ফাউন্ড্রি এন্ড প্যাটার্ন মেকিং MCQ
141. ব্যবহার অনুযায়ী মোল্ডিং স্যান্ড কয় প্রকার?
১০ প্রকার
৫ প্রকার
৯ প্রকার
৮ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: মোল্ডিং স্যান্ডকে ব্যবহার অনুসারে নয় ভাগে ভাগ করা যায়, যথা-
১) প্রিন স্যান্ড (Green zand)
২) ড্রাই স্যান্ড (Dry sand)
৩। লোম স্যাক (Loain sand),
৪। ফেসিং স্যান্ড (Facing sund),
৫। ব্যাকিং স্যান্ড (Backing sand),
৬। কোর স্যান্ড (Core sundi)
৭। পার্টিং স্যান্ড (Parting sand
৮। সিস্টেম স্যান্ড (System sand) এবং
৯। মোলাসেস স্যান্ড ও অয়েল স্যান্ড
142. মোল্ডিং বালির যে গুণের কারণে মোন্ডে গলিত ধাতু ঢালার পর সৃষ্ট বাতাস, বাষ্প বা গ্যাস সহজেই এর ভিতর দিয়ে বের হতে পারে, তাকে বলে-
কলাপসিবিলিটি
পারমিয়্যাবিলিটি
কোহেসিভনেস
অ্যাডহেসিভনেস
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: অ্যাডহেসিভনেস (Adhesiveness) : এটি মোল্ডিং বালির এমন একটি গুণ যার সাহায্যে এটি অন্য পদার্থের সঙ্গে লেগে থাকতে পারে, একে মোল্ডিং বালির আঠালতা বলে। এ কারণে মোল্ড তৈরি করলে এটি মোল্ডিং বাক্সে লেগে থাকে, যার ফলে মোল্ডিং বাক্স নড়াচড়া করলেও এটা ভেঙে পড়ে না।
কোহেসিভসেস (Cohesiveness) : মোল্ড ব্যবহৃত বালির মধ্যে যে গুণ বিদ্যমান থাকলে দানাগুলো পরস্পর গায়ে লেগে থাকে তাকে কোহেসিভনেস বলে। মোল্ডিং বালির দানাগুলোকে একত্রে জমাট বাঁধতে এ গুণটি অত্যধিক গুরুত্বপূর্ণ।
পারমিয়্যাবিলিটি (Permeability): গলিত ধাতুর মধ্যে কিছু
পরিমাণ দ্রবীভূত গ্যাস থাকে, যা ধাতু জমাট বাঁধার সময় প্রকাশ পায়। আবার গলিত ধাতু যখন অর্থে বালির সংস্পর্শে আসে তখন গরম জলীয়বাষ্পের সৃষ্টি হয়। এ গ্যাস এবং পানি বাষ্প যদি মোল্ডের ভিতর দিয়ে বের হওয়ার কোনো পথ না পায়, তাহলে এগুলো চালাইয়ে গ্যাস হোল, ক্ষুদ্র ছিদ্র বা লোমকূপের মতো ছিদ্রজাতীয় এটি সৃষ্টি করে। সুতরাং মোল্ডিং বালির যে গুণের জন্য এর মধ্য দিয়ে গ্যাস বা বাষ্প সহজেই বের হয়ে আসতে পারে, সেই গুণকে পারমিয়্যাবিলিটি বলে। প্লাসিস্টসিটি (Plasticity): এটি মোল্ডিং বালির এমন একটি গুণ যার কারণে র্যামিং প্রেসার এক স্থান হতে অন্য স্থানে বিস্তৃত হয়। আর র্যামিং করেই মোল্ডিং বালিকে প্রয়োজনীয় আকার প্রদান করা যায়।
143. অ্যালাউন্স কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
৩ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ঢালাই বস্তুর সংকোচনজনিত হ্রাস, মেশিনিং-এর জন্য বাড়তি অংশ, প্যাটার্ন উত্তোলন ইত্যাদি বিষয় চিন্তা করে প্যাটার্নে সাধারণত পাঁচ প্রকার অ্যালাউন্স দেয়া হয়, যেমন-
১। সংকোচন অ্যালাউন্স (Shrinkage allowance):
২। ফিনিশিং অ্যালাউন্স (Finishing allowance):
৩। ড্রাটিফ অ্যালাউন্স (Draft allowance).
৪। শেকিং অ্যালাউন্স (Shaking allowance),
৫। বিকৃতি অ্যালাউন্স (Distorsion allowance)
144. প্যাটার্ন তৈরিতে সিংকেজ বা কনস্ট্রাকশন অ্যালাউন্স ১০০ মিমি-এ কত রাখা হয়?
১/২ মিমি
২/৩ মিমি
৩/৪ মিমি
২/৪ মিমি
145. গলিত ধাতুকে উচ্চ চাপে ধাতব মোন্ডে সরবরাহ করিয়ে ঢালাই কাজ সম্পন্ন করাকে কাস্টিং বলে।
ডাই
শেল মোল্ড
স্নাশ
লস্ট ওয়াক্স
146. বালির গুণের সংঘবদ্ধতার উপর ভিত্তি করে যে গুণাগুণ নির্ধারিত হয় তাকে বলে--
কলাপ্সিবিলিটি
পারমিয়্যাবিলিটি
কোহেসিভনেস
অ্যাডহেসিভনেস
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: পারমিয়্যাবিলিটি (Permeability): এক সেন্টিমিটার উচ্চতা এবং এক বর্গসেন্টিমিটার ক্ষেত্রফলবিশিষ্ট একটি বালির নমুনায়। ভিতর দিয়ে প্রতি বর্গসেন্টিমিটারে এক গ্রাম চাপে প্রতি মিনিটে যত ধনসেন্টিমিটার আয়তনের বাতাস বের হয়ে যেতে পারে তা দ্বারাই বালির পারমিয়্যাবিলিটি (বা পারমিয়্যাবিলিটি নাম্বার) নির্দেশিত হয়।
147. দুইটি অংশ নিয়ে গঠিত মোল্ডের উপরের অংশকে বলে-
চিক
ড্রাগ
কোপ
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্যাটার্নকে দুই ভাগে এমনভাবে ভাগ করা হ্যায় যাতে দুটি অংশের ছাঁচ একসঙ্গে জোড়া দিলে একটি সম্পূর্ণ ছাঁচ তৈরি হয়। এক্ষেত্রে প্যাটার্নের উপরের অংশকে কোপ এবং নিচের অংশকে ড্র্যাগ বলে।
148. ডাই কাস্টিং মেশিন কত প্রকার?
৪ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডাই কাস্টিং ঃ গলিত ধাতুকে উচ্চ চাপে ধাতব মোল্ডে বা ডাইতে সরবরাহ করিয়ে চালাই কাজ সম্পন্ন করাকে ডাই কাস্টিং বলে। ডাই কাস্টিং মেশিন তিন প্রকার, যথা-
(ক) কোল্ড চ্যাম্বার মেশিন,
(খ) হট চ্যাম্বার মেশিন ও
(গ) এয়ার গ্লোন বা গ্রোস নিক মেশিন।
149. মেশিনিং করা হবে এমন তলের ক্ষেত্রে প্যাটার্নে কোন রং ব্যবহার করা হয়?
লাল
সবুজ
হলুদ
কালো
150. সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং পদ্ধতিতে কাস্টিং-এর মধ্যস্থলে অপদ্রব্য জমা হয় কি?
হ্যাঁ
না
151. কোর ব্যবহৃত হয়-
ঢালাইয়ের অভ্যন্তরে গর্ত বা ফাঁপা রাখা
মোল্ড সারফেস উন্নত করা
গ্রিন স্যান্ড মোল্ড একটি অংশ তৈরি করা
উপরের সবকয়টি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ঢালাই কাজে নিম্ন লিখিত কারণে কোর ব্যবহার করা হয়:-
(ক) কাস্টিং-এর ভিতর কোনো স্থানে ফাঁকা স্থান, হোল রাখার জন্য কোর ব্যবহার করা হয়। ফাঁকা স্থান, হোল রাখার জন্য কোর ব্যবহার প্রয়োজন।
( খ ) গেট ও রানারের ক্ষয় হ্রাস করার জন্য কোর ব্যবহার করা হয়।
(গ) মোল্ডের ডলকে শক্ত এবং উন্নত করার জন্য।
( ঘ) গলিত ধাতু হতে অপদ্রব্য দূর করার জন্য স্ট্রেইনার কোর হিসেবে ব্যবহার করা হয়
152. মোল্ড হতে প্যাটার্ন উত্তোলনের সময় মোল্ডের কিনারা যেন ভেঙে না যায় সে-জন্য প্যার্টানে কী ধরনের অ্যালাউন্স রাখা হয়?
মেশিনিং
র্যাপিং
সংকোচন
ড্রাফট
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ড্রাফট অ্যালাউন্স (Draft allowance) : প্যাটার্নের খাড়া অংশসমূহ সোজা থাকলে মোল্ড থেকে তোলার সময় মোল্ড দেয়াল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্যাটার্ন উত্তোলনকালে মোল্ডের খাড়া অংশসমূহকে ভাঙার হাত থেকে রক্ষা করার জন্য প্যাটার্নের খাড়া পার্শ্বসমূহ কিছুটা টেপার করে দেয়া হয়, একে ড্রাফট বা টেপার অ্যালাউন্স (Draft or taper) বলা হয়। এতে প্যাটার্ন তোলার সময় প্যাটার্ন ও মোল্ডের মধ্যে কিছুটা ক্লিয়ারেন্স সৃষ্টি হয়, ফলে মোল্ড ভাঙে না।
153. কোনো তীক্ষ্ণ কর্নারকে কনকেভ রূপ দেয়াকে কী বলে?
ফিলেট
অ্যালাউন্স
মোম
কোনোটিই নয়
154. মোল্ডিং প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৪ ভাগে
৩ ভাগে
৫ ভাগে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: মোন্ড (Mould) : চালাই পদ্ধতিতে কোনো বস্ত্র তৈরি করতে হলে প্রথমে বস্তুর অনুরূপ আকৃতি প্যাটার্নের সাহায্যে ফাঁকা স্থান তৈরি করতে হয়, এ ফাঁকা স্থানকে মোল্ড বা ছাঁচ বলে। বালি, মোম, লৌহজাত দ্রব্য ইত্যাদির সাহায্যে মোল্ড তৈরি করা হয়।
মোল্ড প্রধানত দুই প্রকার, যথা-
(ক) স্থায়ী মোল্ড (Permanent mould) ও
(খ) অস্থায়ী মোল্ড (Temporary mould))
155. প্যাটার্নে ড্রাফট অ্যালাউন্স কত রাখা হয়?
১°
২°
8°
৩°
156. প্লাস্টার প্যাটার্ন তৈরিতে কী ব্যবহৃত হয়?
ক্যালসিয়াম
জিপসাম সিমেন্ট
ব্রাস
কোনোটিই নয়
157. অবশিষ্ট মেশিনিংবিহীন পৃষ্ঠতলকে মার্ক করা হয় কী দ্বারা?
লাল রং
কালো রং
হলুদ রং
নীল রং
158. রাইজার-এর উদ্দেশ্য হলো-
মোন্ড ক্যাভিটিতে গলিত ধাতু সরবরাহ
গলিত ধাতুর আধার হিসেবে
মোল্ডের ভিতর থেকে বাতাস বের করা
পিউরিন বেসিন থেকে গেট পর্যন্ত গলিত ধাতু সরবরাহ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: রাইজার (Riser) : মোল্ডের ভিতর থেকে বাতাস বের করা এবং অতিরিক্ত ধাতু জমা রাখা, যাতে সংকোচনের সময় ধাতু সরবরাহ করতে পারে।
159. মোল্ড সাধারণত কীসের তৈরি হয়ে থাকে?
কাঠ
চামড়া
বালি
ব্রাশ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
foundry and pattern making mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: মোল্ড (Mould) : ঢালাই পদ্ধতিতে কোনো বস্ত্র তৈরি করতে হলে প্রথমে বস্তুর অনুরূপ আকৃতি প্যাটার্নের সাহায্যে ফাঁকা স্থান তৈরি করতে হয়, এ ফাঁকা স্থানকে মোল্ড বা ছাঁচ বলে। বালি, মোম, লৌহজাত দ্রব্য ইত্যাদির সাহায্যে মোল্ড তৈরি করা হয়। মোল্ড প্রধানত দুই প্রকার, যথা-(ক) স্থায়ী মোল্ড (P'ermanent mould) (খ) অস্থায়ী মোল্ড (Temporary mould) করে।
160. মোল্ড গর্তে গলিত ধাতু সহজে প্রবাহিত করতে- সাহায্য করে।
ফিলেট
অ্যালুমিনিয়াম
মোম
লৌহ