MCQ
4721. বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তির শূন্যস্থানটি পূরণ করুন: "রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো তবুও এ দেশের মানুষকে...."
স্বাধীনতা দেব
মুক্ত করবো ইনশাল্লাহ্
মুক্তির সংগ্রাম শিখাব
মুক্ত করবো
4722. ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
পার্লামেন্ট ভবনে
ঢাকার রমনা পার্কে
ঢাকার প্রেসিডেন্ট ভবনে
ঢাকার রেসকোর্স ময়দানে'
4723. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো..' এ ডাক দেন কবে?
২ মার্চ, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৫ মার্চ,১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
4724. রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো তবুও এ দেশের মানুষকে--
স্বাধীনতা দেব
মুক্ত করবো
মুক্তির সংগ্রাম শিখাব
মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ্
4725. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে 'RTC' এর পূর্ণরূপ কী?
Round Table Conference
Royel Technical Commitee
Rawalpindi Technical Committee
Road and Transport Corporation
4726. "তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন সাহেবের কথা।"
আইয়ুব খান
ইয়াহিয়া খান
ভুট্টো
কিসিঞ্জার
4727. ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সময়কাল কত মিনিট?
১৬
১৭
১৮
১৯
Job Preparation
Civil MCQ
সাধারণ জ্ঞান
Himalay Sen Sir
বাংলাদেশ বিষয়াবলী
Engineering classroom
৭ মার্চের ঐতিহাসিক ভাষণ
ব্যাখ্যা: তিনি উক্ত ভাষণ বিকেল ২টা ৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩টা ৩ মিনিটে শেষ করেন। উক্ত ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয়।
4728. ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি?
স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
পুনরায় নির্বাচন দাবি
অনশন ধর্মঘট আহবান পুনরায় নির্বাচন দাবি
সামরিক আইন জারি করা
4729. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি গঠিত হয়?
২০ জানুয়ারি, ১৯৫২
২ ফেব্রুয়ারি, ১৯৫২
১৮ ফেব্রুয়ারি, ১৯৫২
৩০ বা ৩১ জানুয়ারি, ১৯৫২
4730. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণটি দেন?
সোহরাওয়ার্দী উদ্যানে
পার্লামেন্ট ভবনে
ঢাকার রমনা পার্কে
মানিক মিয়া এভিনিউতে
4731. ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।' কে এই নেতা?
খাজা নাজিমউদ্দীন
লিয়াকত আলী খান
মোহাম্মদ আলী জিন্নাহ
আইয়ুব খান
4732. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
রেসকোর্স ময়দানে
প্রেসিডেন্ট ভবনে
পার্লামেন্ট ভবনে
লালদিঘী ময়দানে
4733. কত জন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়?
১৫ জন
১৬ জন
১৭ জন
১৮ জন
4734. কোন সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়?
১৯৪৮
১৯৫০
১৯৫২
১৯৫৪
4735. "আপনি আসুন, দেখুন, বিচার করুন"। এ কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানকে বলেছিলেন-
ফ্যাক্সযোগে
টেলিফোনে
সরাসরি
জনসভায়
4736. 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘোষণা দিয়েছেন-
৩ মার্চ ১৯৭১, পল্টন ময়দানে
২৬ মার্চ ১৯৭১, ৩২ নম্বর ধানমন্ডির নিজ বাড়িতে
৭ মার্চ ১৯৭১, রমনা রেসকোর্স ময়দানে
৭ মার্চ ১৯৭১, পল্টন ময়দানে
4737. কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
১৯২০ সালে
১৯৪৭ সালে
১৯৫০ সালে
১৯৫২ সালে
4738. ভাষা আন্দোলনের সময় 'পূর্ববাংলা ভাষা কমিটি' এর সভাপতি কে ছিলেন?
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবদুল মতিন
আকরাম খাঁ
মহিউদ্দিন আহমেদ
4739. 'প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল' উক্তিটি কার?
লিয়াকত আলী খান
মুহাম্মদ আলী জিন্নাহ
শেখ মুজিবুর রহমান
জিয়াউর রহমান
4740. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সময়কাল কত মিনিট?
১৬
১৭
১৮ (১৮ মিনিট ৩৯ সেকেন্ড)
১৯