থিউরি অব স্ট্রাকচার MCQ
81. L দৈর্ঘ্য বিশিষ্ট একটি Simply Supported Beam এর Mid point এ P লোড দিলে উহার সর্বোচ্চ Bending Moment কত?
PL
PL/4
PL²
PL/2
ব্যাখ্যা: ব্যাখ্যা: P লোড দুটি সাপোর্ট সমান ভাঘে ভাগ করে নিবে। যে কোন সাপোর্ট লোড = PL/2 এবং সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট= বল x সাপোর্ট
হতে বলের লম্ব দূরত্ব = P/2 *L/2=PL/4
82. একটি আরসিসি বিমের ন্যূনতম মূল ইস্পাতের পরিমান হবে-
১%
0.00001 fy
200/fy
কোনটি নয়
ব্যাখ্যা: তথ্য: মনে রাখা জরুরী, MKS পদ্ধতি ন্যূনতম মূল ইস্পাতে পরিমাণ
হবে - 1.38/fy এবং FPS পদ্ধতিতে ন্যূনতম মূল ইস্পাতে পরিমান
হবে ২০০/ fy. উত্তর:গ
83. 50 mm² ক্ষেত্রফলের উপর 5N বল প্রয়োগ করলে পীড়নের পরিমাণ হবে-
10 MPa
1 MPa
0.1 MPa
0.01 MPa
85. 60 grade steel এর minimum yield strength কত?
72500 psi
55000 psi
60000 psi
40000 psi
ব্যাখ্যা: ব্যাখ্যা: ৬০ গ্রেড স্টিল (মেট্রিক গ্রেড ২৮০): ৬০ গ্রেড স্টিল বলতে বুঝায় স্টিলের নমনীয় বিন্দুর শক্তি ৬০,০০০ psi একে গ্রেড বলে। অন্যভাবে, এই স্টিল ৬০,০০০ psi টেনশন রেজিস্ট করতে পারে।
86. শিয়ার ফোর্স ডায়াগ্রামে চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলে-
ইরপ্লেকশন বিন্দু
নিরপেক্ষ বিন্দু
বিপদজনক বিন্দু
নিষ্ক্রিয় বিন্দু
87. Simply aupported reinforced concrete beam main reinforcement কোথায় দেয়া হয়?
Neutral axix- এর নিচে
Neutral axix
Neutral axix -এর উপরে
উপরের যেকোনো স্থানে
ব্যাখ্যা: তথ্য: Simply aupported reinforced concrete beam. main reinforcement এ
উত্তর: ক.
88. নিচের কোন গুণাগুণ যাচাইয়ের জন্য M.S rod এর tensile test করা হয়?
Ductility
Plasticity
Resilience
Elasticity
Job Preparation
Civil Department
Civil MCQ
থিউরি অব স্ট্রাকচার
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় -2004
ব্যাখ্যা: ব্যাখ্যা: Ductility =
Maximum elongation of gauge length Original gauge length
যা টেনসাইল টেস্টে percentage of elongation এর মাধ্যমে প্রকাশকরা হয়। সঠিক উত্তর: (a)
89. 10 সাধারনভাবে স্থাপিত L' মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি বীমে সমভাবে বিস্তৃত প্রতি মিটার w kg লোডের জন্য সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট-
WL²/4
WL²/8
WL²/22
. WL2/12
90. D পুরুত্ব বিশিষ্ট একটি slap এর main reinforcement এর সর্বোচ্চ spacing -
1d
2d
3d
4d
91. সাধারণভাবে স্থাপিত সমভাবে বিস্তৃত লোডের বীমের সর্বোচ্চ বেডিং মোমেন্ট হয়-
সার্পোট
মাঝখানে
প্রা ন্ত হতে ১/৪ দূরে
প্রান্ত হতে১/৩দূরে
92. L মিটার দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত বীমের মধ্যে বিন্দুতে P লোড দেওয়া হলে সর্ব্বোচ্চ মোমেন্ট হবে-
PL/2
PL/4
PL/8
PL/12
93. পয়সনের অনুপাত বলতে কি বুঝায়-
পার্শ্ব বিকৃতি / দৈর্ঘ্য বিকৃতি
দৈর্ঘ্য বিকৃতি / পার্শ্ব বিকৃতি
পার্শ্ব হ্রাস / দৈর্ঘ্য বৃদ্ধি
দৈর্ঘ্য বৃদ্ধি/ পার্শ্ব হ্রাস
94. একটি Simply supported uniformly loaded beam - এর সর্বোচ্চ bending moment হয় -
মাঝখানে
প্রান্তদ্বয়ে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
ব্যাখ্যা: তথ্য: একটি Simply supported uniformly loaded
beam এর সর্বোচ্চ শিয়ার ফোর্স উৎপন্ন হবে প্রান্তদ্বয়ের এবং সর্বোচ্চ বেল্ডিং মোমেন্ট উৎপন্ন হবে মাঝখানে। উত্তর: ক
95. RCC beam stirrup কেনো দেয়া হয়?
Flexural stress নেয়ার জন্য
concrete -কে ধরে রাখার জন্য
shear stress নেয়ার জন্য
শুধুমাএ main reinforcement -কে যথাস্থানে রাখার জন্য
96. ক্যান্টিলিভার বীমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হয়।
সার্পোটে
মাঝখানে
প্রাপ্ত হতে ১/৪ দূরে
প্রাপ্ত হতে১/৩দূরে
97. The unit of stress in M.K.S. units is (M.K.S. পদ্ধতিতে পীড়নের একক কোনটি)
kg-cm
N/m²
kg/m²
kg/cm²
ব্যাখ্যা: ব্যাখ্যা: পূর্বে চাপের একক ছিল kg/cm² যা আমাদের সকলের জান্য। চাপ ও পীড়ন যেহেতু সমধর্মী তাই পীড়নের একক ও তখন ছিল kg/cm², সেই থেকে পীড়নের M.K.S. একক kg/cm² বলবৎ আছে।
সঠিক উত্তর: (ঘ)
98. Structural design of pavement is based on-
Fatigue Load
Static Load
Maximum Load
Most frequent Load
99. ৬০ গ্রেড ইস্পাত এর মূল বৈশিষ্ট্য কী?
আলটিমেট স্ট্রেস্থ ৬০,০০০ পিএসআই
ইন্ড স্ট্রেন্থ ৬০,০০০ পিএসআই
ইলোনগেশন ৬০%
কনভার্ট এলিভেশন
ব্যাখ্যা: তথ্য: ৬০ গ্রেড স্টিল বলতে স্টিলের নমনীয় বিন্দুর শক্তি ৬০,০০০
পিএসআই গ্রেড বলে। উত্তর: খ
100. ব্যবহারের পূর্বে pre-stress concrete girder- pre - stressing tendon দিয়ে-
Tension Zone এ Tension প্রয়োগ করা হয়।
Tension Zone এ compression প্রয়োগ করা হয়
compression Zone এ Tension প্রয়োগ করা হয়
compression Zone এ compression প্রয়োগ করা ঘয়।
ব্যাখ্যা: তথ্য: প্রি-স্ট্রেসড কংক্রিট হল কংক্রিটের একটি রুপ যেখানে বাহ্যিক লোড প্রয়োগ করার আগে কংক্রিটের প্রাথমিক সংকোচন দেওয়া হয়
যাতে পরবর্তী সময়কালে বাহ্যিক লোডের চাপ কাঙ্খিত পরিমানে প্রতিহত হয়। এই প্রাথমিক সংকোচনটি কংক্রিটের অংশে অবস্থিত
উচ্চ শক্তির ইস্পাত তার(যাকে বলা হয় 'টেন্ডন') দ্বারা প্রবর্তিত।
আসুন কনফিউশন দূর করি:
অনেকে ভাবে, Pre- stressing tendon দিয়ে Tension Zone প্রয়োগ করা হয় কিন্তু এটা ভুল। মূলত, Tension Zone এর tendon এ Tension প্রয়োগ করা হয় এবং এই টেনশন কনক্রিটে compression হিসেবে প্রবর্তিত হয়। সুতরাং সঠিক উত্তর: খ ।