EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

RCC ডিজাইন MCQ
21. ৬০ গ্রেড ইস্পাত এর মূল বৈশিষ্ট্য কী?
আলটিমেট স্ট্রেস্থ ৬০,০০০ পিএসআই
ইন্ড স্ট্রেন্থ ৬০,০০০ পিএসআই
ইলোনগেশন ৬০%
কনভার্ট এলিভেশন
ব্যাখ্যা: তথ্য: ৬০ গ্রেড স্টিল বলতে স্টিলের নমনীয় বিন্দুর শক্তি ৬০,০০০ পিএসআই গ্রেড বলে। উত্তর: খ
22. 40 grade reinfocement- এর অর্থ কী?
Ld = 40 inch
fy = 40 ksi
fy = 40 ksi
fs = 40 ksi
ব্যাখ্যা: Answer: (c) fy = 40 ksi
23. সিমেন্টের কোন পরীক্ষার vicat Apparatus ব্যবহার করা হয়?
Initial setting time
Final setting time
Normal consistency
ওপরের সব গুলো
ব্যাখ্যা: তথ্য: Initial setting time, Final setting time, Normal consistency পরীক্ষার vicat Apparatus ব্যবহার করা হয়। সঠিক উত্তর (ঘ)।
24. এক ম্যাগা প্যাসকেল বল সমান কত পিএসআই?
১০ পিএসআই
২৭ পিএসআই
১০০ পিএসআই
১৪৫ পিএসআই
25. Simply aupported reinforced concrete beam main reinforcement কোথায় দেয়া হয়?
Neutral axix- এর নিচে
Neutral axix
Neutral axix -এর উপরে
উপরের যেকোনো স্থানে
ব্যাখ্যা: তথ্য: Simply aupported reinforced concrete beam. main reinforcement এ উত্তর: ক.
26. একটি আরসিসি বিমের ন্যূনতম মূল ইস্পাতের পরিমান হবে-
১%
0.00001 fy
200/fy
কোনটি নয়
ব্যাখ্যা: তথ্য: মনে রাখা জরুরী, MKS পদ্ধতি ন্যূনতম মূল ইস্পাতে পরিমাণ হবে - 1.38/fy এবং FPS পদ্ধতিতে ন্যূনতম মূল ইস্পাতে পরিমান হবে ২০০/ fy. উত্তর:গ
28. coulambs law অনুযায়ী মাটির shearing strenght হবে-
c-p tanØ
c-c tan
c + p tan
p + c tan
ব্যাখ্যা: তথ্য: where, c = cohesion, P=normal stress on the plane andØ angle of internal friction.
29. একটি ক্যানটিলিভার বীমের উপর সমভাবে বিস্তৃত লোড প্রতি একক দৈর্ঘ্যের হলে, বীমটির সর্বোচ্চ ভ্রামক হবে -
WL²/4
WL²/2
WL²/8
WL³/12
30. ACI Code অনুযায়ী Reinforced concrete beam এ steel reinforcement এর minimum clear cover কত-
1 inch
1.5 inch
3/4 inch
2 inch
ব্যাখ্যা: তথ্য: কোড অনুযায়ী কনক্রিটের নূন্যতম কভারিং নিম্নরূপ: ১. স্ল্যাব এবং দেয়ালের জন্য মুক্ত কভারিং সেমি = ইঞ্চি ২. বীম এবং কলামের ক্ষেত্রে মুক্ত কভারিং = সেমি = ১.৫ ইঞ্চি। সঠিক উত্তর: (c) 1.5 inch
32. ৪ ইঞ্চি পুরুতে আর সি সি স্লাব প্রতি বর্গফুটের ওজন হবে-
১৫০ পাউন্ড
৫০ পাউন্ড
১০০ পাউন্ড
উপরের কোনটিই নয়
33. ক্যান্টিলিভার বীমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হয়।
সার্পোটে
মাঝখানে
প্রাপ্ত হতে ১/৪ দূরে
প্রাপ্ত হতে১/৩দূরে
34. RCC beam stirrup কেনো দেয়া হয়?
Flexural stress নেয়ার জন্য
concrete -কে ধরে রাখার জন্য
shear stress নেয়ার জন্য
শুধুমাএ main reinforcement -কে যথাস্থানে রাখার জন্য
36. একটি Simply supported uniformly loaded beam - এর সর্বোচ্চ bending moment হয় -
মাঝখানে
প্রান্তদ্বয়ে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
ব্যাখ্যা: তথ্য: একটি Simply supported uniformly loaded beam এর সর্বোচ্চ শিয়ার ফোর্স উৎপন্ন হবে প্রান্তদ্বয়ের এবং সর্বোচ্চ বেল্ডিং মোমেন্ট উৎপন্ন হবে মাঝখানে। উত্তর: ক
37. ব্যবহারের পূর্বে pre-stress concrete girder- pre - stressing tendon দিয়ে-
Tension Zone এ Tension প্রয়োগ করা হয়।
Tension Zone এ compression প্রয়োগ করা হয়
compression Zone এ Tension প্রয়োগ করা হয়
compression Zone এ compression প্রয়োগ করা ঘয়।
ব্যাখ্যা: তথ্য: প্রি-স্ট্রেসড কংক্রিট হল কংক্রিটের একটি রুপ যেখানে বাহ্যিক লোড প্রয়োগ করার আগে কংক্রিটের প্রাথমিক সংকোচন দেওয়া হয় যাতে পরবর্তী সময়কালে বাহ্যিক লোডের চাপ কাঙ্খিত পরিমানে প্রতিহত হয়। এই প্রাথমিক সংকোচনটি কংক্রিটের অংশে অবস্থিত উচ্চ শক্তির ইস্পাত তার(যাকে বলা হয় 'টেন্ডন') দ্বারা প্রবর্তিত। আসুন কনফিউশন দূর করি: অনেকে ভাবে, Pre- stressing tendon দিয়ে Tension Zone প্রয়োগ করা হয় কিন্তু এটা ভুল। মূলত, Tension Zone এর tendon এ Tension প্রয়োগ করা হয় এবং এই টেনশন কনক্রিটে compression হিসেবে প্রবর্তিত হয়। সুতরাং সঠিক উত্তর: খ ।
38. দুটি সম স্প্যান বিশিষ্ট continuous slab এর প্রত্যেক span-এ center এর নিকট সর্বোচ্চ bending moment হবে-
WL²/8
WL²/10
WL²/2
WL²/12
ব্যাখ্যা: তথ্য: প্রশ্ন দেখে নিশ্চই ভয় পেয়েছেন। এ গুলোকে বলে গুগলি টাইপের প্রশ্ন। মূল ব্যাপার হলো- দুটি সম স্প্যান বিশিষ্ট continuous slab কে বলে আংশিক অবিচ্ছিন্ন বীম। যার প্রত্যেক WL span এ সর্ব্বোচ্চ bending moment = হবে WL²/10. সঠিক উত্তর: B নোট: দুটি না বলে যদি ৩টি স্প্যান বলতো তবে পুরোপুরি অবিচ্ছিন্ন বীম হিসাবে সর্ব্বোচ্চ moment WL²/12 হতো।
39. D পুরুত্ব বিশিষ্ট একটি slap এর main reinforcement এর সর্বোচ্চ spacing -
1d
2d
3d
4d
40. ACI Code অনুযায়ী slab এর minimum thickness কত-
L/12
Perimeter/180
4 inch
5 inch
ব্যাখ্যা: তথ্য: ACI Code অনুযায়ী slab এর minimum thickness 4 inch বা ৯ সেমি এর কম হবে না। সঠিক উত্তর: (b) 4 inch