বাংলা ব্যাকরণ MCQ
1. সাধুরীতি শব্দ কোনটি?
গ্রহ
কেতাব
মার্জিত
গিন্নী
ব্যাখ্যা: তথ্য: সাধু শব্দের অর্থ শিষ্ট, ভদ্র বা মার্জিত। বাংলা গদ্য সাহিত্যের শুরু থেকে শিষ্ট জনেরা এ ভাষায় সাহিত্য চর্চা করতেন। তৎসম বা সংস্কৃত শব্দ সাধুরীতি শব্দ। এ শব্দ কোনো রুপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে। যেমন: চন্দ্র, সূর্য, গ্রহ, গৃহ, ক্ষেত্র, কর্ণ ইত্যাদি। উত্তর: (গ)
2. কোনটি প্রত্যয়যোগে গঠিত শব্দ?
বিলাতি
বিরতি
বিফল
বিকাল
3. কোনটি পর্তুগিজ শব্দ?
চাকু
ছুরি
চামচ
আলপিন
4. 'অলীক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
কল্পনা
অলৌকিক
লৌকিক
বাস্তব
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: অলীক শব্দের অর্থ অসত্য, ললাট।
5. অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ কোনটি?
প্রচীন
বাচীন
নবীন
কোনটিই নয়
ব্যাখ্যা: তথ্য: অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ প্রচীন। আর নবীন বিপরীতার্থক শব্দ প্রবীণ। উত্তর: (ক)
6. নয়ন এর সঠিক প্রকৃতি প্রত্যয়?
নী + অট
নে + অনট
নে+ অট
নী + অনট
ব্যাখ্যা: তথ্য: নয়ন এর সঠিক প্রকৃতি প্রত্যয় √ নী + অনট্ =নী+অন>(ন+অন)। এটি কৃৎ প্রত্যয়। বাংলা ব্যাকারণের দুই ধরনের প্রত্যয় দেখা যায়। যেমন: সংস্কৃত কৃৎ প্রত্যয় এবং বাংলা কৃৎ প্রত্যয়।
7. 'যে ভিক্ষা চায় তাকে দান কর' একটি কোন বাক্যের উদাহরণ?
যৌগিক বাক্য
খন্ড বাক্য
সরল বাক্য
জটিল বাক্য
8. অলক শব্দের অর্থ কী?
দুল
ফুল
কুল
চুল
ব্যাখ্যা: তথ্য: অলক কপালের উপরের ও পাশের ছোট চুল, চূর্ণকুন্তল, কোঁকড়ানো চুলের গোছা।
9. গিন্নি কোন শ্রেণির শব্দ
অর্ধ-তৎসম
খাঁটি বাংলা
দেশি
বিদেশি
10. আঞ্চলিক ভাষার অপর নাম কি?
কথ্যভাষা
উপ ভাষা
সাধু ভাষা
চলিত ভাষা
ব্যাখ্যা: তথ্য: আঞ্চলিক ভাষার অপর নাম উপ ভাষা। উপ ভাষা প্রমিত ভাষার পাশাপাশি প্রচলিত অঞ্চল বিশেষের জনগোষ্ঠী কর্তৃক ব্যবহৃত আঞ্চলিক ভাষা। পৃথীবির সর্বত্র প্রমিত ভাষায় পাশাপাশি এক বা একাধিক আঞ্চলিক ভাষা বা উপভাষা ব্যবহৃত হয়ে থাকে। প্রমিত ভাষার সঙ্গে উপভাষার ব্যবধান ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণগত কাঠামোর মধ্যে নিহিত থাকে।বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের ভৌগলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার অভাব, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক ও ধর্মীয় কারণে বিভিন্ন উপভাষার সৃষ্টি হয়েছে। উত্তর: (খ)
11. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
বিশেষ্য ও ক্রিয়া
বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও বিশেষণ পদে
ক্রিয়া ও সর্বনাম
ব্যাখ্যা: তথ্য: সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদের বেশি দেখা যায়। সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। যেমন-
সাধুঃ তাহারা ভাত খাইতেছিল
চলিতঃ তারা ভাত খাচ্ছিল
12. যার কোনো কিছু থেকেই ভয় নেই এক কথায় প্রকাশ কি?
(ক) ভয়শূন্য (খ) (গ) (ঘ)
অকুতোভয়
অভয়
নির্ভীক
ব্যাখ্যা: তথ্য:. যার কোনো কিছু থেকেই ভয় নেই এক কথায় প্রকাশ অকুতোভয়। ভয় নেই যার নির্ভীক। উত্তর: (ঘ)
13. কোনটি শুদ্ধ?
দারিদ্র্য
দারীদ্র্য
দারিদ্রতা
দারিদ্র্যতা
14. কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ?
রাঙাআলু
ভাঙাগড়া
রসরঙ্গ
বঙ্গভঙ্গ
15. হনন করার ইচ্ছা এক কথায় কি হবে?
জিঘাংসা
হত্যা
জিগীসা
কোনটিই নয়
ব্যাখ্যা: তথ্য: হনন করার ইচ্ছা জিঘাংসা, হনন করতে ইংচ্ছুক জিগাংসু।
উত্তর: (ক)
16. সুদ্ধ বানান কোনটি?
বিভিসিকা
বিবিষীকা
বিভীষীকা
বিভীষিকা
ব্যাখ্যা: তথ্য: সুদ্ধ বানান বিভীষিকা শব্দটির অর্থ আতঙ্ক বা ভীতিকার ঘটনা। উত্তর: (ঘ)
17. ঋজু শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
সোজা
কঠিন
তরল
বাকাঁ
ব্যাখ্যা: তথ্য: ঋজু শব্দের বিপরীতার্থক শব্দ সোজা
কঠিন শব্দের বিপরীতার্থক শব্দ কোমল
ঘন শব্দের বিপরীতার্থক শব্দ তরল
বাঁকা শব্দের বিপরীতার্থক শব্দ সোজা
উত্তর: (ক)
18. বিস্ময় ও সংময় এ বিপরীতার্থক শব্দ কোনটি?
দ্বিধা
নির্ভয়
প্রত্যয়
বিস্ময়
ব্যাখ্যা: তথ্য: বিস্ময় ও সংময় এ বিপরীতার্থক শব্দ প্রত্যয় উত্তর: (গ)
19. 'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ভাতি
অনল
অংশু
জ্যোতি
ব্যাখ্যা: তথ্য: আগুন শব্দের সমার্থক শব্দ অনল, অগ্নি, পাবক, বক্কি, হুতাশন, দহন, বৈশ্বানর, সর্বভুক, সর্বশুচি। এছাড়া আলোক, কিরণ ও জ্যোতি আলো শব্দের প্রতিশব্দ।