EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
181. 'বড়ায়ি' কোন কাব্যের চরিত্র?
মনসামঙ্গল
চণ্ডীমঙ্গল
শ্রীকৃষ্ণকীর্তন
পদ্মাবতী
182. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
নবদ্বীপের
মিথিলার
বৃন্দাবনের
বর্ধমানের
183. 'ব্রজবুলি' কোন স্থানের ভাষা?
আসাম
মিথিলা
গৌড়
পশ্চিমবঙ্গ
184. কোন কবির উপাধি 'কবিকণ্ঠহার'?
চণ্ডীদাস
বিদ্যাপতি
মুকুন্দরাম চক্রবর্তী
ভারতচন্দ্র
185. 'মৈথিল কোকিল' খ্যাত কে?
জ্ঞানদাস
গোবিন্দদাস
বিদ্যাপতি
চণ্ডীদাস
186. কোনটি 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের অন্তর্ভুক্ত নয়?
বান খন্ড
তাম্বুল খন্ড
কালিদমন খন্ড
নৌকা খন্ড
187. বৈষ্ণব পদাবলির অবাঙালি কবি কে?
গোবিন্দদাস
জ্ঞানদাস
চণ্ডীদাস
বিদ্যাপতি
188. কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন?
বিদ্যাপতি
জয়দেব
গোবিন্দদাস
এদের কেউ নয়
189. বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে?
চণ্ডীদাস
বিদ্যাপতি
জ্ঞানদা
আলাওল
190. বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?
ফারসি
ব্রজবুলি
মারাঠি
হিন্দি
191. 'ব্রজবুলি' বলতে কী বোঝায়?
ব্রজধামে কথিত ভাষা
মৈথিলি ভাষার একটি উপভাষা
এক রকম কৃত্রিম কবিভাষা
বাংলা ও হিন্দির যোগফল
192. পদাবলির প্রথম কবি কে?
শ্রীচৈতন্য দেব
বিদ্যাপতি
জ্ঞানদাস
চণ্ডীদাস
193. মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
শ্রীকৃষ্ণকীর্তন
চর্যাপদ
নাথ সাহিত্য
বৈষ্ণব পদাবলি
194. বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কী?
মাগধী
অসমিয়া
ব্রজবুলি
জগাখিচুড়ি
195. কে বাংলা ভাষার কবি নন?
জ্ঞানদাস
জয়দেব
মুকুন্দরাম
চণ্ডীদাস
196. ব্রজভাষা কী?
বাংলার ভাষা
ব্রজভূমির ভাষা
বৃন্দাবনের ভাষা
মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
197. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের খণ্ড সংখ্যা-
১৪
১৫
১৩
১২
198. 'ব্রজবুলি'তে কোন কবি পদাবলি রচনা করেন?
চণ্ডীদাস
জ্ঞানদাস
বিদ্যাপতি
গোবিন্দদাস
199. 'ব্রজবুলি'র প্রবর্তক / স্রষ্টা কে?
চণ্ডীদাস
বিদ্যাপতি
আলাওল
রবীন্দ্রনাথ ঠাকুর
200. পদ বা পদাবলি বলতে কি বুঝায়?
কলাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী
পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
বাউল বা মরমী গীতি