ব্যাকরণ ও বাংলা ব্যাকরণের আলোচ্যে বিষয় MCQ
1. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
বাক্যতত্ত্ব
অর্থতত্ত্ব
রূপতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
2. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই-
রসতত্ত্ব
রূপতত্ত্ব
বাক্যতত্ত্ব
ক্রিয়ার কাল
3. নিচের কোন শব্দ বিশেষ্য'র উদাহরণ?
পতিত
জান্তব
আগ্নেয়
উন্নয়ন
4. প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
বাক্যতত্ত্ব
রূপতত্ত্ব
অর্থতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
5. বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলোচিত হয়-
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
অর্থতত্ত্বে
ধ্বনিতত্ত্বে
6. ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় কয়টি?
৬টি
৪টি
৩টি
২টি
Job Preparation
Civil MCQ
Bangla
Himalay Sen Sir
Civil Engineering classroom
ব্যাকরণ ও বাংলা ব্যাকরণের আলোচ্যে বিষয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় ৬টি। যথা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ছন্দ ও অলঙ্কার প্রকরণ; বাগর্থ বিজ্ঞান বা অর্থতত্ত্ব ও অভিধানতত্ত্ব। তবে পৃথিবীর সকল ভাষার ব্যাকরণে চারটি বিষয় আলোচিত হয়। যথা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, অর্থতত্ত্ব ও বাক্যতত্ত্ব বা পদক্রম।
7. কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?
রূপতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
ভাষাতত্ত্ব
বাক্যতত্ত্ব
8. বাংলা ব্যাকরণে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
ধ্বনি
বিরাম চিহ্ন
প্রত্যয়
পদক্রম
9. বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?
০২টি
০৪টি
০৬টি
০৮টি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
junior instructor question solution
ব্যাখ্যা: বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। যথা: ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব।
10. বাগবন্ত্রের অংশ কোনটি?
স্বরযন্ত্র
ফুসফুস
দাত
উপরের সবকটি
11. 'শব্দ' আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে?
ধ্বনিতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
অর্থতত্ত্বে
12. ব্যাকরণের কোন অংশে 'কারক' সম্বন্ধে আলোচনা করা হয়?
অর্থতত্ত্বে
ধ্বনিতত্ত্বে
রূপতত্ত্বে
বাক্যতত্ত্বে
13. Philology শব্দের পরিভাষা কোনটি?
দর্শনবিদ্যা
ভাষাবিদ্যা
মনোবিদ্যা
ধ্বনিবিদ্যা
14. 'উপসর্গ' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ধ্বনিতত্ত্ব
রূপতত্ত্ব
বাক্যতত্ত্ব
পদক্রম
15. 'বাগধারা' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ধ্বনিতত্ত্বে
অর্থতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
16. 'লেক্সেকোগ্রাফি' কোন বিষয় নিয়ে আলোচনা করে?
ধ্বনিতত্ত্ব
অর্থতত্ত্ব
শব্দতত্ত্ব
অভিধানতত্ত্ব
17. 'শব্দতত্ত্ব' এর অপর নাম কি?
রূপতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
পদক্রম
বাক্যতত্ত্ব
18. ‘তাতে সমাজজীবন চলে না।’-এ বাকাটির অস্তিবাচক রূপ কোনটি?
তাতে সমাজজীবন চলে ।
তাতে না সমাজজীবন চলে ।
তাতে সমাজনজীবন অচল হয়ে পড়ে।
তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
19. 'ধাতুরূপ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
রূপতত্ত্বে
ধ্বনিতত্ত্বে
বাক্যতত্ত্বে
ছন্দতত্ত্বে
20. রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি?
প্রতিশব্দ
বাগধারা
ক্রিয়া বিশেষণ
উক্তি