EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ইঞ্জিনিয়ারিং মেকানিক্স MCQ
122. ব্যাসার্ধ নিয়ে গোলাকার বস্তু rad/sec বেগে ঘূর্ণায়নশীল বস্তুর রৈখিক বেগ-
ω/r
ω.r
ω²/2
ω².r
123. স্পাইরাল গিয়ারের সর্বোচ্চ দক্ষতা হলো-
sin (θ+ϕ)+1 / Cos (θ+ϕ)+1
cos (θ+ϕ)+1/sin (θ+ϕ)+1
cos (θ+ϕ)+1/cos (θ-ϕ)+1
cos (θ-ϕ)+1/cos (0-0)+1
124. সাধারণ হারমোনিক মোশরে চলাচলকারী বস্তুকণার যে. কোনো মুহূর্তের গতিবেগের সূত্র কোনটি?
ω √(y²-r² )
ω√(r²-y² )
ω²√(y²-r²)
ω²√(r²-y² )
125. ১০০ কেজি ভরের উপর কত বল প্রয়োগ করলে ৫ মি/সে² ত্বরণ সৃষ্টি করবে?
20N
100N
500N
কোনোটিই নয়
ব্যাখ্যা: দেওয়া আছে, m=100kg F= ? g = 5m/s² আমরা জানি, F=mg = 100x5 = 500N
126. আনুভূমিক তলে প্রজেকক্টাইলের সর্বোচ্চ উচ্চতা সূত্র কোনটি?
H = u²sin²α/g
H = u²cos²α/g
H = u²sin²α/g
H = u²cos²α/g
127. একটি পাথরের খণ্ডকে ২০ মি. উঁচু ছাদের উপর থেকে ফেললে এটি কত পরে ভূমিকে আঘাত করবে?
১ সে.
২ সে.
৩ সে.
৪ সে.
ব্যাখ্যা: দেওয়া আছে, h = 20m I =? u =0 m/s আমরা জানি, h= ut + 1/2gI² Or. 20 +1/2 x 9.81 x I² ∴I = 2sec
128. ১০০ ওয়াটের একটি মোটর ১ মিনিট চললে সেটি কী পরিমাণ কাজ করবে?
১০০ জুল
৬০০০ জুল
৫/৩ জুল
৬০০ জুল
ব্যাখ্যা: দেওয়া আছে, P=100W I= 1min = 60sec W=? আমরা জানি, P= W/I Or, W = Px1 =100x60 6000J
129. দশ মিটার উপর থেকে পড়ে কোনো বস্তুর মাটিতে আঘাত করার বেগ হচ্ছে-
৩০ মি/সে.
৪০ মি/সে.
১৪ মি/সে.
২৪ মি/সে.
ব্যাখ্যা: এখানে, h = 10m u = 0 g = 9.81 m/s² v = ? আমরা জানি, v² = u² +2gh ⇒ v= √2x9.81x10 ∴v=14m/s
130. লোড উত্তোলনের জন্য ক্রু জ্যাক ব্যবহৃত হয়-
রিভার্সিবল মেশিনে
নন-রিভার্সিবল মেশিনে
আইডল মেশিনে
কোনোটিই নয়
133. মনে করি, একটি m kg ভরের বস্তু Aবিন্দুতে y/2 উচ্চতায় আছে, বস্তুটি যদি y উচ্চতায় B বিন্দুতে যায় তবে A→B তে বস্তুটির ওজনের জন্য কী পরিমাণ কাজ হবে।
-wy
-mgy/2
-mg/2
134. বল 10kg ও এর ফলে সরণ im হলে, কাজ =?
20 kg-m
10 kg-m
5 kg-m
9.10 kg-m
ব্যাখ্যা: দেওয়া আছে, F=10kg S = 1m W = ? আমরা জানি, W = FS = 10x1 = 10kg-m
135. সরল লিভারে প্রযুক্ত বলের বাহু এবং লোডের বাহুর অনুপাতকে কী বলে?
ফালক্রম
মোমেন্ট
লিভারেজ
কোনোটিই নয়
137. একটি 30kg ভরের বস্তুকে ভূমি থেকে 5cm উচ্চতায় উঠানো হলে কৃত কাজ কত হবে?
30kg-cm
1.5kg-m
150kg-m
সবকটি
ব্যাখ্যা: দেওয়া আছে, m = 30kg h= 5cm = 0.05m W = ? আমরা জানি, W = mh = 30x0.05 = 1.5kg-m
139. সম্পাদিত কাজের (W) ফর্মুলা কোনটি?
সরণ (s) xত্বরণ (a)
সরণ (s) x বেগ (v)
গড় বল (F) × সরণ
সরণ (s) সময় (1)
140. সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণ বরাবর একটি করে বল একটি বিন্দু হতে বা একটি কোণ হতে কাজ করলে প্রত্যেকটির মধ্যে কত ডিগ্রি কোণ বিদ্যমান?
30°
60°
45°
15°