MCQ
321. রেল লাইনের Standard Gause-
১৬৭৬ মি.মি.
১৪৩৬ মি.মি.
১৫৪২ মি.মি.
১০০০ মি.মি.
ব্যাখ্যা: রেল লাইনের ব্রড গেজের মাপ - ১৬৭৬ মি.মি.
রেল লাইনের Standard Gause - ১৪৩৬ মি.মি.
রেল লাইনের মিটার গেজের মাপ - ১০০০ মি.মি.
রেল লাইনের ন্যারো গেজের মাপ - ৬১০ মি.মি. থেকে ৭৬২ মি.মি.
322. সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ-
10.33 kg/cm²
1.033 kg/cm²
1.03 kg/cm²
10.3 kg/cm²
ব্যাখ্যা: ব্যাখ্যা: সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের গড় চাপ প্রতি বর্গ সেমি- তে 1.033kg. যা পানির 10.336m ও পারদের
76cm উচ্চতার সমান।
323. তরল পদার্থের অনুভূমিক একই সরল রেখায় সব বিন্দুতে চাপের তীব্রতা-
বেশি
কম
সমান
শূন্য
324. ম চাপ বলা হয় আদর্শ বায়ুর চাপ ও গেজ চাপের-
গুণফলকে
যোগফলকে
বিয়োগফলকে
ভাগফলকে
ব্যাখ্যা: ব্যাখ্যা: পরম চাপঃ
• পরম চাপ = বায়ুচাপ + গেজ চাপ
• পরম চাপ = বায়ুচাপ - ভ্যাকুয়াম চাপ
325. চাপ তরল সংলগ্ন পাত্রের ওপর কীভাবে ক্রিয়া করে?
আড়াআড়ি
লম্বভাবে
সমান্তরাল
সব কয়টি
326. Cusec দ্বারা বোঝায়-
1 ft³/ sec
1 cm³/ sec²
1 m³/ sec
1 m³/ sec²
327. প্রতি একক ক্ষেত্রের ওপর যে বল ক্রিয়া করে, তাকে বলে-
চাপ
তীব্রচাপ
তাপ
নিম্নচাপ
ব্যাখ্যা: ব্যাখ্যা: চাপ: কোনো পদার্থের প্রতি একক ক্ষেত্রে প্রযুক্ত বলকে চাপ বলে।
চাপ, P = প্রযুক্ত বল (F)/ক্ষেত্রফল (A)
328. পানির স্তম্ভের হিসাবে বায়ুমন্ডলীয় চাপ -এর পরিমাণ-
৭.৫ মি.
৮.৫ মি.
৯.৮১ মি.
১০.৩০ মি.
329. তরল পদার্থের তলদেশের চাপের তীব্রতা-
সমান
কম
শূন্য
বেশি
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমরা জানি, তরল পদার্থের চাপের তীব্রতা এর গভীরতার সমানুপাতিক। অর্থাৎ, এর গভীরতা যত বৃদ্ধি পাবে চাপের তীব্রতাও তত বৃদ্ধি পাবে। তাই তরল পদার্থের তলদেশে চাপের তীব্রতা সর্বাধিক এবং উপরিতলে উচ্চতা হওয়ায় সেখানে চাপের তীব্রতাও শূন্য।
330. সমুদ্র পৃষ্ঠে বাতাসের স্বাভাবিক চাপ কত?
72 cm
76 cm
80 cm
90 cm
331. বাতাস একটি সংকোচনশীল পদার্থ; সেজন্য বিভিন্ন উচ্চতায় এর-
চাপ ভিন্ন
ঘনত্ব ভিন্ন
আয়তন ভিন্ন
কোনোটিই নয়
332. আয়তন অনুযায়ী বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায়-
৫০%
৩৫%
৩০%
২৫%
333. কোন তেলের আপেক্ষিক ওজন এর আপেক্ষিক গুরুত্ব হবে-
15 gm/cm³
15 gm/cm²
0.75
1.0 kg
334. কং ক্রিটের সংকোচন শক্তি এবং প্রসারণ শক্তি- এর অনুপাত সাধারণত-
৫
১০
১/৫
১/১০
335. Ventilation এর উদ্দেশ্যে ব্যবহৃত pipe -কে বলা হয়-
Soil pipe
Waste pipe
Vent pipe
Siphon pipe
336. ইনটেনসিটি অব প্রেসারের সূত্র-
P = WH
P=WH’
ρ=ωH
P=mh
ব্যাখ্যা: ব্যাখ্যা: চাপের তীব্রতা: তরলের অভ্যন্তরে একক ক্ষেত্রের উপর যে চাপ প্রযুক্ত হয়, তাকে চাপের তীব্রতা বলে।
ধরি, H = তরলের গভীরতা।
ω= তরলের আপেক্ষিক ওজন।
.. পাত্রের তরলের আয়তন = AXH
এবং পাত্রে তরলের ওজন= AxHxω
.: চাপের তীব্রতা = তরলের ওজন/ পাত্রের তলদেশের ক্ষেত্রফল
ρ=(ωAH)/A= ωH
337. নেগেটিভ প্রেসার বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা-
কম
বেশি
সমান
শূন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: নেগেটিভ প্রেসার: তরলের গেজ চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম হলে ঐ চাপকে ভ্যাকুয়াম চাপ বা নেগেটিভ প্রেসার বলে। সুতরাং সংজ্ঞা হতেই পাই নেগেটিভ প্রেসার বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা কম।
338. বায়বীয় প্রবাহীর চাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়-
ম্যানোমিটার
অ্যাভোমিটার
ব্যারোমিটার
পিজোমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: (ক) ম্যানোমিটার: তরলের চাপ পরিমাপে এটি ব্যবহৃত হয়। এটি পিজোমিটারের উন্নত রূপ।
(খ) ব্যারোমিটার: বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করার যন্ত্রকে ব্যারোমিটার বলে।
(গ) অ্যাভোমিটার: এক ধরনের বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র, যার সাহায্যে এসি ও ডিসি কারেন্ট, এসি ও ডিসি ভোল্টেজ, রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়।
(ঘ) পিজোমিটার: এটি এক ধরনের প্রেসার গেজ বা চাপমান যন্ত্র, যা তরল পদার্থপূর্ণ পাইপ বা পাত্রের চাপ মাপার জন্য ব্যবহার করা হয়। পিজোমিটার-এর সাহায্যে নেগেটিভ প্রেসার মাপা অসুবিধাজনক ও গ্যাসের চাপ নির্ণয় করা যায় না।
339. প্রতি ৫ কেজি/বর্গ সেন্টিমিটার চাপের সমতুল্য পানির স্তম্ভেও উচ্চতা-
৫ মিটার
২.৫ মিটার
৫০ মিটার
২৫ মিটার
340. তরল পদার্থের উপরিতলের চাপের তীব্রতা-
শূন্য
বেশি
কম
সমান