বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
161. প্রতাপ আদিত্য কে?--
রাজপুত রাজা
মোগল সেনাপতি
বাংলার বারো ভূঁইয়াদের একজন
বাংলার শাসক
162. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
অনুচ্ছেদ ২৩
অনুচ্ছেদ ২২
অনুচ্ছেদ ২১
অনুচ্ছেদ ২৪
163. BSTI মানে কী?
British Standerd Testing Instrument
British Standard Testing Institute
Bangladesh StandardsInstitution Testing
Bangladesh Standards and Testing Instrument
164. বাংলাদেশে নদীবন্দর কয়টি?
২০টি
৩৫টি
৪০টি
৪৫টি
165. বাংলাদেশের জিডিপিতে (GDP) কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?
১৪.৭৯ শতাংশ
১৬ শতাংশ
১২ শতাংশ
১৮ শতাংশ
ব্যাখ্যা: আপডেট তথ্যঃ ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৩৫ শতাংশ
166. মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
১২ ই এপ্রিল ১৯৭১
১৪ ই এপ্রিল ১৯৭১
১৭ ই এপ্রিল ১৯৭১
১০ ই এপ্রিল ১৯৭১
167. পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
জুন ২২, ১৭৫৭
জুন ২৪, ১৭৫৭
জুন ২৫, ১৭৫৭
জুন ২৩, ১৭৫৭
168. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
১১ নং সেক্টর
৮ নং সেক্টর
৯ নং সেক্টর
১০ নং সেক্টর
169. বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?
৩৫ বছর
২৫ বছর
২০ বছর
২৫ বছর
170. মুক্তিযুদ্ধকালে দেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
১০টি
১১টি
১২টি
১৪টি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়।
171. বাংলাদেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা কত?
২৫টি
২৪টি
২৬টি
২৮টি
172. প্রজাতন্ত্রের নির্বাী ক্ষমা BCS ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?
রাষ্ট্রপতি
মন্ত্রী
সচিব
প্রধানমন্ত্রী
173. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
৮ টি
৫ টি
৬ টি
৭ টি
174. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?
১৭৩,০০০ কোটি টাকা
১৭১,০০০ কোটি টাকা
১৭০,০০০ কোটি টাকা
১৭২,০০০ কোটি টাকা
175. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা?
আমজাদ হোসেন
সৈয়দ শামসুল হক
হুমায়ূন আহমেদ
শওকত ওসমান
176. স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন-
সতীন সরকার
সৈয়দ আলী আহসান
সৈয়দ শামসুল হক
শামসুর রাহমান
ব্যাখ্যা: উত্তরঃ যতীন সরকার ২০১০ সালে, সৈয়দ শামসুল হক ২০০০ সালে, শামসুর রাহমান ১৯৯১ সালে ও সৈয়দ আলী আহসান ১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। সুতরাং উত্তর যথার্থ নয়।
177. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থ বছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?
৭.৮০ শতাংশ
৮.০০ শতাংশ
৭.২৮ শতাংশ
৭.৬৫ শতাংশ
ব্যাখ্যা: উত্তরঃআপডেট তথ্যঃ ২০২০-২১) বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ।
178. শিশু মৃত্যুর হার সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী অ্যাওয়ার্ড অর্জন করেছেন?
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
Planet 50-50
এমডিজি অ্যাওয়ার্ড-২০১০
জাতিসংঘ শান্তি পুরস্কার
179. কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' (Poet of Politics) উপাধি দিয়েছিলেন?
ইকোনমিস্ট
টাইম
গার্ডিয়ান
নিউজ উইকস
180. জাতিসংঘের Champion of Earth খেতাবপ্রাপ্ত কে?
হিলারি ক্লিনটন
থেরেসা মে
এঞ্জেলা মার্কেল
শেখ হাসিনা