EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

সাধারণ জ্ঞান MCQ
281. সর্বনিম্ন মূল্যমানের ব্যাংক নোট-
১ টাকা
৫ টাকা
২ টাকা
১০ টাকা
282. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় কত সালে?
২ ডিসেম্বর ১৯৯৫
২ ডিসেম্বর ১৯৯৭
২ডিসেম্বর ১৯৯৬
২ ডিসেম্বর ১৯৯৮
ব্যাখ্যা: তথ্য: পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের প্রতিনিধি জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর এই স্বাক্ষর করেছিল।
283. 'মনের মানুষ' চলচ্চিত্রের পরিচালক কে?
সুভাষ দত্ত
গৌতম ঘোষ
নাসির উদ্দিন ইউসুফ
চাষী নজরুল ইসলাম
ব্যাখ্যা: তথ্য: মনের মানুষ গৌতম ঘোষ পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র।
284. নিচের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?
১: ১০,০০০
১: ১০০,০০০
১: ১০০০,০০০
১: ২৫০০,০০০
ব্যাখ্যা: স্কেলের পার্থক্য অনুসারে মানচিত্র ২ প্রকার যথা- ১. ক্ষুদ্র স্কেলের মানচিত্র ও ২. বৃহৎ স্কেলের মানচিত্র। যখন বৃহৎ স্কেলে ক্ষুদ্র এলাকাকে অনেক বড় করে দেখানো হয় তখন তাকে বৃহৎ স্কেলের মানচিত্র বলে। এ বৃহৎ স্কেলের মানচিত্রে বিভিন্ন ভূসম্পত্তি, কৃষি ক্ষেত্র, বাড়িঘর, দালানকোঠা, নদ-নদী, বন-জঙ্গল, পরিবহন পথ, শহর, বন্দর ইত্যাদির সীমানা অঙ্কিত থাকে। উপরোক্ত অপশন-এর ক্ষেত্রে ১: ১০,০০০ অপশনটিই সঠিক।
285. বাংলাদেশের সংবিধান কার্যকর হয়-
১৬ ডিসেম্বর, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭২
২৬ মার্চ, ১৯৭২
২৬ মার্চ, ১৯৭৩
286. কোনটি ইনপুট ডিভাইজ নয়?
প্রিন্টার
স্ক্যানার
কী-বোর্ড
মাউস
ব্যাখ্যা: তথ্য: ক্যামেরা, কী-বোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, বিভিন্ন ধরনের সেন্সর, টাচ স্কিন ইত্যাদি হচ্ছে ইনপুট ডিভাইস। আউটপুট হচ্ছে কম্পিউটার অথবা মোবাইল ফোনের পর্দায় যেটা প্রর্দশিত হয় Monitor; Printer; Audio; Speakers; Headphones ইত্যাদি আউটপুট ডিভাইস।
287. ১০ নং ডাউনিং স্ট্রীট কি?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর বাসভবন
ফরাসি প্রেসিডেন্ট এর বাসভবন
বিট্রিস প্রধানমন্ত্রীর এর বাসভবন
রাশিয়ান প্রসিডেন্ট এর বাসভবন
ব্যাখ্যা: তথ্য: বিট্রিস প্রধানমন্ত্রীর এর বাসভবনের নাম ১০নং ডাউনিং স্ট্রাট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম হোয়াইট হাউজ। ফরাসি প্রেসিডেন্ট এর বাসভবনের নাম এলিসি প্রসাদ। রাশিয়ান প্রসিডেন্ট এর বাসভবনের নাম ক্রেমলিন।
288. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কোথায় অবস্থিত?
হোয়াইট হল
ওয়েস্ট মিনিস্টার অ্যাবে
মার্বেল চার্চ
বুশ হাউজ
289. বর্তমান বিশ্বের সর্ব্বোচ্চ টাওয়ার 'বুর্জ খলিফা' এর উচ্চতা কত?
৭০০ মিটার
৯০০ মিটার
৮২৮ মিটার
১০০০ মিটার
ব্যাখ্যা: তথ্য: বিশ্বের সর্ব্বোচ্চ স্থাপন বুর্জ খলিফা-এর উচ্চতা ৮২৯.৮ মিটার। স্থাপনাটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত। এর স্থপতি অদ্রিয়ান স্মিথ (যুক্তরাষ্ট)। উল্লেখ্য, বিশ্বের সর্বোচ্চ টাওয়ার জাপানের টোকিও স্কাইটিং উচ্চতা ৬৩৪ মিনিট। আর বুর্জ খলিফা হচ্ছে সর্বোচ্চ স্থাপনা।
290. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?
লাইবেরিয়া
কঙ্গো
সিয়েরালিওন
নরওয়ে
291. নিচের কোনটি পাললিক শিলা?
মার্বেল
কয়লা
গ্রানাইট
ঘনিস
ব্যাখ্যা: পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত থাকে। পাললিক শিলা ভূত্বকের মোট আয়তনের শতকরা ৫ ভাগ দখল করে আছে। যেমন- কয়লা, চুনাপাথর, জিপসাম, ডলোমাইট, বেলেপাথর ইত্যাদি পাললিক শিলার উদাহরণ।
292. বাংলা সাল কে প্রবর্তন করেন?
শেরশাহ
হুমায়ুন
আকবর
শশাঙ্ক
293. 'টিউলিপ' এর দেশ কোনটি?
থাইল্যান্ড
জাপান
নেদারল্যান্ড
ফিনল্যান্ড
294. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
বিদ্যাসাগর
মহামহোপাধ্যায়
পণ্ডিত
শাস্ত্রজ্ঞ
295. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
ফ্লোরিডা
হাইতি
কিউবা
জ্যামাইকা
ব্যাখ্যা: বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, লেখক, পাকিস্তানের প্রথম রঙিন উর্দু ছবি 'সঙ্গম'-এর নির্মাতা জহির রায়হানের পরিচালিত ছবি 'Let there be Light'
296. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
অশোক মৌর্য
চদ্রগুপ্ত মৌর্য
সমুদ্র গুপ্ত
এর কেনটি নয়
ব্যাখ্যা: প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের রাজত্বকাল ছিল ৩২৪ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ১৮৬ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এ রাজবংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল ছিল ৩২৪-৩০০ খ্রিষ্টপূর্বাব্দ। তিনিই সর্বপ্রথম প্রাচীন ভারতে সর্বভারতীয় ঐক্য রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সম্রাট অশোক মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক ছিলেন। তিনি সিংহাসনে আরোহণ করেন ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে। প্রথম চন্দ্রগুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত গুপ্তশাসনের শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্র গুপ্ত। তিনি ভারতের নেপোলিয়ন নামে পরিচিত।
297. আলাউদ্দিন হোসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
১৪৯৮-১৫১৬ খ্রিস্টাব্দ
১৪৯৮-১৫১৭ খ্রিস্টাব্দ
১৪৯৮-১৫১৮ খ্রিস্টাব্দ
১৪৯৮-১৫১৯ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা: মধ্যযুগে বাংলার সর্বশ্রেষ্ঠ নরপতি, বাংলার আকবর খ্যাত আলাউদ্দিন হোসেন শাহ ১৪৯৩ সালে বাংলার মসনদে অধিষ্ঠিত হন। এর পূর্বে তিনি হাবসী শাসনকালে প্রধানমন্ত্রী ছিলেন। হাবসী শাসনামলে তিনি বাংলায় সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। পশ্চিম সীমান্তে লোদী সম্রাট সিকান্দারের সাথে শান্তি স্থাপিত হলে উত্তর-বিহার বাংলার শাসনাধীন হয়। পশ্চিম সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পর তিনি ১৪৯৮ সালে রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষায় কামতাপুর রাজ্যে অভিযান চালিয়ে সফল হন। রাজধানী হাজো দখল করে নেন। ফলে হাজো পর্যন্ত সমগ্র অঞ্চল বাংলার সঙ্গে সংযুক্ত হয়। এ দৃষ্টিকোণ থেকে আলাউদ্দিন হোসেন শাহ ১৪৯৩ সালে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হলেও তিনি বৃহত্তর বাংলা শাসন করেন ১৪৯৮ থেকে ১৫১৯ সাল পর্যন্ত। তবে তার শাসনকালের ব্যাপ্তি ছিল ১৪৯৩-১৫১৯।
298. লোহার ক্ষয়রোধ করতে ব্যবহৃত হয়?
তামা
রুপা
এ্যালুমিনিয়াম
দস্তা
299. কোনটি নবায়নযোগ্য জ্বালানী নয়?
পরমাণু শক্তি
হাইড্রো
সোলার
গ্যাস
300. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?
তাজাকিস্তান
আজারবাইজান
পর্তুগাল
বেলারুশ
ব্যাখ্যা: সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ, বর্তমানে পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত স্বাধীন দেশ বেলারুশ, যার রাজধানী হলো মিনস্ক। আর তাজিকিস্তান, আজারবাইজান ও পর্তুগালের রাজধানী যথাক্রমে দুশানবে, বাকু ও লিসবন।