MCQ
4481. ময়ুর নদী কোন জেলায় অবস্থিত?
খুলনা
রংপুর
বগুড়া
ঢাকা
4482. ভৈরব নদীর তীরে কোন শহর অবস্থিত?
ভৈরব বাজায়
আশুগঞ্জ
মুন্সীগঞ্জ
খুলনা
4483. চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত?
গোমতি
লুসাই
সুরমা
কর্ণফুলী
4484. সিলেট ফোন নদীর তীরে অবস্থিত?
আড়িয়াল খাঁ
সুরমা
চন্দনা
রূপসা
4485. বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?
কীর্তনখোলা
মেঘনা
আড়িয়াল খাঁ
কোনোটিই নয়
4486. কোন নদীগুলো বাংলাদেশের?
হুগলি, গঙ্গা, পদ্মা মেঘনা
ভাগীরথী, আড়িয়াল খাঁ, সুরমা, নর্ধমা
কালিগঙ্গা, ইছামতি, শীতলক্ষ্যা, কীর্তনখোলা
যমুনা,পদ্মা, মেঘনা,ভাগীরথী
4487. কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত?
পশুর
মাতামুহুরি
গোমতী
সুরমা
4488. মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত?
আড়িয়াল খাঁ
মধুমতি
কুমার
পদ্মা
4489. তেঁতুলিয়া কোন নদীর তীরে অবস্থিত?
আত্রাই
মহানন্দা
বাঙালি
যমুনেশ্বরী
4490. সোলাই কোন নদীর পূর্বনামা --
যমুনা
বুড়িগঙ্গা
সুরমা
পদ্মা
4491. বুড়িগঙ্গা নদীর বাম তীরে অবস্থিত--
সদরঘাট
জিঞ্জিরা
চাঁদপুর
শরীয়তপুর
4492. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
ফরিদপুর
চাঁদপুর
চট্টগ্রাম
নারায়ণগঞ্জ
4493. রংপুর দিয়ে প্রবাহিত নদীর নাম--
তিস্তা
ঘাঘট
ধরলা
বাসুলি
4494. সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত?
মেঘনা
যমুনা
পদ্মা
ধলেশ্বরী
4495. যশোর কোন নদীর তীরে অবস্থিত?
পশুর
গড়াই
কপোতাক্ষ
যমুনা
4496. ঢাকা যে নদীর তীরে অবস্থিত—
ইরাবতী
বুড়িগঙ্গা
শীতলক্ষ্যা
ব্রহ্মপুত্র
4497. কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত?
গড়াই
আত্রাই
পদ্মা
মহানন্দা
4498. ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত?
গোমতী
তিতাস
যমুনা
পদ্মা
4499. পিয়াইন নদী কোন জেলায় অবস্থিত?
রংপুর
সিলেট
কক্সবাজার
বরিশাল
4500. ভৈরব নদীর অবস্থান কোথায়?
কিশোরগঞ্জ
বরিশাল
ঝিনাইদহ
খুলনা