EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

মধ্যযুগ MCQ
21. কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?
ব্রজবুলি
বাংলা
সংস্কৃত
হিন্দি
22. ঐতিহাসিক গ্রন্থ 'আইন-ই-আকবরী' এর রচয়িতা কে?
ফেরদৌসি
গালিব
আবুল ফজল
কেউ নয়
23. ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
আরাকান রাজসভা
কৃষ্ণনগর রাজসভা
রাজা গণেশের রাজসভা
লক্ষ্মণ সেনের রাজসভা
24. কোন মুসলিম শাসনকালকে 'স্বর্ণযুগ' বলা হয় ?
বখতিয়ার খলজি
সম্রাট শাহজাহান
হুসেন শাহ
সম্রাট বাবর
25. চৈতন্যদেব ছিলেন-
বৈষ্ণব ধর্মের প্রচারক
পদাবলির রচয়িতা
ব্রজবুলি ভাষার প্রবর্তক
সঙ্গীতজ্ঞ
26. কোন কবি গিয়াস উদ্দীন আজম শাহের রাজকর্মচারী ছিলেন?
ঈশ্বর গুপ্ত
সৈয়দ হামজা
শাহ মুহম্মদ সগীর
জয়েনউদ্দিন
27. সৈয়দ আলী আহসান কোন সময়কে 'প্রায় শূন্যতার যুগ' বলে উল্লেখ করেছেন?
১৭০০-১৮০০ খ্রি.
১৭৬০-১৮৬০ খ্রি.
১৭৭০-১৮৭০ খ্রি.
১৭৩০-১৮২০ খ্রি.
28. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছে বাংলার কোন সুলতানের?
গিয়াস উদ্দীন আজম শাহ
আলাউদ্দীন হোসেন শাহ
ফখরুদ্দীন মোবারক শাহ
ইলিয়াস শাহ
29. দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
কোরেশী মাগন ঠাকুর
সুলতান বরবক শাহ
জমিদার নিজাম শাহ
30. আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন-
শাহ মুহম্মদ সগীর
সৈয়দ হামজা
কবি জয়দেব
আলাওল
31. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
আকবরনামা
আলমগীরনামা
আইন-ই-আকবরী
তুজুক-ই-আকবর
32. 'রসুলবিজয়' কাব্যের রচয়িতা কে?
আবদুল হাকিম
শেখ চাঁদ
মীর মুহম্মদ শফী
মুহম্মদ আকিল
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'রসুলবিজয়' নামে প্রথম কাব্য রচনা করেন জৈনুদ্দীন। পরবর্তীতে শেখ চাঁদ ও শাহ বারিদ খানও 'রসুলবিজয়' নামে কাব্য রচনা করেন
33. আলাউদ্দীন হোসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান?
শাসনকর্তা হিসেবে
অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য
সালতানাৎ প্রতিষ্ঠার জন্য
বাংলা ভাষার স্কুল প্রতিষ্ঠার জন্য
34. বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কী?
মনসামঙ্গল
মনসাবিজয়
চাঁদ সওদাগরের কাহিনী
মনসা প্রশস্তি
35. কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?
রসুল বিজয়
মক্কা বিজয়
রসুলচরিত
মক্কানামা
36. ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল-
বাংলা
আরবি
সংস্কৃত
ফারসি
37. মধ্যযুগের কবি নন কে?
জয়নন্দী
বড়ু চণ্ডীদাস
গোবিন্দদাস
জ্ঞানদাস
38. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম?
শ্রীচৈতন্যদেব
শ্রীকৃষ্ণ
আদিনাথ
মনোহর দাশ
39. কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি?
আলাউদ্দীন হোসেন শাহ
রুকনউদ্দীন বরবক শাহ
ফখরুদ্দীন মুবারক শাহ
গিয়াস উদ্দীন আজম শাহ
40. নিচের কোন জন মধ্যযুগের কবি নন?
কায়কোবাদ
আলাওল
মাগন ঠাকুর
জ্ঞানদাস