MCQ
2961. ইসকন মন্দির কোথায় অবস্থিত?
বিনোদপুর, রংপুর
নাঙ্গলকোট, কুমিল্লা
পবা, রাজশাহী
স্বামীবাগ, ঢাকা
2962. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?
সোমপুর বিহার
শালবন বিহার
সীতাকোট বিহার
আনন্দ বিহার
2963. কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়?
হরতাল
জরুরি আইন
অবরোধ
লক-আউট
2964. ঢাকেশ্বরী মন্দির কোথায় অবস্থিত?
বকশীবাজার, ঢাকা
রমনা, ঢাকা
টিকাটুলি, ঢাকা
কাহারোল, দিনাজপুর
2965. কান্তজির মন্দির গাত্রের রিলিফ ভাস্কর্যগুলো রচিত হয়েছে--
পাথর খন্ডে
তামার পাতে
কাঠের ফলকে
পোড়ামাটির ফলকে
2966. ঢাকেশ্বরী মন্দিরের সিংহদ্বার কী নামে পরিচিত?
সুবাহর তোরণ
দশভুজা তোরণ
ঈশ্বরী তোরণ
নহবতখানা তোরণ
2967. কত সাল থেকে ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা শুরু হয়?
১৯৫৭ সালে
১৯৬৭ সালে
১৯৭৭ সালে
১৯৮৭ সালে
2968. বাংলাদেশের সবচেয়ে বড় বিহার কোনটি?
সোমপুর বিহার
সীতাকোট বিহার
শালবন বিহার
রাজবন বিহার
2969. সংবিধানের ১৪১ (ক) অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে তার সর্বোচ্চ মেয়াদ কত?
১৮০ দিন
৩৬৫ দিন
১২০ দিন
কোনো নির্দিষ্ট মেয়াদ নেই
2970. বাংলাদেশে হিন্দুদের একটি তীর্থস্থান --
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
জগন্নাথগঞ্জ, জামালপুর
লাঙ্গলবন্দ, নারায়নগঞ্জ
গৌরীপুর, ময়মনসিংহ
2971. ঢাকার সবচেয়ে প্রাচীন মন্দির কোনটি?
ঢাকেশ্বরী মন্দির
ইস্কন মন্দির
জগন্নাথ মন্দির
বিশ্বনাথ মন্দির
2972. দ্বাদশ শতাব্দীতে নির্মিত বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতার নাম কী?
রাজা রামমোহন
রাজা দেবজ্যোতি
রাজা বল্লাল সেন
রাজা লক্ষণ সেন
2973. সংবিধানের ১৪১(ক) অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
নির্বাচন কমিশন গঠন
জরুরি অবস্থা ঘোষণা
সরকারি কর্ম কমিশন গঠন
ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল
2974. জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতিস্বাক্ষর প্রয়োজন?
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
স্পিকার
প্রধান বিচারপতি
2975. সীতাকোট বিহারের অবস্থান---
কুমিল্লায়
বগুড়ায়
দিনাজপুরে
চট্টগ্রামে
2976. রাজা প্রাণনাথ রায় নির্মিত কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত?
জয়পুরহাট
কুমিল্লা
রংপুর
দিনাজপুর
2977. পুঠিয়া মন্দির অবস্থিত --
নাটোর
নওগাঁ
রাজশাহী
পাবনা
2978. বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে ?
বায়তুল মোকাররম, ঢাকা
জাতীয় ঈদগাহ, ঢাকা
শোলাকিয়া, কিশোরগঞ্জ
আতিয়া মসজিদ, টাঙ্গাইল
2979. জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত?
পাবনা
কুমিল্লা
রাজশাহী
রংপুর
2980. পাহাড়পুর বৌদ্ধ বিহারের পূর্ব নাম ছিল-
শ্রী বিহার
সোমপুর বিহার
ধর্মপাল বিহার
জগদ্দল বিহার