EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
22. Mild steel-এর Poisson's ratio-এর range কত?
০.২৭-০.৩০
০.১০-০.২০
০.৩০-০.৩১
০.২৯-০.২৬
ব্যাখ্যা: ব্যাখ্যা: Stainless steel-এর পয়সনের অনুপাত 0.30-0.31 Mild steel-এর পয়সনের অনুপাত 0.27-0.30 Cast iron-এর পয়সনের অনুপাত 0.21-0.26
23. পানযোগ্য পানির সর্বাধিক As কত হতে পারে?
50 ppb
40 ppb
30 ppb
10 ppb
ব্যাখ্যা: ব্যাখ্যা: As-এর পরিমাণ 50 ppb বা 0.05ppm
24. কোন পদার্থটি কোয়াগুলেন্ট (Coagulant) হিসেবে ব্যবহৃত হয় না?
ফেরিক সালফেট
সোডিয়াম অ্যালুমিনেট
ব্লিচিং পাউডার
ফিটকিরি
25. Cement-এর Specific Gravity কত?
২.৬৭
২.১৫
৩.১৫
৩.৫০
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টের Specific Gravity বলতে নির্দিষ্ট আয়তনের সিমেন্টের সাথে সম আয়তনের পানির আয়তনের অনুপাতকে বুঝায়। পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে তা ৩.১-৩.১৬gm/ex হয়ে থাকে। তবে আদর্শ মান ৩.১৫ ধরা হয়ে থাকে।
26. ক্যান্টিলিভার বিমের Main Reinforcement কোথায় থাকে?
Bottom of the beam section
Top of the beam section
Top & Bottom of the beam section
Middle of the beam section
27. যদি A এবং B স্থানের staff reading যথাক্রমে 5.70 ft এবং 6.85 ft হয় এবং A স্থানের R.L = 1001 হয়, তাহলে B স্থানের R.L. কত হবে?
98.85ft
102.5ft
105.6ft
101.15ft
28. পানির pH = 6.5 হলে তা-
Industrial water
Alkaline water
Acidic water
Neutral water
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানির Acidic Range 0 হতে 7 পর্যন্ত।
29. Beam ও Slab একত্রে ঢালাই করলে তাকে কী বলা হয়?
T-Beam
Continuous beam
Rectangular বিম
কোনোটিই নয়
31. বন্যা নিয়ন্ত্রণের সর্বোত্তম পন্থা কোনটি?
নদী খনন
ড্যাম নির্মাণ
দুই পাড়ে বাঁধ নির্মাণ
নদীশাসন
32. বালির ২টি নমুনার FM (সূক্ষ্মতা গুণাঙ্ক) যথাক্রমে ২.৫০০ ও ২.২৫। সমান অনুপাতে এই দুই ধরনের বালির মিশ্রণের Combined FM কত?
২.৩৭
৪.৭৫
৪.৫০
২.৬৫
34. Beam-এর Inflection point-এ বেন্ডিং মোমেন্ট কত?
সর্বনিম্ন
শূন্য
কোনোটিই নয়
সর্বোচ্চ
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিমের যে সেকশনে বা বিন্দুতে বেন্ডিং মোমেন্টের মান শূন্য অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে বিন্দুতে বেন্ডিং মোমেন্ট চিহ্ন পরিবর্তন করে, তাকে ইনফ্লেকশন পয়েন্ট বলে।
35. ASTM-এর পূর্ণরূপ কী?
American Society of Testing Materials
American Society for Testing and Materials
American Standard of Test and Mechanics
American Standard of Testing Materials
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI = American Concrete Institute. AASHO American Association of State Highway Officials. AREA American Railway Engineering Association. BNBC = Bangladesh National Building Code.
36. একটি মানচিত্রে RF (Representative Fraction) এর মান 1: 10,000। একটি জরিপ রেখার প্রকৃত দৈর্ঘ্য 500 মিটার হলে, মানচিত্রে তার দৈর্ঘ্য কত হবে?
৫ সেন্টিমিটার
৫ মিলিমিটার
৫ ইঞ্চি
৫ মিটার
37. শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত?
৪৩২ m/s
৩৩২ m/s
২৮০ m/s
ব্যাখ্যা: ব্যাখ্যা: শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য, কারণ শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না। বাতাসে শব্দের বেগ 332m/s 1
38. রেলওয়েতে সাধারণত কোনটিকে আদর্শ Sleeper ধরা হয়?
Wooden Sleeper
Cast iron Sleeper
Concrete Sleeper
Steel Sleeper
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: রেলওয়েতে কংক্রিট স্লিপারকে আদর্শ স্লিপার ধরা হয়। কারণ কংক্রিট স্লিপার দীর্ঘকাল টিকে থাকে, পোকামাকড়ে আক্রান্ত করতে পারে না এবং এগুলো দাহ্য নয়। এগুলোর তলদেশ সমতল বিধায় স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
39. দুই বিন্দুর পিজোমেট্রিক লেভেলের পার্থক্যকে কী বলে?
পজিশন হেড
হাইড্রোলিক হেড
ক ও খ উভয়ই
কোনোটিই নয়