EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3041. 'নীড়সন্ধানী' কার রচিত উপন্যাস?
রাজিয়া খান
আনোয়ার পাশা
হাসান আজিজুর হক
শওকত আলী
3042. নিচের কোন শব্দটি আরবি শব্দ নয়?
ইনসান
ইবাদত
মর্জি
আসরফি
3043. 'বিষাদসিন্ধু' কোন সমাস?
দ্বিগু
রূপক কর্মধারয়
দ্বন্দ্ব
তৎপুরুষ
3044. 'কবর' নাটকের পটভূমি হলো-
দেশভাগ
মুক্তিযুদ্ধ
ভাষা আন্দোলন
গণ-অভ্যুত্থান
ব্যাখ্যা: 'কবর' ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত। ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি নাটকটি রচিত হয়; তখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী জানা যায়, আরেক রাজবন্দী রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীর কাছে চিঠি লিখেছিলেন জেলখানায় মঞ্চস্থ করা যায় এমন একটি নাটক লিখে দেয়ার জন্য।
3045. নিচের কোনটি 'বায়ু' শব্দের প্রতিশব্দ?
চঞ্চলা
মরুৎ
ক্ষণপ্রভা
চটুল
3046. নিচের কোন বাগধারা 'পটল তোলা' বাগধারার সমার্থক?
ভূতের বাপের শ্রাদ্ধ
ভবভূতির পথে
ভবলীলা সাঙ্গ
পরের ধনে পোদ্দারি
3047. 'জনবিরল' শব্দের বিপরীত শব্দ হলো-
জনাকীর্ণ
জনহীন
নির্জন
জনশূন্য
3048. নিচের কোনটি নাটক?
গড্ডলিকা
রক্তকরবী
সিন্ধু হিন্দোল
কালান্তর
3049. সবচেয়ে বেশি চর্যাপদ রচয়িতা চর্যকার হলেন:
লুই পা
কাহ্ন পা
কুকুরী পা
ভুসুকু পা
ব্যাখ্যা: চর্যার পুঁথিতে সর্বাধিক সংখ্যক পদের রচয়িতা কাহ্ন বা কাহ্নপাদ। তিনি কৃষ্ণাচার্য, কৃষ্ণপাদ ও কৃষ্ণবজ নামেও পরিচিত।
3051. 'তদ্ভদ' শব্দের অর্থ হলো:
সংস্কৃতের সমান
সংস্কৃত নয়
সংস্কৃত থেকে উদ্ভূত
বিদেশি শব্দ
3052. 'ক্ষ' যুক্তবর্ণে যে দুটো বর্ণ মেলে, তারা হলো-
ক+স
খ+ঞ
ক+ষ
খ+খ
3053. 'অভিরাম' শব্দের অর্থ কি?
বিরামহীন
চলমানতা
বালিশ
সুন্দর
3054. নিচের কোনটি মৌলিক শব্দের উদাহারণ?
মানব
ধাতব
একাঙ্ক
গোলাপ
3055. কোনটি শুদ্ধ বানান?
ব্যকুল
ব্যাকুল
ব্যাকূল
ব্যকূল
3056. 'প্রচ্ছদ' শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হলো-
প্র+ছদ
প্রৎ + ছদ
প্রচ্ছ+ দ
প্রচ্ছদ + অ
3057. 'কিন্ডারগার্টেন' শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে?
জাপানি
স্প্যানিশ
জার্মান
আইরিশ
ব্যাখ্যা: 'কিন্ডারগার্টেন শব্দটি জার্মান, যার অর্থ হচ্ছে শিশুদের বাগান। 'কিন্ডারগার্টেন' শব্দটি বিখ্যাত জার্মান শিশু-শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফ্রেডরিখ ফ্রোয়েবল কর্তৃক সৃষ্ট হয়েছে।
3058. 'বীরাঙ্গনা কাব্য' কোন জাতীয় কাব্য?
মহাকাব্য
গীতিকাব্য
পত্রকাব্য
মঙ্গলকাব্য
ব্যাখ্যা: 'বীরাঙ্গনা কাব্য' (১৮৬২) পত্রকাব্য। পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম। রোমান কবি ওভিদের 'হেরোইদাইদস' কাব্যের অনুকরণে এই গ্রন্থ রচিত।
3059. বাংলা একাডেমির 'আঞ্চলিক অভিধানে'র সম্পাদক হলেন:
ড. মুহাম্মদ এনামুল হক
নরেন বিশ্বাস
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ড. আহমদ শরীফ
ব্যাখ্যা: আঞ্চলিক ভাষার অভিধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশের আঞ্চলিক ভাষা সমূহের সংকলন জাতীয় গ্রন্থ এটিই প্রথম।
3060. রশীদ হায়দারের 'খাঁচায়' উপন্যাসের পটভূমি হলো-
ভাষা আন্দোলন
স্বৈরাচার বিরোধী আন্দোলন
মুক্তিযুদ্ধ
ছাত্র আন্দোলন