রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং MCQ
121. রেডিয়েশন হিট ট্রান্সফার (Radiation heat transfer) নির্ভর করে কীসের উপর?
বস্তুর তাপমাত্রার উপর
বস্তুর nature-এর উপর
বস্তুর রঙের উপর
উপরের সবগুলোই সত্য
122. স্টিফেন বোল্টেজম্যান ধ্রুবকের একক কোনটি?
W/mK
W/m²K²
W/m²K4
W/mK²
123. প্রকৃত কালো বস্তু সেটি, যা-
কালো রং ধারণ করে
সকল তরঙ্গদৈর্ঘ্যের তাপের বিকিরণ গ্রহণ করে
সকল তাপের বিকিরণ প্রত্যাখ্যান করে
তাপের বিকিরণ প্রতিফলন করে
124. তাপ সঞ্চালনের মাধ্যম কয়টি?
৩টি
৪টি
৬টি
৭টি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
রেফ্রিজারেশন mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা : তাপ তিন পদ্ধতিতে একস্থান থেকেঅন্য স্থানে সঞ্চালিত যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন না করে শুধু স্পন্দনের মাধ্যমে এক অনু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে পদার্থের উষ্ণক্ষর অংশ থেকে শীতলতর। অংশে তাপ সঞ্চালন করে, সেই পদ্ধতিকে পরিবহন বলে। যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অনুগুপের চলাচল যারা টিকতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হায়, তাকে পরিচলন রণে। যে পদ্ধতিতে তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই তাড়িত চৌম্বক তরলের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয়, তাকে বিকিরণ বলে।
125. কোনো তরলের তাপ বর্জনের হার তরলে তার পারিপার্শ্বিক তাপমাত্রা পার্থক্যের-
সমানুপাতিক
বর্ণের সমানুপাতিক
ব্যস্তানুপাতিক
কোনো সম্পর্ক নেই
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
রেফ্রিজারেশন mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো গ্যাসের তাপমাত্রা সংকট তাপমাত্রার নিচে হলে হালকা চাপ প্রয়োগেই তা লিকুইড-এ পৌছায়। কিন্তু গ্যাসের তাপমাত্রা সংকট তাপমাত্রার উপরে থেকে যতই চাপ প্রয়োগ করা হউক না কেন লিকুইড অবস্থায় পরিণত হয় না।
126. হিট ট্রান্সফার সংঘটিত হয় কী অনুযায়ী?
জিরণ সূত্রানুযায়ী
থার্মোডাইনামিক্স-এর ১ম সূত্রানুযায়ী
থার্মোডাইনামিক্স-এর ২য় সূত্রানুযায়ী
কিরচফস সূত্রানুযায়ী
127. তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে হিট ট্রান্সফার সংঘটিত হয় যে উপায়ে, তাকে কী বলে?
কনডাকশন
কনভেকশন
রেডিয়েশন
কোনোটিই নয়
128. হিটিং ও ডি-হিউমিডিফিকেশন প্রসেসে ড্রাই বাজ-এর তাপমাত্রা-
স্থির থাকে
কমে
বাড়ে
কোনোটিই নয়
129. এস আই (SI) unit অনুযায়ী থার্মাল কন্ডাকটিভিটি-
ওয়াট / মিটার কেলভিন
ওয়াট/ মিটার^2 কেলভিন^2
ওয়াট/ মিটার^2 কেলভিন
জুল /মিটার^3 কেলভিন
130. রেডিয়েশন হিট ট্রান্সফার নির্ভর করে কীসের উপর?
বস্তুত তাপমাত্রার উপর
বস্তুর ন্যাচারের উপর
বস্তুর রতের উপর
সবগুলো
131. 'গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে হিট ট্রান্সফার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও বস্তুগুয়ের তাপমাত্রার পার্থক্যের সাথে সরাসরি সমানুপাতিক।' এটি কার সূত্র?
থার্মোডাইনামিক্সের ১ম সূত্র
নিউটন'স 'ল' অব কুলিং
নিউটন'স 'ল' অব হিটিং
স্টিফেন'স 'ল'
132. কোনো গ্যাসকে ভরলে পরিণত করতে হলে এর তাপমাত্রায় কী পরিবর্তন আনতে হবে?
সংকট (Critical) তাপমাত্রার বেশি হতে হবে
সংকট তাপমাত্রার কম হতে হবে
সংকট তাপমাত্রার সমান হতে হবে
উপরের কোনোটিই সঠিক নয়
133. ইউটেকটিক প্লেটের আদর্শ সাইজ কত?
76cm x 168cm x 6.65cm
80cm x 190cm x 10cm
90cm x 200cmx15cm
100cm x 220cm x 20cm
134. মধ্যবর্তী মাধ্যমের বিচ্যুতি গরম বস্তু হতে ঠান্ডা বস্তুতে সরল রেখার হিট ট্রান্সফার প্রক্রিয়াকে কী বলে?
কনডাকশন
রেডিয়েশন
কনভেকশন
একটিও না
135. সমীকরণ Q=eσAT^4-কে কী বলা হয়?
ফোরিয়ার সমীকরণ
স্টিফেন বোল্টেজম্যান সমীকরণ
নিউটন রিকমেন সমীকরণ
জোসেন স্টিফেন সমীকরণ
136. একটি থার্মোমিটার বাতাসের আর্দ্রতা দ্বারা প্রভাবিত না হয়ে বাতাসের যে তাপমাত্রা পরিমাপ করে, তাকে কী বলা হয়—
শুল্ক বাল্ব তাপমাত্রা
শিশিরাংক তাপমাত্রা
অর্দ্রে বাল্ব তাপমাত্রা
কোনোটিই নয়
137. একটি নির্দিষ্ট চাপে সম্পৃক্ত পানির এনথালপি 212kJ/kg এবং সম্পৃক্ত বাষ্পের এনথালপি 2878kJ/kg তাহলে পানির বাষ্পীভবনের সুপ্তভাগ কত?
2727kJ/kg
2929kJ/kg
3030kJ/kg
2666kJ/kg
138. কৃষ্ণ বস্তু (Black body) সর্বাধিক শক্তির জন্য তার তরঙ্গ দৈর্ঘ্য (wave-length) কৃষ্ণ বস্তুর-
তাপমাত্রার তাপমাত্রার উপর নির্ভর করে না
সমানুপাতিক
(তাপমাত্রা)^4 এর সমানুপাতিক
তাপমাত্রার ব্যস্তানুপাতিক
139. প্রতি কেজি ড্রাই আইসের তাপ অপসারণ ক্ষমতা কত?
100kJ
700KJ
605kJ
900kJ
140. কালো বস্তুর ইমিসিভিটি কত?
0
0.75
0.5
1