EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
101. বাংলাদেশে কোন সালে বয়স্কভাতা চালু হয়?
১৯৯৫
১৯৯৬
১৯৯৭
১৯৯৮
102. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
মহাভারত
রামায়ণ
গীতা
বেদ
103. একনেক (ECNEC) এর প্রধান কে?
প্রধানমন্ত্রী
অর্থমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী
পরিকল্পনামন্ত্রী
104. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
৬ নম্বর
৭ নম্বর
৮ নম্বর
৯ নম্বর
ব্যাখ্যা: ৮ নম্বর (যশোর)।
105. প্রাচীন বাংলায় ‘সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
ঢাকা ও কুমিল্লা
ময়মনসিংহ ও নেত্রকজোনা
কুমিল্লা ও নোয়াখালী
ময়মনসিংহ ও জামালপুর
106. কোনটি সাংবিধানিক পদ নয়?
প্রধান নির্বাচন কমিশনার
চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
কনট্রোলার ও অডিটর জেনারেল
107. ‘বলাকা’ কোন ফসলের এটি প্রকার?
ধান
গম
পাট
টমেটো
108. ম্যানিলা কোন ফসলের উন্নত জাত?
তুলা
তামাক
পেয়ারা
তরমুজ
109. ‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন-
জেরেমি চুয়া
আব্দুল্লাহ মোহাম্মদ সাদ
রাজীব মহাজন
আজমেরী হক বাঁধন
110. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন-
আইনমন্ত্রী
আইন সচিব
এ্যাটর্নি জেনারেল
প্রধান বিচারপতি
111. মুজিবনগরের সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিষয়ক বিভাগের দায়িত্বে কে ছিলেন?
তাজউদ্দিন আহমেদ
সৈয়দ নজরুল ইসলাম
এম. মনসুর আলী
এ. এইচ. এম. কামরুজ্জামান
112. ‘Untranquil Recollections: The Years of Fulfilment’ শীর্ষক গ্রন্থটির লেখক কে?
আনিসুর রহমান
রেহমান সোবহান
নুরুল ইসলাম
রওনক জাহান
113. নিপোর্ট কী ধরণের গবেষণা প্রতিষ্ঠান?
জনসংখ্যা গবেষণা
নদী গবেষণা
মিঠাপানি গবেষণা
বন্দর গবেষণা
114. নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
হিন্দুধর্ম
বৌদ্ধধর্ম
খ্রিষ্টধর্ম
ইহুদীধর্ম
115. ‘তথ্য অধিকার আইন’ কোন সালে চালু হয়?
২০০২
২০০৬
২০০৯
২০১১
116. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘বার্ষিক আর্থিক বিবৃতি’ এর কথা উল্লেখ করা হয়েছে?
৮১
৮৫
৮৭
৮৮
117. ‘ওরাও’ জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
রাজশাহী-দিনাজপুর
বরগুনা-পটুয়াখালী
রাঙামাটি-বান্দরবন
সিলেট-হবিগঞ্জ
118. নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়নি?
১৯৭৭
২০০৮
২০১৫
২০১৯
ব্যাখ্যা: প্রথম ১৯৬০ সালে।
119. বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়?
২ টাকা
১০ টাকা
৫০ টাকা
১০০ টাকা
120. বাংলার প্রাচীন বাংলার জনপদ কোনটি?
পুণ্ড্র
তাম্রলিপ্ত
গৌড়
হরিকেল