EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
301. আদর্শ প্রক্টর পরীক্ষায় মাটিকে দৃঢ়করণের জন্য ব্যবহৃত হাতুড়ির ওজন-
৫.৫ কেজি
৩.৫ কেজি
৪.৫ কেজি
২.৫ কেজি
302. কুপিং বলতে নিচের কোনটি বুঝায়?
গ্রাউটিং করার পদ্ধতি
মাটি সীমাবদ্ধ করার পদ্ধতি
মাটির কম্প্যাকশন করার পদ্ধতি
ভিত্তির গভীরতা বৃদ্ধির পদ্ধতি
303. SPT test-এ Hammer-এর ওজন কত? [DM-19, MOEF-19]
62kg
63kg
62.5kg
64kg
ব্যাখ্যা: ব্যাখ্যা: SPT-এ Drop Hammer-এর ওজন 63.5 kg
304. ট্রাই-এক্সিয়াল টেস্টে মাটিকে কী টেস্ট করা হয়?
কমপেকশন টেস্ট
কনসোলিডেশন টেস্ট
শিয়ার স্ট্রেস্থ টেস্ট
টেনসাইল স্ট্রেস্থ টেস্ট
305. Soil-এর কোন Property বের করার জন্য Unconfined compressive test করা হয়? (MOEF-19)
Shear strength
Density
Specific gravity
Compressibity
ব্যাখ্যা: ব্যাখ্যা: Unconfined compression টেস্টের মাধ্যমে পরীক্ষাগারে শিলা এবং সূক্ষ্ম দানাযুক্ত মাটির যান্ত্রিক বৈশিষ্ট্য নির্ণয় করা হয়। এর মাধ্যমে মাটির Shear strength নির্ণয় করা হয়।
306. SPT পরীক্ষায় Hammer Fall-এর উচ্চতা কত? [DM-19]
24 inch
30 inch
28 inch
36 inch
307. মাটির ঘনত্বসূচক মান সর্ব্বোচ্চ কত?
০.১
১.৫০
১.০০
২.০০
308. The liquid limit minus plastic is termed as (লিকুইড লিমিট হতে প্লাস্টিক লিমিট বিয়োজনকে বলে -)
flow index
Plasticity index
shrinkage index
liquidity index
ব্যাখ্যা: তথ্য: প্লাস্টিকতা সূচক মাটির নমুনা মুকনো ওজনের শতাংশে প্রকাশ করা হয়। এটি আদ্রতার পরিসরের আকার দেখায় যেখানে মাটি প্লাস্টিক থাকে। সাধারণভাবে প্লাস্টিকতা সূচক শুধুমাত্র উপস্থিত কাদামাটির পরিমানের উপর নির্ভর করে। লিকিইড লিমিট হতে প্লাস্টিক লিমিট বিয়োজনকে plasticity index বলে। উত্তর: (b)
309. Clay soil-এ SPT value দুই (২) হলে Soil-টি- (DSCC-17, MOLE-19, BEPZA-23]
soft
medium
hard
stiff
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: Very soft <2: Soft2-4: Medium 4-8 Stiff8-15; Very stiff = 15-30; Hard => 30
310. একটি মাটির নমুনার ভয়েড রেশিও এর মান ০.৩ হলে পরোসিটি কত?
২.৩০
০.২৩
০.০২৩
০.০০২৩
311. Constant head permeameter দিয়ে কোন ধরনের Soil-এর Permeability নির্ণয় করা হয়? [MOLE-19]
Coarse sand
Silt
Fine sand
Clay
312. Plasticity index = ? (MOLE-19)
LL-PL
PL+LL
PL-LL
LL-SL
ব্যাখ্যা: ব্যাখ্যা: Plasticity index নিরূপণের মাধ্যমে মাটির নম্যতার পরিমাণ জানা যায়। মৃত্তিকার তারল্য (LL) ও নম্যতা সীমায় (PL) পার্থক্যকে নম্যতা সূচক (Plasticity index) বলা হয়। অর্থাৎ, PI=LL-PL I
313. মাটির ভার বহন ক্ষমতা নির্ভর করে কিসের উপর?
ফাউন্ডেশন- এর ধরন
ফাউন্ডেশন- এর গভীরতা
ফাউন্ডেশন- এর আকার ও আকৃতি
উপরের সবগুলো
ব্যাখ্যা: তথ্য: সাব- সায়েলের ব্যর্থতা ব্যতিরকে প্রতি একক ক্ষেত্রফলের উপর মাটি যে পরিমান ভার বহন করতে পারে তাকে মাটির ভার বহন ক্ষমতা (Bearing capacity of soul) বলে। ভার বহন ক্ষমতা নির্ণয়ের জন্য ব্যবহৃত প্রচলিত পদ্ধতিগুলোর নাম নিম্নরুপ- ১। প্লেট লোড পরীক্ষা (plate load test) ২। আর্দশ পেনিট্রেশন পরীক্ষা (Standard Penetration Test) ফাউন্ডেশন এর ধরন, গভীরতা ও আকার ও আকৃতির উপর মাটির ভারবহন ক্ষমতার উপর নির্ভর করে। উত্তর: ঘ
314. Soil-এর Bearing capacity নির্ণয় করার জন্য প্লেট লোড টেস্টে ব্যবহৃত চতুর্ভুজাকৃতির বিয়ারিং প্লেটের সাইজ- [MOLE-19]
<300mm
750mm to 1m
300 to 750mm
> 1m
ব্যাখ্যা: ব্যাখ্যা: Soil-এর Bearing capacity নির্ণয় করার জন্য বিয়ারিং প্লেটের সাইজ 300mm to 750 mm এবং পুরুত্ব 25mm-এর কম নয়।
315. SPT-এর থেকে Soil-এর কোন Property বের করা হয়?[MOEF-19]
Tensile strength
Permeability
Specific gravity
Bearing capacity
ব্যাখ্যা: ব্যাখ্যা: SPT test হতে সয়েল এর Specific gravity, grain size distribution, Atterberg limit, compaction, Relative density, Angle of shearing resistance, Unconfined compressive strength, bearing capacity and sattlement নির্ণয় করা যায়।