EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
3081. জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণবৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে?
২১ ফেব্রুয়ারি
২১ মার্চ
২৪ অক্টোবর
১০ ডিসেম্বর
3082. 'ভোমরা' স্থলবন্দরটি কোথায় অবস্থিত?
যশোর
সিলেট
দিনাজপুর
সাতক্ষীরা
3083. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
দক্ষিণ তালপট্টি
সেন্টমার্টিন
নিঝুম দ্বীপ
ভোলা
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ। তবে সেন্টমার্টিন দ্বীপেরই বিচ্ছিন্ন অংশ ছেড়া দ্বীপ হলো দক্ষিণের সর্বশেষ বিন্দু। ভোলা বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ। দক্ষিণ তালপট্টি বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী দ্বীপ। বর্তমানে এ দ্বীপটির অস্তিত্ব নেই।
3084. কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয়?
গেওয়া
ধুন্দল
গর্জন
সুন্দরী
3085. ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন।
নুরুল আমিন
আতাউর রহমান
খাজা নাজিমউদ্দীন
আবু হোসেন সরকার
3086. বাংলাদেশে মাতৃপ্রধান উপজাতি কারা?
চাকমা
মুরং
ঘুমি
খাসিয়া
3088. আন্তর্জাতিক সালিশী আদালত কোথায় অবস্থিত?
জেনেভায়
প্যারিসে
লন্ডনে
হেগে
3089. পাকিস্তানে কত শতাংশ মানুষ বাংলাভাষী ছিল?
৪৮
৫৬
৬৬
3090. বিশ্বের গভীরতম হ্রদের নাম কি?
বৈকাল
কাম্পিয়ান
লেক সুপিরিয়র
চিলকা
3091. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
খাগড়াছড়ি জেলায়
রাঙামাটি জেলায়
বান্দরবান জেলায়
কক্সবাজার জেলায়
ব্যাখ্যা: পার্বত্য জেলা খাগড়াছড়ির দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আলুটিলা গুহা, রিছাং ঝরনা, হর্টিকালচার পার্ক, মায়াবিনী লেক, শান্তিপুর অরণ্য কুটির ইত্যাদি। খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় সমুদ্র সমতল থেকে ৩০০০ ফুট উচ্চতাবিশিষ্ট আলুটিলা বা আরবারী পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। এ গুহাটি খুবই অন্ধকার ও শীতল, যার তলদেশে রয়েছে প্রবহমান ঝরনা।
3092. সিলেট জেলার হরিপুরে নিচের কোন খনিজটি পাওয়া যায়?
প্রাকৃতিক গ্যাস
খনিজ তেল
কয়লা
চীনামাটি
3093. বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
IDA credit-এর মাধ্যমে
IMF-এর bailout package-এর মাধ্যমে
প্রবাসীদের পাঠানো remittance-এর মাধ্যমে
বিশ্বব্যাংকের budgetary support-এর মাধ্যমে
ব্যাখ্যা: বাংলাদেশের রপ্তানির তুলনায় আমদানি বেশি হওয়ায় বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্য দেশের বিপক্ষে থাকে। এক্ষেত্রে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স বাণিজ্য ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২০-২১ অর্থবছরে সাময়িক হিসাবে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যে ১৭,২২৭ মিলিয়ন মার্কিন ডলার ঘাটতি ছিল এবং এ সময় রেমিট্যান্স প্রাপ্তির পরিমাণ ছিল ২০,৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার। ফলে দেশের বৈদেশিক লেনদেনের সার্বিক ভারসাম্যে ৭,৪৯৮ মিলিয়ন মার্কিন ডলার উদ্বৃত্ত সৃষ্টি হয়।
3094. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
দ্বি-জাতিতত্ত্ব
সামাজিক চেতনা
অসাম্প্রদায়িকতা
বাঙালি জাতীয়তাবাদ
3095. গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
উন্নত
উন্নয়নশীল
অনুন্নত
ঔপনিবেশিক
3096. নিচের কোনটি সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায়?
সিলিকন
গ্লিসারিন
ইথানল
সোডিয়াম
3097. কোন উপজাতিটির আবাসস্থল 'বিরিশিরি' নেত্রকোনায়?
সাঁওতাল
গারো
খাসিয়া
মুরং
ব্যাখ্যা: বাংলাদেশের অন্যতম উপজাতি গারো। ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায় এদের মূল ঘাঁটি। তাছাড়া শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলভীবাজার জেলায়ও গারোরা বাস করে। বিরিশিরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি রয়েছে।
3098. ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
আতাউর রহমান খান
নুরুল আমিন
খাজা নাজিমুদ্দিন
আবু হোসেন সরকার
3099. পৃথিবীর বৃহত্তম বনাঞ্জল কোনটি?
সাভানা
কিনাবালু
সুন্দরবন
তৈগা
3100. সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?
অনুচ্ছেদ ২২
অনুচ্ছেদ ২৩
অনুচ্ছেদ ২৪
অনুচ্ছেদ ২৫
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ২৫ নং অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হবে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের নীতিসমূহের প্রতি শ্রদ্ধা। অন্যদিকে ২২, ২৩ এবং ২৪ নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় যথাক্রমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, জাতীয় সংস্কৃতি এবং জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি।