MCQ
161. 'যে ভবিষ্যত না ভেবেই কাজ করে' একে এক পদে পরিণত করলে কোনটি হবে?
অপরিণামদর্শী
অবিবেচক
অবিমৃষ্যকারী
অকালজ্ঞানী
162. 'যে রমণী / নারীর স্বামী বিদেশে থাকে' তাকে বলা হয়-
প্রোষিতভর্তৃকা
প্রষিতভর্তৃকা
প্রোষিতভার্য
প্রোসিতভর্তৃকা
163. অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে-
অদ্যন্ত
মূর্খ
অনভিজ্ঞ
অবিমৃষ্যকারী
164. যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে, তাকে কী বলে?
প্রোষিতভর্তৃকা
পোষিতা
প্রবাসিনী
প্রোষিতপত্নীক
165. এক কথায় প্রকাশ করুন: জয়ের জন্য যে উৎসব-
বিজয়জয়ন্তী
জয়ন্তী
বিজয় উৎসব
জয়ান্তী
166. একই সময়ে বর্তমান' এ বাক্যের এক কথায় প্রকাশ হল-
সমসাময়িক
যুগপৎ
সতীর্থ
যুগল
167. এক কথায় প্রকাশ করুন: 'যার স্ত্রী মারা গিয়েছে'-
বিধবা
বিপত্নীক
সপত্নীক
বিপদাত্মক
168. এক কথায় প্রকাশ কর: 'এক থেকে শুরু করে ক্রমাগত'-
ক্রমাগত
একাদিক্রমে
ক্রমবিন্যাস
ক্রমিক
169. 'যে নারীর পতি নেই, পুত্রও নেই' এক কথায় কি হবে?
বিধবা
অবীরা
কাকবন্ধ্যা
পতিপুত্রহীনা
170. সূর্যও যে নারীর মুখ দেখতে পারে না, তাকে এক কথায় কি বলে?
অদৃষ্টসূর্য
অসূর্যম্পশ্যা
অসূর্যদ্রষ্টা
অসূর্যপ্রেক্ষা
171. সুবর্ণ জয়ন্তী কত বছর পূর্তিতে পালিত হয়?
২৫ বছর
৫০ বছর
৬০ বছর
৭৫ বছর
172. যা ভবিষ্যতে ঘটবে?
ভবিষ্যৎ
ভবিষ্য
ভবিতব্য
অভব্য
173. যে নারীর সন্তান বাঁচে না, এক কথায় কি বলে?
মৃতমা
মৃত জননী
মৃতবৎসা
কাক বন্ধ্যা
174. ইন্দ্রিয়কে জয় করেছে যে-
ইন্দ্রজিৎ
জিতেন্দ্রিয়
সন্ন্যাসী
সন্যাসী
175. ষাট বছর পূর্ণ হওয়া উৎসবকে এক কথায় বলে?
হীরক জয়ন্তী
সুবর্ণ জয়ন্তী
রজত জয়ন্তী
প্লাটিনাম জয়ন্তী
176. ডায়মন্ড জুবিলি (Dimond Jubilee) কত বছরে অনুষ্ঠিত হয়?
৫০ বছর
৬০ বছর
৮০ বছর,
৭৫ বছর
177. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, তাকে এক কথায় কি বলে?
পরগাছা
বর্ণচোরা
আগাছা
বনস্পতি
178. যে স্ত্রীলোক / নারী প্রিয় কথা বলে, তাকে বলা হয়-
প্রিয়ংবদা
অবীরা
মাধুকর
কেকা
179. 'পরকে প্রতিপালন করে যে' এক কথায় হবে-
পরভূত
পরভৃৎ
প্রতিপালক
প্রতিপোষক
180. 'একই সময়ে' এর সমার্থক-
সমসাময়িক
যুগপৎ
যুগৎপত
বর্তমান