কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
601. কোনটি কনস্ট্রাকশন স্টেজ নয়?
পরিদর্শন
ডিজাইন
মূলধন সংগ্রহ
মালামাল সংগ্রহ
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-কোনো প্রকল্পের কনস্ট্রাকশন স্টেজগুলো হলো-
(i) প্রকল্প সম্পর্কে ধারণা
(ii) সাইট পরিদর্শন
(iii) ডিজাইন
(iv) এস্টিমেন্ট এবং ড্রয়িং
(v) বিনির্দেশ প্রস্তুত করা
(vi) মালামাল সংগ্রহ
(vii) তত্ত্বাবধান।
602. প্রজেক্ট সমাপ্তির জন্য নিচের কোনটির প্রয়োজন?
মূলধন
সময়
কাজের দক্ষতা
জনসম্পদ
603. ভরাট মাটির ক্ষেত্রে উপযোগী-
কম্পোজিট পাইল
আরসিসি পাইল
কাঠের পাইল
শিট পাইল
604. আরসিসি বিম বা স্লাব-এর জন্য সর্বোচ্চ স্লাম্প (Slump) কত সেমি গ্রহণযোগ্য?
১০ সেমি
১৫ সেমি
২০ সেমি
২৫ সেমি
ব্যাখ্যা: সর্বোচ্চ স্লাম্প = 10cm: সর্বনিম্ন স্লাম্প = 2.54cm
605. Concrete mix-এর ক্ষেত্রে Slump value বৃদ্ধি পেলে concrete-এর workability-
বৃদ্ধি পায়
কমে যায়
অপরিবর্তিত থাকে
উপরের কোনোটিই নয়
606. প্রতিটি কনস্ট্রাকশন স্টেজকে ছোট ছোট কাজ অনুযায়ী ভাগ করাকে বলে-
কনস্ট্রাকশন অপারেশন
কনস্ট্রাকশন স্টেজ
কনস্ট্রাকশন শিডিউল
কোনোটিই নয়
607. অ্যাবাটমেন্ট (Abutment) কী?
ব্রিজের পাইল ক্যাপ
ব্রিজের প্রান্তীয় সাপোর্ট
ব্রিজের নদী মধ্যবর্তী সাপোর্ট
ব্রিজের সুপারস্ট্রাকচার
ব্যাখ্যা: ব্রিজের প্রান্তীয় সাপোর্টকে অ্যাবাটমেন্ট।
608. কনস্ট্রাকশন শিডিউলে উল্লেখ থাকে
অ্যাকটিভিটিসমূহ
কাজের অগ্রগতির হার
অপারেশন শুরুর ও সমাপ্তির তারিখ
সব কয়টি
609. প্রজেক্ট ম্যানেজমেন্টের কৌশল কত প্রকার?
2
4
3
5
610. কংক্রিটের Compression test-এ ব্যবহৃত সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা যথাক্রমে-
১০ সেমি, ১৫ সেমি
১৫ সেমি, ১৫ সেমি
১৫ সেমি, ২০ সেমি
১৫ সেমি, ৩০ সেমি
611. একটি ইটের সঙ্গে অপর একটি ইটের জোড়াকে বলে-
বেভ জয়েন্ট
সম জয়েন্ট
বন্ড
612. Los Angeles Abrasion Test-এর জন্য কত গ্রাম sample নিতে হয়?
৩০০০ গ্রাম
৪০০০ গ্রাম
৫০০০ গ্রাম
৬০০০ গ্রাম
613. কোনো প্রজেক্টের সমুদয় কাজকে কতগুলো সুনির্দিষ্ট জব বা টাস্কে বিভক্ত করাকে বলে-
অ্যাকটিভিটি
ডামি অ্যাকটিভিটি
ইভেন্ট
কোনোটিই নয়
614. Coarse Aggregate-কে কখন flaky বলে গণ্য করা হয়? যখন- To their mean dimension
Least dimension of aggregate is least than 3/5 to their mean demension
Least dimension of aggregate is equal to their mean dimension
Length of aggregate is equal to their mean dimension
Length of aggregate is equal to 1.8 times their mean dimension time their mean dimentsion
615. RCC লিন্টেলে ব্যবহৃত কংক্রিট মিশ্রণের অনুপাত-
1:2:3
1:16:3
1:2:4
1:3:6
ব্যাখ্যা: RCC লিন্টেলে ব্যবহৃত কংক্রিট মিশ্রণের অনুপাত ১৪২৪৪ অর্থাৎ, আরসিসি লিন্টেলের ক্ষেত্রে মিশ্রণ তৈরির জন্য ১ ভাগ সিমেন্ট, ২ ভাগ বালি ও ৪ ভাগ খোয়ার প্রয়োজন।
616. প্রজেক্টের উদ্দেশ্য কোনটি?
স্বল্প জনশক্তির সাহায্যে প্রজেক্ট সমাপ্ত করা।
দক্ষ জনশক্তির সাহায্যে প্রজেক্ট সমাপ্ত করা
স্বল্প সময়ে প্রজেক্ট সমাপ্ত করা
উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রজেক্ট সমাপ্ত করা
617. Slump test-এর জন্য ব্যবহৃত Mould-এর size (bottom diam x top diam × height) হলো-
৫ সেমি × ১০ সেমি x ২০ সেমি
২০ সেমি × ১০ সেমি × ৩০ সেমি
২০ সেমি x ২০ সেমি × ৩০ সেমি
২০ সেমি × ১৫ সেমি × ৩০ সেমি
618. ২৮ দিন curing-এর পর concrete কী পরিমাণ strength অর্জন করে?
প্রায় ৪০%
প্রায় ৬৭%
প্রায় ১০০%
প্রায় ১২২%
619. Building নির্মাণের ক্ষেত্রে DPC দেওয়া হয়-
Plinth Level-এর উপরে
Plinth Level-এর নিচে
Ground Level-এর উপরে
Ground Level-এর নিচে
620. Schmidt Rebound Hammer দিয়ে Concrete-এর কী test করা হয়?
Tensile strength
Flexural strength
Modulus of elasticity
Non-destructive test