MCQ
1621. জনসংখ্যায় কমনওয়েলথের বৃহত্তম দেশ কোনটি?
কেনিয়া
ভারত
রাশিয়া
চীন
1622. ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা কতটি? / ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কতটি?
২৭
৩০
২৮
কোনটি নয়
1623. ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি কবে ইউরোপীয় ইউনিয়ন নাম ধারণ করে?
১৯৯৩ সালে
১৯৯৪ সালে
১৯৯৫ সালে
১৯৯৮ সালে
1624. ম্যাসট্রিচট কী?
ক্ষেপণাস্ত্রের নাম
জঙ্গী বিমানের নাম
চুক্তির নাম
উপগ্রহের নাম
1625. কমনওয়েলথের একমাত্র ব্যতিক্রম রাষ্ট্র যে ব্রিটিশ শাসনের অধীনে ছিল না—
মোজাম্বিক
পাকিস্তান
অস্ট্রেলিয়া
কানাডা
1626. ম্যাসট্রিচট বা Maastricht কোথায় অবস্থিত?
নেদারল্যান্ডস
ফ্রান্স
ইংল্যান্ড
জার্মানি
1627. কত তারিখে ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি (ইইসি) সৃষ্টি হয়? / কত তারিখে ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয়?
১৫ মার্চ, ১৯৪৭
২০ আগস্ট, ১৯৫০
২৫ মার্চ, ১৯৫৭
২৫ জুলাই, ১৯৫৯
1628. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
NAFTA
ASEAN
EU
MERCUSOR
1629. পূর্বতন ব্রিটিশ শাসিত কোন দেশ কমনওয়েলথের সদস্য নয়?
গ্যাবন
নাইজেরিয়া
কোরিয়া
মায়ানমার
1630. কোন দেশ কমনওয়েলথ সংস্থা থেকে নিজেকে প্রত্যাহার করেছে?
নাইজেরিয়া
পাকিস্তান
সাউথ আফ্রিকা
জিম্বাবুয়ে
1631. কোন চুক্তির মাধ্যমে ইইসি বা EEC প্রতিষ্ঠা লাভ করে?
রোম চুক্তি
ম্যাসট্রিক্ট চুক্তি
ভিয়েনা কনভেনশন
ব্রাসেলস কনভেনশন
1632. EU পূর্ণরূপ কী?
European Union
Evangalic University
English University
European Understanding
1633. সর্বশেষ কোন দেশটি কমনওয়েলথ ত্যাগ করে?
পাকিস্তান
সুদান
জাম্বিয়া
জিম্বাবুয়ে
1634. যে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়—
প্যারিস
ব্রাসেলস
বন
মাসট্রিচট
1635. নিচের কোন দেশটি EEC গঠন করার সময় এর উদ্যোক্তা ছিল না?
বেলজিয়াম
ফ্রান্স
ইতালি
যুক্তরাজ্য
1636. কত সালে অভিন্ন ইউরো মুদ্রা চালু করার জন্য ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয়?
১৯৯২
১৯৯৩
১৯৯৪
১৯৯৫
1637. আয়তন ও জনসংখ্যায় কমনওয়েলথের ক্ষুদ্রতম দেশ কোনটি?
নাউরু
কেনিয়া
অস্ট্রেলিয়া
ভারত
1638. কত সালে রোম চুক্তি স্বাক্ষরিত হয়?
১৫ মার্চ, ১৯৪৭
২৫ মার্চ, ১৯৫৭
২৫ জুলাই, ১৯৫৯
২০ আগস্ট, ১৯৫০
1639. ২০২২ সালের ২৪-২৫ জুন ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়--
কলকাতা, ভারত
লন্ডন, যুক্তরাজ্য
কিগালি, রুয়ান্ডা
ঢাকা, বাংলাদেশ
1640. সালে কমনওয়েলথের ২৭তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
সামোয়া
ভারত
পাকিস্তান
শ্রীলংকা