাদী, আস্থাশীল)। তাছাড়া restless অর্থ চঞ্চল; অস্থির, hopless অর্থ আশাবিহীন; দুর্ভাগা আর bloxxdy অর্থ রক্তাক্ত।
397. Choose the synonymous words INSURGENT---
Rebellious
Sincere
Confident
Loyal
ব্যাখ্যা: Hints: 'Insurgent' এবং rebellious' অর্থ বিদ্রোহী; অভ্যুত্থানকারী। সুতরাং শব্দ দুটি সমার্থক। Loyal-অনুগত ও বিশ্বাসী, sincere- আন্তরিক ও confident- আত্মবিশ্বাসী।
398. Choose the synonymous words CONCEAL ---
Reveal
Unfold
Open
Discover
ব্যাখ্যা: [Note: প্রদত্ত Conceal শব্দের অর্থ লুকিয়ে রাখা কিন্তু Option-এ প্রদত্ত শব্দগুলো Conceal-এর বিপরীত অর্থ প্রকাশ করে। Option-এর Reveal, Unfold. Open- Discover শব্দের অর্থ- উন্মুক্ত করা, প্রকাশ করা।।
399. Choose the synonymous words FRAGILE---
Trouble
Discomfort
Breakable
Divert
ব্যাখ্যা: Hints: 'Fragile' এবং 'breakable' অর্থ ভঙ্গুর। তাছাড়া triozuble অর্থ বিপাক, discomfort অর্থ অস্বস্তিদায়ক আর divert অর্থ গতিপথ পাল্টে দেওয়া।
400. Choose the synonymous words ALLEGIANCE---
Sincere
Obedience
Faithful
Loyalty
ব্যাখ্যা: Hints: 'Allegiance' এবং 'loyalty' অর্থ বিশ্বস্ততা; আনুগত্য। অন্যদিকে sincere অর্থ আন্তরিক, obedience অর্থ বাধ্যতা আর faithful অর্থ বিশ্বস্ত।