MCQ
2521. কত সালে পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াজ ইউরোপ হতে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিষ্কার করেন?
১৪৮৭
১৪৯০
১৪৯৮
১৫০২
2522. এসডিজি'র কত নম্বর অভীষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে?
৩
১
২
৪
2523. স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি?
ইউনেস্কো
অছি পরিষদ
ইউএনডিপি
নিরাপত্তা পরিষদ
2524. জাতিসংঘ কর্তৃক ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?
৮
১৫
১৭
২০
2525. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয় কোনটি?
জেন্ডার সমতা
গণতন্ত্রায়ণ
মানসম্পন্ন শিক্ষা
জিরো হাঙ্গার
2526. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চার নম্বর লক্ষ্যমাত্রা ফোকাস কোনটি?
মানসম্মত শিক্ষা
কর্মমূখী শিক্ষা
টেকসই উন্নয়নে শিক্ষা
সবার জন্য শিক্ষা
2527. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কত নম্বর লক্ষ্যমাত্রায় নারীর ক্ষমতায়ন সম্পর্কে বলা হয়েছে?
৩
৫
৮
৯
2528. কারা সর্বপ্রথম ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন?
পর্তুগিজরা
ব্রিটিশরা
ওলন্দাজরা
ফরাসিরা
2529. Where is the proposed techonlogy bank for LDCs likely to be headquartered?
চীন
জাপান
সংযুক্ত আরব আমিরাত
তুরস্ক
2530. কোন সংস্থা স্বল্পোন্নত দেশগুলোর তালিকা প্রকাশ করে?
আঙ্কটাড / UNCTAD
বিশ্বব্যাংক
ইউএনডিপি
ইউনেস্কো
2531. এলডিসিভুক্ত দেশ কয়টি? / স্বল্পোন্নত দেশ কয়টি?
৪৮
৪২
৪৬
৪৯
2532. স্বল্পোন্নত দেশগুলোর জন্য প্রস্তাবিত টেকনোলজি ব্যাংকের সদর দপ্তর কোথায় স্থাপন করা হবে?
চীন
জাপান
সংযুক্ত আরব আমিরাত
তুরস্ক
2533. টেকসই উন্নয়নে মূল বিষয় কী?
পরিবেশ
পুঁজি বৃদ্ধি
কর্মসংস্থান
মাথাপিছু আয়
2534. জাতিসংঘ কর্তৃক ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে বাস্তবায়ন করতে হবে?/ কত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে?
২০২০
২০২৫
২০৩০
২০৩৫
2535. ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? / কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
ফার্ডন্যান্ড ম্যাগেলান
ভাস্কো-দা-গামা
কলম্বাস
ফ্রান্সিস ড্রেক
2536. এসডিজি'র সহযোগী লক্ষ্য কতটি?
১৭
৫১
১৬৯
১৭৯
2537. নিচের কোনটি জাতিসংঘে ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য'র অন্তর্ভুক্ত নয়?
মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা
শিশু মৃত্যু হার কমানো
লিঙ্গ সমতা নিশ্চিত করা
সাশ্রয়ী জালানি নিশ্চিত করা
2538. 'Leave no one behind' বক্তব্যটি ---
এমডিজি'র একটি লক্ষ্য
খাদ্য দিবসের প্রতিপাদ্য
সংবিধানের শিরোনাম
এসডিজি'র একটি অঙ্গীকার
2539. টেকসই উন্নয়ন লক্ষ্য'র প্রথম প্রস্তাবনা কী? / টেকসই উন্নয়নের প্রথম লক্ষ্যটির বিষয়বস্তু কী?
নারীর ক্ষমতায়ন
দারিদ্র্য দূরীকরণ
খাদ্য নিরাপত্তা
জলবায়ু পরিবর্তন
2540. LDC এর পূর্ণরূপ কী?
Least Diagnosed Cancer.
Last Diabetic Council.
Lower Divisional Court.
Least Developed Country.