MCQ
1. 'আনতারা' কি?
একটি কাব্যগ্রন্থ
তুরস্কের দৈনিক পত্রিকা
মিশরের একটি সংগঠন
ইন্দোনেশিয়ার সরকারি বার্তা সংস্থা
2. মিয়ানমারের বার্তা সংস্থার নাম কি?
Myanmar News Agency (MNA).
TASS
AFP
Hu-Gin
3. কোন দেশ ১৯তম দেশ হিসেবে সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণ করে?
লিথুনিয়া
অস্ট্রিয়া
স্পেন
পর্তুগাল
4. 'ইতার তাস' কোন দেশের সংবাদ সংস্থা?
পাকিস্তান
তুরস্ক
সিরিয়া
রাশিয়া
5. কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই?
ভুটান
মালদ্বীপ
মিশর
মরিশাস
6. মালদ্বীপের নিজস্ব কোন---
সেনাবাহিনী নেই
পুলিশ বাহিনী নেই
উভয়ই সত্য
কোনোটিই সত্য নয়
Job Preparation
Civil MCQ
সাধারণ জ্ঞান
Himalay Sen Sir
আন্তর্জাতিক বিষয়াবলী
Engineering classroom
বিভিন্ন দেশের সংবাদপত্র,গোয়েন্দা সংস্থা ও সংগঠন
ব্যাখ্যা: Note: মালদ্বীপের সেনা (প্রতিরক্ষা) বাহিনীর নাম The Maldives National Defence Force (MNDF)। ১৯৩৩ সালে মালদ্বীপে Police force গঠন করা হয়।
7. সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত-
Wall Street
Downing Street
Fleet Street
Broad Way
8. Which street is famous for newspaper?
Wall Street
Downing Street
Fleet Street
Broad Way
9. ওয়াল স্ট্রীট জার্নাল কি?
নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি আন্তর্জাতিক দৈনিক
লন্ডনভিত্তিক অর্থনৈতিক গষেণা পত্রিকা
রাস্তা সংক্রান্ত খবর ছাপে এমন জার্নাল
একটি বিখ্যাত দেয়াল পত্রিকা
10. যে রাষ্ট্রের মহিলাদের সামরিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক-
তুরস্ক
সুইডেন
সুইজারল্যান্ড
ইসরায়েল
11. Which one is the official Chinese news agency?
TASS
Xinhua
AFP
Hu-Gin
12. বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী কোন দেশের?
ভারত
চীন
যুক্তরাষ্ট্র
রাশিয়া
13. সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম কী?
দিরহাম
দিনার
রিয়াল
লিরা
14. লন্ডনের 'Fleet Street' কিসের জন্য সমধিক পরিচিত?
ব্রিটেনের প্রধান খবরের কাগজের অফিসসমূহ অবস্থিত বলে
মাদাম তুসোর Wax মিউজিয়াম সেখানে অবস্থিত বলে
এ ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস সেখানে অবস্থিত বলে
ব্রিটিশ পার্লামেন্ট ভবন সেখানে অবস্থিত বলে
15. নিম্নের কোনটি কোন সংবাদ সংস্থা নয়?
Yonhap
Xinhua
Smithsonian
ITAR-TASS
16. PLA কি?
Palestinian Liberation Army.
People's Liberation Army.
People's Labour Association.
Polish Liberation Army.
17. FARC guerrillas are active in –
পেরু
কলম্বিয়া
চিলি
কোস্টারিকা
18. ইন্টারফ্যাক্স হল-
চীনের একটি বার্তা সংস্থা
রাশিয়ার একটি বার্তা সংস্থা
কোরিয়ার একটি বার্তা সংস্থা
জাপানের একটি বার্তা সংস্থা
19. ANTARA is the name of the news agency of—
Iran
Iraq
Indonesia
Italy
20. 'বার্নামা' কোন দেশের সংবাদ সংস্থা?
ইন্দোনেশিয়া
ব্রুনাই দারুস-সালাম
মালয়েশিয়া
সিঙ্গাপুর