MCQ
2361. কবে ও কোথায় আরব বসন্তের সূচনা হয়?/ আরব বসন্তের সূচনা হয়--
২০০৭ সালের জানুয়ারিতে মিশরে
২০০৯ সালের মার্চে মরকোয়
২০১০ সালের ডিসেম্বরে তিউনিশিয়ায়
২০১৪ সালের জুনে বাহরাইনে
2362. আফ্রো-আমেরিকান নেতা মার্টিন লুথার কিং কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান?
১৯৬৪
১৯৫৫
১৯৬০
১৯৬১
2363. ১৯৬৮ সালে মার্টিন লুথার কিং কে কোন শহরে হত্যা করা হয়েছিল?
ওকলাহোমা, জাপান
মেমফিস, যুক্তরাষ্ট্র
জর্জটাউন, যুক্তরাষ্ট্র
ডারবান, দক্ষিণ আফ্রিকা
2364. যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনটি কত উঁচু ছিল?/ বিশ্ব বাণিজ্য কেন্দ্র ভবনটি কত উঁচু---
১০১ তলা
১০০ তলা
১১০ তলা
২২০ তলা
2365. ৯/১১ ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র কোন বিভাগটি প্রতিষ্ঠা করে?
Department of Defence
Department of Special Security
Department of State Security
Department of Homeland Security
2366. ফ্রিডম টাওয়ার কোথায় অবস্থিত?
সানা, ইয়েমেন
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সুভা, ফিজি
শিকাগো, যুক্তরাষ্ট্র
2367. যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের আন্দোলনের অহিংসবাদী নেতা কে ছিলেন?
হেনরী
মার্টিন লুথার কিং
ডেসমন্ড টুটু
কেনেথ কাউন্ডা
2368. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর অবস্থিত—
কেপটাউনে
কলম্বিয়ার
নিউইয়র্কে
পেন্টাগনে
2369. কখন নিউইয়র্কের টুইন টাওয়ার আক্রান্ত হয় এবং ধ্বংসপ্রাপ্ত হয়?
২০০২
২০০৩
২০০১
২০০৪
2370. কীসের বিরুদ্ধে Me Too আন্দোলন? / কোন বিষয়কে ঘিরে #Me_Too আন্দোলন সূচিত হয়?
শিশু নির্যাতন
কর্মস্থলে যৌন নিপীড়ন
শিশু-পাচার
মানব পারব
2371. ১৩৫কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?
১৯৫৮ সালে
১৯৬৮ সালে
১৯৪৮ সালে
১৯৭৮ সালে
2372. I have a --- that one day this nation will live out the true meaning of its creed that all men are crated equal--
Desire
Hope
Dream
Wish
2373. ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কী নামে পরিচিত?
পিস সেন্টার
গ্রাউন্ড জিরো
জিরো পয়েন্ট
ওয়ার্ল্ড মেট্রি
2374. কোন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার নেতা আততায়ীর গুলিতে নিহত হোন?
নেলসন ম্যান্ডেলা
মার্টিন লুথার কিং
ম্যালকম এক্স
এলিজা মোহাম্মদ
2375. 'I Have a Dream' শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রধান করেন –
মার্টিন লুথার কিং
নেলসন ম্যান্ডেলা
মহাত্মা গান্ধী
মোহাম্মহ আলী জিন্নাহ
2376. লিবিয়া কোন মহাদেশে অবস্থিত?
আফ্রিকা
এশিয়া
ইউরোপ
অস্ট্রেলিয়া
2377. 'আমার একটি স্বপ্ন আছে' বক্তৃতাটি কে প্রদান করেছিলেন?
মার্টিন লুথার কিং
নেলসন ম্যান্ডেলা
মহাত্মা গান্ধী
মোহাম্মহ আলী জিন্নাহ
2378. 'গ্রাউন্ড জিরো' কোথায় অবস্থিত ? / 'Ground Zero' কোথায় অবস্থিত?
গ্রীনিচ, যুক্তরাজ্য
সিলন্ডন, যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ইন্দিরা পয়েন্ট
2379. মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন---
ধর্মীয় সংস্কারক
চিত্রশিল্পী
নাগরিক অধিকার আন্দোলনকারী
গায়ক
2380. মার্টিন লুথার কিং কোন দেশের অধিবাসী?
সুইডেন
বাংলাদেশ
যুক্তরাষ্ট্র
লুক্সেমবার্গ