হাইড্রোলিক্স MCQ
621. পানির unit weight-
৫০ পাউন্ড/ঘনফুট
৬২.৫০ পাউন্ড/ঘনফুট
৯০.৫০ পাউন্ড/ঘনফুট
১০০.৫ পাউন্ড/ঘনফুট
622. কোন যন্ত্রে বার্নোলির সূত্র ব্যবহার করা হয়? [DWASA-20]
ভেনচুরিমিটার
পিটটটিউব
অরিফিস
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: তরল পদার্থবিদ্যাতে বার্নোলি-এর নীতিটি বলেছে যে, তরলের সম্ভাব্য শক্তিগুলোর চাপে হ্রাস বা হ্রাসের সাথে সাথে তরলের গতি বৃদ্ধি পায়, এই নীতিটি ড্যানিয়েল বার্নোলি নামেও পরিচিত।
623. কোনো প্রবাহের Reynolds নাম্বর ২১৫০ হলে, তা কী ধরনের প্রবাহ? [BWDB-20]
ক্রিটিক্যাল ফ্লো
ল্যামিনার
অবাধ্য/টার্বুলেন্ট
সুটিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাইপের মধ্য দিয়ে প্রবাহের উপর নির্ভর করে
ফ্লো প্রধানত তিন প্রকার, যথা-
(১) Laminar flow-Re < 2000
(২) Transition flow (or critical zone)- Re
> 2000 and R < 4000
(৩) Turbulent flow-Re > 4000.
624. প্রবাহিত একটি পানি কণার সর্বমোট শক্তি হলো-
Potential energy + Pressure energy
Potential energy + Kinetic energy + Pressure energy
Potential energy + Kinetic energy + Pressure energy
Kinetic energy + Pressure energy
625. একটি পাম্প 0.003 m³/s হারে 15m উচ্চতায় পানি তোলে। যদি দক্ষতা 80% হয় তবে পাম্প পরিচালনায় প্রয়োজনীয় শক্তি - [BADC-22]
0.716 kW
0.55181 kW
0.2231 kW
0.8932 kW
ব্যাখ্যা: ব্যাখ্যা:
দেওয়া আছে,
Q = 0.003 m^3/s
h = 15m
π = 80 %
= 0.8
Pm = ?
ρ = 1000kg/m^3
g = 9.81 m/s^2
আমরা জানি,
π = ( p_(n ))/p_(m )
p_(m ) = Qρgh/π
= (0.003*1000*9.81*15)/0.8
= 551.8125W
= 0.55181kW
626. একটি Drain থেকে ১০০ Cusec পানি ২৪ ঘণ্টা ধরে প্রবাহিত হলে প্রবাহিত পানির পরিমাণ- [MOCA-19, BB-21]
৮:৬,৪০,০০০ ঘনফুট
৮,৬৪০০০ ঘনফুট
৬৮৪ ঘনফুট
৮,৬৪০ ঘনফুট
ব্যাখ্যা: ব্যাখ্যা: V = ১০০ x ২৪ × ৩৬০০ = ৮৬,৪০,০০০ ft
627. দিনে মাথাপিছু পানি ব্যবহারের গড় পরিমাণ-
২০ গ্যালন
৫০ গ্যালন
৮০ গ্যালন
১০০ গ্যালন
ব্যাখ্যা: দৈনিক মাথাপিছু পানি ব্যবহারের গড় পরিমাণ 20 গ্যালন বা
135 লিটার।
628. Capillary action সবচেয়ে বেশি হবে-
Coarse sand-এ
Silt-এ
Clay-তে
Find sand-এ
ব্যাখ্যা: কৈশিক নলের ভেতর দিয়ে তরল প্রবাহের ঘটনাকে কৈশিকতা বা Capillary action বলা হয়। কাদামাটি তরলের ন্যায় বিধায় clay-এর capillary action বেশি।
629. পানির Suction head এবং Delivery head যথাক্রমে-
১৫"-০"/১৫'-০"
২৮'-০" পাম্পের ক্ষমতানুযায়ী
80'-০"/80'-০"
৪৫'-০"/৪৫'-০"
ব্যাখ্যা: পানির Suction এবং Delivery যথাক্রমে 28-1" এবং Head 50'। এই পাম্পের সাহায্যে নদী বা গভীর নলকূব্ধ থেকে পানি তোলা যায়। পানির স্তর 29' এর মধ্যে থাকতে হবে।
630. এক মাইক্রো বলা হয়-
107
108
109
10-6
ব্যাখ্যা: মাইক্রো =107 ন্যানো = 108
1 গিগা = -10-9 । মেগা = 106
631. এক বায়ুমণ্ডলীয় চাপ সমান- [TTC-21]
১৪.৭ কেজি/সেমি_2
১ কেজি/মি_2
১.০৩৩ কেজি/সেমি_2
১.০৩৩ কেজি/মি_2
ব্যাখ্যা: ব্যাখ্যা: 76cm হতে কিছু লম্বা এক মুখ খোলা একটি কাচনলে পারদ ভর্তি করে নলের খোলা মুখ অপর একটি পারদপূর্ণ পাত্রে ডুবালে কাচনলের পারদ কিছুটা নিচে নামবে এবং পাত্রের পারদের তল হতে নলের পারদ 76cm উচ্চতায় স্থির থাকবে।
.: P = hps
= 76(cm)x 1(gm/cm^3) x 13.6
= 1033.6 (cm-gm)/(cm^3 ) = 1033.6 gm/(cm^3 )
= 1033.6kg / 1000cm = 1.033 kg/(cm^3 )
632. তরলের বেগ পাইপের কেন্দ্রে- [DMLC-21]
কম
বেশি
সমান
শূন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: তরল প্রবাহিত হওয়ার সময় ঘর্ষণ, দিক পরিবর্তন ইত্যাদি কারণে এর পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে কিনারার দিকে তরলের বেগ তুলনামূলক কিছুটা কম হয় এজন্য পাইপে প্রবাহিত তরলের কেন্দ্রে বেগ সর্বোচ্চ থাকে।
633. সূক্ষভাবে পানির হেড মাপতে কোন গেজ ব্যবহৃত হয়? [BGFCL-21]
ফ্লোট গেজ
হুক গেজ
স্টাফ গেজ
টাইড গেজ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফ্লোট গেজ হলো স্টোরেজ ট্যাঙ্কের জন্য একটি সাধারণ
অর্থনৈতিক লেভেল পরিমাপক যন্ত্র। হুক গেজ মাইক্রোমিটার যা হুক গেজ ইভাপরিমিটার নামেও পরিচিত, প্রতিদিন এটি বাষ্পীভবন প্যানগুলোতে পানির গভীরতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। স্টাফ গেজ একটি বড় স্কেলের মতো, যা পানির স্তর পরিমাপ করতে ব্যবহৃত হয়। টাইড গেজ যা একটি আধুনিক জল স্তর পর্যবেক্ষণ কেন্দ্রের একটি উপাদান, সেন্সর দিয়ে লাগানো হয়, যা ক্রমাগত জলের উচ্চতা রেকর্ড করে। সেন্সর ব্যবহৃত হয় বিধায় টাইড গেজ দিয়ে সূক্ষ্মভাবে পানির জাইয়ান্ডাল হেড মাপা সম্ভব হয়।
634. পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ- [BPSC-20]
কমে
স্থির থাকে
বাড়ে
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ বাড়ে। কারণ- তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ বিন্দুর গভীরতা x তরলের ঘনত্ব ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণ।
অর্থাৎ, P = hpg.
635. কোন ওয়াটার বডির ফ্রি-সার্ফেসের ৫ মিটার নিচে প্যাসকেল ইউনিটে চাপ কত? [BGFCL-21]
৬০০৫০
৬৭০৬৮
৮৯০৭০
৪৯০৫০
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা:
h = 5m
p = 1000 kg/m²
g = 9.81
আমরা জানি, P = hpg
=5x9.81 x 1000 = 49050 N/m² = 49050 Pa
636. ১ মিটার চওড়া একটি আয়তকার Weir এর উপর দিয়ে প্রবাহিত পানির স্থির হেড ৫০ সেমি। প্রবাহের সহগ Cd = 0.60 হলে, লিটার/সেকেন্ড এককে প্রবাহ কত হবে? [BWDB-20]
৬১২
৬১৮
৬২৬
৬৩২
ব্যাখ্যা: ব্যাখ্যা: We know, Q = 2/3 c_d B √(2g ) H^(3/2)
= 2/3 x 0.60 x 1 x √(2 x 9.81) x 0.5^(3/2) x 1000
= 626.42 litre/ sec
637. নদীতে পানির প্রবাহ হয়-
নদীর গভীরতার জন্য
নদীর প্রশস্ততার জন্য
Hydraulic gradient-এর জন্য
পানির পরিমাপের জন্য
638. Pitot tube দিয়ে কী মাপা হয়? [BPSC-20]
Stagnation point-এর বেগ
Stagnation pressure
Static pressure
Dynamic pressure
ব্যাখ্যা: ব্যাখ্যা: Pitot tube দিয়ে দুই ধরনের চাপ পরিমাপ করা হয়, যথা- (i) Static pressure এবং (ii) Total impact pressure.
639. গ্যাসের ভিসকোসিটি। [BGFCL-21]
তাপমাত্রা কমলে বেড়ে যায়
তাপমাত্রা বাড়লে বাড়ে
তাপমাত্রা কমা/বাড়ার সাথে পরিবর্তিত হয় না
তাপমাত্রা বাড়লে প্রথমে বাড়ে, তবে এক পর্যায়ে পৌছানোর পর স্থির হয়ে যায়
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: তরলের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে সান্দ্রতা বা ভিসকোসিটি হ্রাস পায় এবং গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে ভিসকোসিটি বাড়ে।
640. তরলে ডুবন্ত কোনো তলের ওপর Resultant pressure যে Point-এর কাজ করে, তাকে বলা হয়-
Centre of gravity
Centre of pressure
Centre of immersed surface
কোনোটিই নয়