বাংলাদেশ বিষয়াবলী MCQ
1. ঐতিহাসিক' ছয়দফা' আনুষ্ঠানিকভাবে কোথায় ঘোষণা করা হয়?
লাহোর
রাওয়ালপিন্ডি
ঢাকা
করাচি
ব্যাখ্যা: তথ্য: ১৯৬৬ সালে ৫ ও ৬ ফেব্রুয়ারি পাস্তিানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসন প্রতিষ্ঠার
লক্ষ্যে "৬ দফা দাবি" পেশ করেন।
2. কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তৈরি করেছে?
মার্কিন যুক্তরাষ্ট্র
ফ্রান্স
যুক্তরাজ্য
জার্মানী
3. কারাগারের রোজনামচা' গ্রন্থের লেখক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
জাহানামা ইমাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ 'কারগারের রোজনামচা'। এটি বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭। গ্রন্থটিতে ১৯৬৬-১৯৬৮ সালের কারাস্মৃতি স্থান পেয়েছে।
4. প্রাচীনকালে বাংলাদেশের কোন অঞ্চলকে 'অনুত্তর বঙ্গ' বলা হতো?
উত্তর-পশ্চিম অঞ্চলকে
উত্তর-পূর্ব অঞ্চলকে
দক্ষিণ বঙ্গকে
দক্ষিণ-পূর্ব অঞ্চলকে
5. 'জলঢাকা' কোন জেলায় অবস্থিত?
ঢাকা
নীলফামারী
ময়মনসিংহ
জামালপুর
6. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দীন আহমদ
ক্যাপ্টেন মনসুর আলী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
7. 'আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজবকে দেখেছি।' উক্তিটি করেন-
ফিদেল কাস্ট্রো
নেলসন ম্যান্ডেলা
মার্শাল টিটো
ইন্দিরা গান্ধী
8. বাংলাদেশে মেট্রোরেলের প্রথম চালকের নাম কী?
রহিমা সুলতানা
আব্দুল বাসিত
মরিয়ম আফিজা
খায়রুজ্জামান
9. . বাংলাদেশে বর্তমানে কী পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ আছে?
১৮ ট্রিলিয়ন ঘন ফুট
১২ ট্রিলিয়ন ঘন ফুট
২ ট্রিলিয়ন ঘন ফুট
১৫ ট্রিলিয়ন ঘন ফুট
ব্যাখ্যা: তথ্য: ২০১৮ সালের জুলাই মাসে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংসদে তথ্য দিয়েছেন, উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের নিট মজুদের পরিমাণ ১২.৫৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)।
10. 'গল্লামারী' কোন জেলায় অবস্থিত?
রংপুর
যশোর
নাটোর
খুলনা
11. ১৯৭১ সালের কোন তারিখে বাংলাদেশে স্বাধীন হয়?
৭ মার্চ
২৬ মার্চ
১১ সেপ্টেম্বর
১৬ ডিসেম্বর
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় ১৯৭১ সালের ২৬ মার্চ।
12. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?
স্যার এ এফ রহমান
ড. রমেশচন্দ্র মজুমদার
ড. মাহমুদ হাসান
বিচারপতি মুহাম্মদ ইব্রাহীম
13. CEDAW সনদ কোন ধরণের অধিকারের দলিল?
শিক্ষা
শিশু অধিকার
শ্রম
নারী অধিকার
14. সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় কত সালে?
১৭০২
১৭০৪
১৭২৭
১৭০৩
ব্যাখ্যা: তথ্য: সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় ১৭০৩ সালে। নবাব মুর্শিদকুলি খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করে। নবাব মুর্শিদকুলি খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব।
15. 'কান্তজির মন্দির' কোন জেলায় অবস্থিত?
ঢাকা
খুলনা
কুমিল্লা
দিনাজপুর
16. নিচের কোন সংস্থা 'মঙ্গল শোভাযাত্রা' কে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে?
ইউনিসেফ
বাংলা একাডেমি
ইউনেস্কো
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
17. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের কোন স্থানে 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করেন?
আসানসোল
কলকাতা
মুর্শিবাদ
শান্তি নিকেতন
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে ২০১৮ ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করেন। এ ভবনের প্রবেশদ্বারের দুই প্রান্তে স্থাপন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি।
18. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
২৩০০ মিমি
২৪০০ মিমি
১৭০০ মিমি
২১০০ মিমি
ব্যাখ্যা: তথ্য: বাংলাদেশের গড় বৃষ্টিপাত ২০৩ সেমি বা ২০৩০ মিমি। এখানে সঠিক উত্তর নেই।
19. 'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত?
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা সেনানিবাস
সোহরাওয়ার্দী উদ্যান
চট্টগ্রাম সেনানিবাস
20. শেখ হাসিনা ধরলা সেতু' কোন কোন জেলার সেতুবন্ধন করেছে?
মুন্সিগঞ্জ- মানিকগঞ্জ
টাঙ্গাইল-সিরাজগঞ্জ
কুড়িগ্রাম- লালমনিরহাট
রাঙ্গামাটি বন্দরবান
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর (সিভিল-২০১৮)
ডাক বিভাগ প্রশ্ন সমাধান-২০১৮
ব্যাখ্যা: তথ্য:দেশের উত্তরাঞ্চলে দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু 'শেখ হাসিনা ধরলা সেতু'। এটি কুড়িগ্রাম লারমনিরহাট জেলার মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। এটি নির্মাণে ব্যয় হয় ১৩১ কোটি ৫৮ লাখ।