EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2221. লোকটি এবং তাঁর দল পাকিস্তানের শত্রু, এবার তাঁরা শান্তি এড়াতে পারবে না' বঙ্গবন্ধু সম্পর্কে এই দম্ভোক্তিকারী ব্যক্তিটি কে?
জেনারেল নিয়াজী
জেনারেল টিক্কা খান
জেনারেল ইয়াহিয়া খান
জেনারেল হামিদ খান
2222. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল ---
১০ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭১
2223. কবে থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয়?
১৯৭১ সালের ২৫ মার্চ
১৯৭১ সালের ২৬ মার্চ
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
১৯৭১ সালের ১০ এপ্রিল
2224. জল্লাদের দরবার কী?
প্রাচীনকালে রাজাদের শাহী দরবারখানা
ফাঁসির আসামিদের ফাঁসি কার্যকর করা জল্লাদদের সংগঠন
ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে নির্মিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান
কোনোটিই নয়
2225. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মুজিবনগর, মেহেরপুর
কালুরঘাট, চট্টগ্রাম
নাটোর, রাজশাহী
2226. কবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়?
১০ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৫ মার্চ, ১৯৭১
2227. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত 'চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন?
বেলাল আহমেদ
এম. এ. আজিজ
আবু হেনা মোস্তফা
এম. আর, আখতার মুকুল
2228. নিচের কোন দুইটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে?
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
বাংলাদেশ ও ফ্রান্স
যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া
বাংলাদেশ ও যুক্তরাজ্য
2229. কবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ হয়?
২৯ মার্চ, ১৯৭১
৩০ মার্চ, ১৯৭১
৩১ মার্চ, ১৯৭১
কোনোটিই নয়
2230. মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন?
শেখ মুজিবুর রহমান
এম. মনসুর আলী
তাজউদ্দিন আহমেদ
আতাউর রহমান খান
2231. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ বা বাতিল করা
১৪তম
১৫তম
১৬তম
১৭তম
2232. শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয়?
২৮ মার্চ রাতে
২৫ মার্চ রাতে
২৬ মার্চ রাতে
২৭ মার্চ রাতে
2233. কবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়?
১০ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৫ মার্চ, ১৯৭১
2234. পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিধান বাংলাদেশের সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়?
দ্বাদশ
ত্রয়োদশ
চতুর্দশ
পঞ্চদশ
2235. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী?
শেখ মুজিবুর রহমান
এম. মনসুর আলী
তাজউদ্দিন আহমেদ
আতাউর রহমান খান
2236. 'চরমপত্র' খ্যাত ব্যক্তিত্ব হচ্ছে--
মাওলানা ভাসানী
ড. মুহম্মদ শহীদুল্লাহ
শহীদ সোহরাওয়ার্দী
এম. আর, আখতার মুকুল
2237. কোন সালে তত্ত্বাবধায়ক সরকারের আইন জাতীয় সংসদে বাতিল বলা হয়?
২০১০
২০১১
২০১২
২০১৩
2238. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৫০ টিতে উন্নীত করা হয়?
একাদশ
পঞ্চদশ
ত্রয়োদশ
চতুর্দশ
2239. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি?
বজ্রকণ্ঠ
জন্ন্যাদের দরবার
চরমপত্র গানের
ডালি
2240. কোন সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
দ্বাদশ
ত্রয়োদশ
চতুর্দশ
পঞ্চদশ