MCQ
20081. কোন বিষয়ের ওপর সুপার এলিভেশনের মান নির্ভরশীল নয়?
বাঁকের ব্যাসার্ধ
রাস্তার প্রশস্ততা
গাড়ির গতিবেগ
চালকের অভিজ্ঞতা
20082. সড়কপথে ব্যবহৃত ক্রান্তি বাঁকের নাম-
স্পাইরাল
ত্রিমাত্রিক অধিবৃত্ত
লেমনিস্কেট
যৌগিক
20083. গুরুত্বপূর্ণ ভবনের ক্ষেত্রে সমকোণ মাপতে ব্যবহৃত হয়-
লেভেল
অপটিক্যাল স্কয়ার
থিওডোলাইট
সেক্সট্যান্ট
ব্যাখ্যা: থিওডোলাইট দ্বারা আনুভূমিক কোণ ও উল্লম্ব কোণ দুটি বিন্দুর দূরত্ব ও উচ্চতা পরিমাপ করা যায়।
20084. ত্রিভুজায়নে ত্রিভুজের কোণের সর্বনিম্ন মান-
30°
60°
120°
180°
20085. খাড়া বাঁক কোনটি?
সরল
যৌগিক
বিপরীত
অবতল
20086. স্টেশন চিহ্নিতকরণে ব্যবহৃত হয়-
অফসেট রড
ক্রস স্টাফ
হোয়াইটস
রেঞ্জিং পোল
ব্যাখ্যা: রেঞ্জিং রড/ঝান্ডি জরিপ স্টেশন চিহ্নিতকরণ ও রৈখিককরণের কাজে এবং অফসেট রড শিকল টানা ও ছোটখাটো রৈখিক মাপ নেয়ার কাজে ব্যবহৃত হয়।
20087. কোন প্রকার ক্রান্তি বাঁক রেলওয়েতে ব্যবহৃত হয় না?
স্পাইরাল
ত্রিমাত্রিক অধিবৃত্ত
লেমনিস্কেট
ক্লথয়েড
20088. ত্রিভুজায়ন সিস্টেমের সর্বপ্রথম নিখুঁতভাবে মাপা হয়-
ভিত্তিরেখা
নিরীক্ষা ভিত্তিরেখা
উত্তর রেখা
অফসেট রেখা
20089. সড়কের ক্ষেত্রে কেন্দ্রাতিগ অনুপাতের মান-
1/2
1/4
1/8
1/10
20090. 20 মি শিকলের প্রতি লিঙ্কের দৈর্ঘ্য- [BEPZA-23]
100 মিমি
200 মিমি
300 মিমি
400 মিমি
20091. Retaining Wall সাধারণত প্রয়োজন হয়?
For Hill Road
Masonry Dams
Wing Wall
For all of them
ব্যাখ্যা: মাটি বা অন্য কোনো পদার্থের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিরোধের জন্য নির্মিত কাঠামোকে Retaining Wall বলে।
20092. Concrete-এ Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
2-3
7
14
28
ব্যাখ্যা: Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায়। ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে Formwork বলে। কলাম, বিম ও স্ল্যাবের ক্ষেত্রে Formwork সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে ফেলা হয়।
20093. ভিত্তিরেখা সূক্ষ্মভাবে পরিমাপের জন্য ব্যবহৃত হয়-
ইনভার টেপ
নাইলন টেপ
মিটার শিকল
স্টিল ব্যান্ড শিকল
ব্যাখ্যা: ইনভার টেপ: নিখুঁত ও সূক্ষ্ম দৈর্ঘীয় পরিমাপের
জন্য ইনভার টেপ ব্যবহার হয়।
20094. সমকোণ সংস্থাপনে ব্যবহৃত হয়-
ক্লিনোমিটার
ক্রস স্টাফ
অপটিক্যাল স্কয়ার
সেক্সট্যান্ট
20095. ব্যাপক এলাকা জুড়ে এবং পৃথিবীর বক্রতা হিসাব করে জরিপ করা হয়-
কম্পাস
প্লেন টেবিল
ত্রিভুজায়ন
চেইন
20096. প্রথম শ্রেণির রেলপথের অনুমোদনযোগ্য ঢাল পরিবর্তনের হার (উত্তল বাঁক)-
0.05%
0.1%
0.2%
0.3%
20097. বাঁকের ব্যাসার্ধ বাঁক বরাবর ক্রমান্বয়ে হ্রাসপ্রাপ্ত হয়-
সরল
যৌগিক
ক্রান্তি বাঁক
বিপরীত
20098. Slump test-এ Steel rod দিয়ে কতবার Concrete compact করতে হয়?
20 বার
25 বার
30 বার
50 বার
ব্যাখ্যা: Slump test-এ ১৬ মিমি ব্যাসের ৬০ সেমি লম্বা রড দ্বারা প্রতি স্ত রে ২৫ বার খুঁচিয়ে গাদাতে হবে।
20099. বুনিয়াদের তলের সমতলতা যাচাই করার জন্য ব্যবহৃত হয়-
লেভেল
স্পিরিট লেভেল
কম্পাস
থিওডোলাইট
20100. 25m শিকলের প্রতি লিঙ্কের দৈর্ঘ্য-
100mm
200mm
250mm
350mm
ব্যাখ্যা: 25m শিকলের জন্য = 250mm