EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
17901. স্বয়ংক্রিয়ভাবে পানিকে একদিকে প্রবাহিত করতে ব্যবহার করা হয়-
গেট ভালভ
রিলিফ ভালভ
স্টপ ভালভ
চেক ভালভ
17902. ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ-
১৫%-২৫%
২৫%-৩৫%
২০%-৩০%
৩০%-৪০%
17903. ভবিষ্যৎ জনসংখ্যা নিরূপণের নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি?
বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি
শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতি
গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি
গড় বৃদ্ধি পদ্ধতি
17904. The most common method of disinfection of water used in Bangladesh is-
ozonation
UV radiation
chlorination
solar system
ব্যাখ্যা: ব্যাখ্যা: Chlorination, ozonation and chloramines are primary methods for disinfection. However potassium permanganate, photocatalytic disinfection and chlorine di-oxide can also be used. But the most common sanitizing treatment for wells is shock chlorination.
17905. ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত-
Ca(OCl)2
Ca(OH)2
CaOCl₂
HOCI
17906. যৌথ সিউয়ার ডিজাইনের ক্ষেত্রে সাধারণ শুদ্ধ আবহধারা কত গুণ ধরা হয়?
১.৫ গুণ
২গুণ
২.৫ গুণ
২.২৫ গুণ
17907. কোন আকৃতির সিউয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
অর্ধবৃত্তাকার
আয়তাকার
বৃত্তাকার
ত্রিভুজাকার
17908. অবরুদ্ধ পানি ধারক স্তর পর্যন্ত প্রসারিত কূপকে বলে-
অগভীর কূপ
অভিকর্ষ কৃপ
গভীর কূপ
আর্টেসীয় কূপ
17909. টারবাইন পাম্পের পাম্প ইউনিট কত নিচে থাকে?
14-20 ফুট
18-24 ফুট
24-30 ফুট
20-30 ফুট
17910. পানি শোধনাগারে ফ্লক (Flock) তৈরির প্রক্রিয়াকে বলে-
ফ্লোকুলেশন
ডিসইনফেকশন
সেডিমেনটেশন
ফিস্ট্রেশন
17911. নিচের কোনটির উপস্থিতিতে পানির স্থায়ী খরতা হয়?
ক্যালসিয়াম বাইকার্বনেট
ক্যালসিয়াম সালফেট
ক্যালসিয়াম কার্বনেট
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম-এর ক্লোরাইড (CT) ও সালফাইড দ্রবীভূত থাকলে পানির স্থায়ী ক্ষরতা দেখা দেয়।
17912. For irrigation purpose the pH value of water should be-.
between 3 and 6
between 6 and 8.5
between 8.5 and 11
more than 11
ব্যাখ্যা: ব্যাখ্যা: The pH of your growing medium can be acidic, basic or alkaline, or neutral; generally, plants thrive with a pH of about 5.5 to 6.5. But the pH value of water for irrigation purpose should be between 6 and 8.5.
17913. অস্থায়ী খরতার কারণ-
ম্যাগনেশিয়াম সালফেট
ম্যাগনেশিয়াম বাইকার্বনেট
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের কার্বনেট ও বাইকার্বোনেট দ্রবীভূত থাকলে অস্থায়ী ক্ষরতা দেখা দেয়।
17914. পানিতে ক্যালগন মিশানোর পরিমাণ-
0.25-1.75 ppm
0.75-2.25 ppm
0.50-2 pmm
1-2.50 ppm
17915. 100 শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য মাথাপিছু পানির চাহিদা-
320 লিটার
445 লিটার
340 লিটার
455 লিটার
17916. বাংলাদেশে ব্যবহারযোগ্য পানির তাপমাত্রা কত?
4° সে-10° সে
4.5° সে-10° সে
5° সে-10° সে
5.5° সে-10° সে
17917. বিশুদ্ধ পানির pH মান হলো-
6
6.5
7
7.5
ব্যাখ্যা: ব্যাখ্যা: নিরপেক্ষ পানির pti = 7 এসিডিও পানির pH = 7-এর কম ক্ষারকীয় পানির pH = 7-এর বেশি খাবার পানির pH = 6 থেকে 8.5 শক্তিশালী অ্যাসিড pH = 2 বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর কর্তৃক গৃহীত সুপেয় পানির মানমাত্রা- pH মান 6.5-8.5 mg/L ক্ষরতা 0.2 mg/L আর্সেনিক 0.05 mg/L BOD 0.2 mg/L COD 4 mg/L ক্লোরাইড 150-600 mg/L Flouride 1.5 mg/L Iron 0.3 mg/L Magnasia ম্যাগনেশিয়া 0.05 mg/L
17918. প্রতি লিটার পানিতে ফিটকিরি (Alum) মিশানোর মাত্রা কোনটি?
7 মি.গ্রা
6 মি.গ্রা
14 মি.গ্রা
12 মি.গ্রা
17919. তঞ্চনকারী পদার্থ নয়-
অ্যালুমিনিয়াম সালফেট
সোডিয়াম অ্যালুমিনেট
ফেরিক সালফেট
ক্যালসিয়াম সালফেট
17920. কোনটি স্থায়ী খরতা নয়?
ক্যালসিয়াম বাইকার্বনেট
ক্যালসিয়াম সালফেট
ক্যালসিয়াম ক্লোরাইড
কোনোটিই নয়