শব্দ MCQ
1. নিচের কোনটি তৎসম শব্দ নয়?
ঢাক
মিথ্যা
প্রস্তর
চক্র
2. 'নকিব' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
আরবি
তুর্কি
ফারসি
হিন্দি
3. বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ-
তৎসম
তদ্ভব
দেশি
বিদেশি
4. নিচের কোনটি মৌলিক শব্দের উদাহারণ?
মানব
ধাতব
একাঙ্ক
গোলাপ
5. নিচের কোনটি তৎসম শব্দ?
গেরাম
চামার
মাটি
নারিকেল
6. 'হাসনাহেনা' কোন দেশী শব্দ?
পর্তুগিজ
ফরাসি
হিন্দি
জাপানি
7. যোগরূঢ় শব্দ কোনটি?
কলম
মলম
বাঁশি
শাখামৃগ
8. 'একতারা' শব্দটি যে ভাষা থেকে এসেছে?
আরবি
ফারসি
তুর্কি
সংস্কৃতি
9. 'গালিচা' কোন ভাষার শব্দ?
পর্তুগিজ
হিন্দি
ফারসি
তুর্কি
10. 'তদ্ভদ' শব্দের অর্থ হলো:
সংস্কৃতের সমান
সংস্কৃত নয়
সংস্কৃত থেকে উদ্ভূত
বিদেশি শব্দ
11. 'ওদিকে আর যাব না' এ বাক্যে 'আর' শব্দটি ব্যবহৃত হয়েছে-
নির্দেশ অর্থে
পুনরাবৃত্তি অর্থে
স্বীকৃতিজ্ঞাপন অর্থে
বিস্ময় প্রকাশে
12. 'বর্গি' শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে?
সিংহলি
বর্মি
গুজরাটি
মারাঠি
13. 'রেস্তোরা' কোন ভাষার শব্দ?
ওলন্দাজ
ফরাসি
জাপানি
ইংরেজি
14. নিচের কোনটি তৎসম শব্দ?
পছন্দ
ধূলি
হিসাব
শৌখিন
15. চাবি, জানালা, বালতি- এগুলো কোন ভাষা থেকে এসেছে?
পর্তুগিজ
রুশ
আরবি
চিনা
16. 'বালতি' শব্দটি
পর্তুগিজ
ফারসি
ইংরেজি
হিন্দী
17. 'চাঁদ, দই, হাতি- এগুলো কোন প্রকারের শব্দ?
অর্ধ-তৎসম
বিদেশি
তৎসম
তদ্ভব
18. চর্মকার > ..... চামার এ শূন্যস্থানে বসবে
চম্মআর
চর্মসার
চর্মআর
চম্মকার
19. 'সোমত্ত' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
সোপান
সমর্থ
সোল্লাস
সওয়ার
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: 'সোমত্ত' বিশেষণ পদ, যার অর্থ যৌবনপ্রাপ্ত। 'সোমত্ত' শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ সমর্থ থেকে।
20. 'হাত' কী ধরনের শব্দ?
বিদেশি
দেশি
তত্ত্বব
ফরাসি