MCQ
1721. কোন দেশকে আরব বসন্তের সূতিকাগার বলা হয়?
মিশর
তিউনিসিয়া
ইরা
সিরিয়া
1722. আফ্রিকার শৃঙ্গ কোথায় অবস্থিত?
উত্তর-পূর্ব আফ্রিকা
দক্ষিণ-পূর্ব আফ্রিকা
মধ্য আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
1723. আরব বসন্তের সূচনা কোথায় হয়?
মিশর
তিউনিসিয়া
ইরা
সিরিয়া
1724. জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলরের নাম কী?/ জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?
অ্যাঞ্জেলা মার্কেল
শ্রোয়েডার
হেলমুট কোল
হেলমুট স্মিথ
1725. কোন দেশটি ১৮১৫ সাল থেকে অদ্যবধি কোন যুদ্ধ করেনি?
জাপান
নরওয়ে
সুইজারল্যান্ড
সুইডেন
1726. 'মেইন ক্যাম্প'কে বলা হয় --
ফ্যাসিবাদের বাইবেল
গণতন্ত্রের বাইবেল
নাৎসীবাদের বাইবেল
পুঁজিবাদের বাইবেল
1727. সুইজারল্যান্ডের কতটি রাজ্য বা প্রদেশ রয়েছে?
২১
২৩
২৫
২৬
1728. কবে ও কোথায় আরব বসন্তের সূচনা হয়?/ আরব বসন্তের সূচনা হয়--
২০০৭ সালের জানুয়ারিতে মিশরে
২০০৯ সালের মার্চে মরকোয়
২০১০ সালের ডিসেম্বরে তিউনিশিয়ায়
২০১৪ সালের জুনে বাহরাইনে
1729. সুইজারল্যান্ডের কতটি ক্যান্টন রয়েছে?
২১
২৩
২৫
২৬
1730. কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 'Thirty Years War' এর পরিসমাপ্তি ঘটে?
প্যারিস চুক্তি, ১৭৮৩
ওয়েস্টিফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮
ভার্সাই চুক্তি, ১৯১৯
লুজান চুক্তি, ১৯২৩
1731. আন্তর্জাতিক ক্ষেত্রে সুইজারল্যান্ডের মর্যাদা কী?
জোট নিরপেক্ষ
নিরপেক্ষ
নিরপেক্ষতা
পশ্চিমের মিত্র
1732. আরব বসন্ত বলতে কী বোঝায়?
আরব অঞ্চলে বসন্তকাল
আরবিয় মহিলাদের ক্ষমতায়ন
আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
আরব রাজতন্ত্র
1733. 'Mein Kampf' কার আত্মজীবনীমূলক গ্রন্থ? / 'মেইন ক্যাম্প' গ্রন্থের রচয়িতা কে?
চার্চিল
হোমার
শেক্সপিয়ার
হিটলার
1734. কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 'ত্রিশ বছরের যুদ্ধ' এর পরিসমাপ্তি ঘটে?
প্যারিস চুক্তি, ১৭৮৩
ওয়েস্টিফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮
ভার্সাই চুক্তি, ১৯১৯
লুজান চুক্তি, ১৯২৩
1735. সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম কী?
অ্যাঞ্জেলা মার্কেল
ওলাফ শলৎস (৯ম)
হেলমুট স্মিথ
শ্রোয়েডার
1736. অ্যাঞ্জেলা মার্কেল কতবারের মতো জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হোন?
২য়
৪র্থ
৩য়
৫ম
1737. জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম কী?
অ্যাঞ্জেলা মার্কেল
ওলাফ শলৎস (৯ম)
হেলমুট স্মিথ
শ্রোয়েডার
1738. উত্তর আফ্রিকান দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?
জ্যামিতিক সীমারেখা
ঔপনিবেশিক সীমারেখা
উপজাতি সীমারেখা
অচিহ্নিত সীমারেখা
1739. কোন দেশ সর্বপ্রথম প্রবীণদের জন্য পেনশন চালু করে?
ইতালি
সুইডেন
জার্মানি
গ্রিস
1740. ২০২১ সালের ৮ ডিসেম্বরের নির্বাচনে জার্মানিতে কোন রাজনৈতিক দল বিজয়ী হয়?
CSU (Communist Democratic Party)
FDP (Federal Democratic Party)
CDU (Conservative Democratic Party)
SDP (Social Democratic Party)