MCQ
2621. জাতিসংঘের ৭৭তম অধিবেশনে সভাপতি ছিলেন---
তেনজিং (যুক্তরাষ্ট্র)
এম এইচ সোহাগ (নেপাল)
শেখ হাসিনা (বাংলাদেশ)
কাসাবা কোরেসি (হাঙ্গেরি)
2622. জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি?
৫ টি
৮ টি
৬টি
৭টি
2623. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হোন?/The UN Secretary General is selected by the members of –
সাধারণ পরিষদের
নিরাপত্তা পরিষদের
স্থায়ী সদস্যদের
আমেরিকার প্রেসিডেন্টের
2624. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?
তিনজন
চারজন
পাঁচজন
ছয়জন
2625. শায়েস্তা খানের আমলে এক টাকায় চাউল পাওয়া যায় -
২ মণ
৪ মণ
৮ মণ
১০ মণ
2626. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন প্রতিবছর কয়বার বসে?
একবার
দুইবার
তিনবার
চারবার
2627. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে?
মমতা ব্যানার্জী
প্রতিভা পাতিল
মায়াবতী
বিজয়ালক্ষ্মী পন্ডিত
2628. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায়?
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
প্যারিস, ফ্রান্স
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
টোকিও, জাপান
2629. সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন?
দারা
শাহ সুজা
মুরাদ
আওরঙ্গজেব
2630. সাম্প্রতিক সময়ে জাতিসংঘের কততম সাধারণ সভা অনুষ্ঠিত হয়?
৭০
৭৭
৭৪
৭৩
2631. জাতিসংঘে প্যালেস্টাইন বা ফিলিস্তিন রাষ্ট্রের পদমর্যাদা কী?
অ-রাষ্ট্রীয় পর্যবেক্ষক
রাষ্ট্রীয় পর্যবেক্ষক
কোনো পদমর্যাদা নেই
কোনোটিই নয়
2632. কোন শহরে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল?
নিউইয়র্ক
তেহরান
সানফ্রান্সিসকো
লন্ডন
2633. জাতিসংঘের সাধারণ পরিষদের সদর দপ্তর কোথায়?
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
প্যারিস, ফ্রান্স
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
টোকিও, জাপান
2634. কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
অছি পরিষদ
সাধারণ পরিষদ
নিরাপত্তা পরিষদ
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
2635. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়/ প্রথাগতাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
2636. ১৯৯৫ সালে কোন সংস্থার গোল্ডেন জুবিলি পালিত হয়?
UNO
NAM
GATT
ASEAN
2637. জাতিসংঘের নির্বাহী সংস্থা কোনটি?
Trusteeship Council / অছি পরিষদ
Security Council / নিরাপত্তা পরিষদ
General Assembly / সাধারণ পরিষদ
Economic & Social Counil / অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
2638. The UN Secretary General is appointef by the GeneralAssembly, on the recommendation of—
সাধারণ পরিষদের
নিরাপত্তা পরিষদের
স্থায়ী সদস্যদের
আমেরিকার প্রেসিডেন্টের
2639. নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
দ্বিতীয়
তৃতীয়
পঞ্চম
ষষ্ঠ
2640. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় -
১৯৪৫
১৯৪৬
১৯৪৭
২০০৪