MCQ
41. জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা UNODC-র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
রোম
ভিয়েনা
জেনেভা
পিটসবার্গ
42. বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?
১৯৭২
১৯৭৩
১৯৭৪
১৯৭৫
43. কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?
৫ জুন
১০ জুন
২০ জুন
২৫ জুন
44. '২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে হবে'- এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভীষ্ট লক্ষ্য?
টার্গেট ১-১
টার্গেট ১-২
টার্গেট ১-৩
টার্গেট ১-৪
45. বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
আফগানিস্তান
মায়ানমার
পেরু
মালি
46. সিয়াচেন হিমবার (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
ভারত ও চীন
নেপাল ও চীন
পাকিস্তান ও চীন
ভারত ও পাকিস্তান
47. 'Friday For Future' কোন ধরনের আন্দোলন?
ধর্মীয় আন্দোলন
পরিবেশবাদী আন্দোলন
শান্তিবাদী আন্দোলন
গণতান্ত্রিক আন্দোলন
48. উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট 'জি-৭৭' এর বর্তমান সদস্য সংখ্যা কত?
১০৫
১২৫
১১৫
১৩৫
49. বৈশ্বিক শান্তিসূচক-২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো-
আইসল্যান্ড
জাপান
সিঙ্গাপুর
সুইজারল্যান্ড
50. 'বার বিধি' (The Twelve Tables) কী?
রোমান আইনের ভিত্তি
স্থাপত্যের ১২টি নির্দেশনা
ফুটবল খেলার নিয়মাবলি
স্থানীয়/দেশি খেলা
51. আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?
২ বৎসর
৩ বৎসর
৬ বৎসর
৯ বৎসর
52. নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত 'MbPS' এর পূর্ণরূপ কী?
Megabytes per second
Megabits per second
Megabits per second
কোনোটিই নয়
53. বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল-
সৌদি আরব
কুয়েত
ওমান
জর্ডান
54. নিচের কোন প্রযুক্তি Face Recognition সিস্টেমে ব্যবহার করা হয়?
Applied Al
Applied IoT
Virtual Reality
কোনোটিই নয়
55. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?
জলবায়ু কার্যক্রম
মানসম্মত শিক্ষা
দারিদ্র্য বিমোচন
শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
56. জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention of Biological Diversity) হচ্ছে-
কার্টাগোনা প্রটোকল
মন্ট্রিল প্রটোকল
কিয়াটো প্রটোকল
প্যারিস চুক্তি
57. কপ-২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?
শরণার্থীর অধিকার
জ্বালানি নিরাপত্তা
সমুদ্র সীমানা
জলবায়ু পরিবর্তন
58. বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়?
১৯৭৪
২০১১
২০১৩
২০১৫
59. বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে-
চীন
জাপান
ডেনমার্ক
সুইডেন
60. আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত?
ইরান
জর্ডান
ইরাক
সিরিয়া