EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
301. Water content = 15%, Sp. gravity = 2.5, void ratio = 0.5, Degree of Saturation = ?
50%
75%
60%
৪০%
ব্যাখ্যা: ব্যাখ্যা: Sr = Gsw e 2.5 x 15 0.5 Sr= = 75%
302. Inertia force এবং surface tension-এর অনুপাতকে কী বলে?
Mach number
Reynolds number
Weber's number
Froude number
303. Liquid limit নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
Pycnometer
Vicat apparatus
Casagrande apparatus
Proctor apparatus
ব্যাখ্যা: ব্যাখ্যা: সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোনো মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায়, ঐ পরিমাণ পানি মাত্রাকে ঐ মৃত্তিকার তারল্য সীমা বলা হয়। লিকুইড লিমিট বা তারল্য সীমা Casagrande apparatus দ্বারা নির্ণয় করা হয়।
305. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?
ওয়াট আওয়ারে
ভোল্টে
ওয়াটে
কিলোওয়াট আওয়ারে
306. পানিকে 0.314 m³/s হারে 43m উঁচুতে উঠাতে কত ক্ষমতার pump প্রয়োজন? (p = 9790 N/m²)
132 Watt
132 HP
132 kW
132000 kW
ব্যাখ্যা: ব্যাখ্যা: P= =xh=(xp) xh = (0.314x9790) x43 132000 Nms = 132000W 132000 1000 kW = 132kW
308. Column-এর ক্ষেত্রে কতটুকু Clear cover দিতে হয়?
< bar dia
≯ bar dia
≯ bar dia অথবা ≯ 40 mm
40 mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: Column-এ ব্যবহৃত Clear cover 40mm এবং ব্যবহৃত বার ডায়া-এর চেয়ে কম দেওয়া যাবে না।
310. একটি 5 day BOD test DO 2.5 mg/L হ্রাস পেল। Sample যদি 100 গুণ dilution করা হয়ে থাকে, তাহলে BOD₃ = ?
50 mg/L
100 mg/L
150 mg/L
250 mg/L
311. WHO Guideline অনুযায়ী খাবার পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মানমাত্রা কত?
5ppb
50ppb
10ppb
20pph
ব্যাখ্যা: ব্যাখ্যা: WHO এর গাইডলাইন অনুযায়ী পানিতে এ এর গ্রহণযোগ্য মাত্রা 10ppb বা 0.05 ppm
313. Coulomb failure envelope সমতলের সাথে যে কোণ তৈরি করে, তাকে কী বলে?
Angle of repose
Angle of internal friction
Angle of incidence
Angle of attack
314. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন্ ধাতু দিয়ে তৈরি?
সংকর
টাংস্টেন
সিসা
তামা
ব্যাখ্যা: ব্যাখ্যা: বৈদ্যুতিক বাল্বের ভিতরে ফিলামেন্ট নামক তারের কুণ্ডলী থাকে, যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে তাপ ও আলো উৎপন্ন হয়। এই ফিলামেন্ট টাংস্টেন ধাতুর তৈরি।
315. রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী?
ক্রেয়নকে ঘনীভূত করা
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
ফ্রেয়নকে ঠান্ডা করা
316. Los Angeles Machine দিয়ে কী পরিমাপ করা হয়?
Impact value
Attrition
Abrasion
Compressive strength
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিভিন্ন খনিজ উপাদান যেমন পাথরের ক্ষয়ের পরিমাণ নির্ধারণ করতে Los Angeless abrasion mechine ব্যবহার করা হয়।
318. একটি one-way slab-এর long এবং short span এর অনুপাত কত হয়?
< 1
1-1.5
1.5-2
> 2
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে স্ল্যাবের শুধু দৈর্ঘ্য বরাবর বিম সাপোর্ট থাকে এবং এর স্ল্যাবের দৈর্ঘ্য (L) ও প্রস্থ (B)-এর অনুপাত যদি 2-এর সমান বা বেশি হয়, তবে তাকে ওয়ানওয়ে স্ল্যাব বলে (22)1
319. Cement-এর consistency test-এ কোনটি ব্যবহৃত হয়?
Casagrande apparatus
Vicat apparatus
UTM
Proctor apparatus
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টের আদর্শ ঘনত্ব (Consistency) পরীক্ষা Vicat apparatus দ্বারা করা হয়। এই apparatus-এর vicar plunger যদি vicat থোল্ডের নিচ থেকে Sman হতে 7mun পর্যন্ত প্রবেশ করতে দেয়, তাহলে একে আদর্শ ঘনত্ব বলে।
320. Pycnometer দিয়ে কী নির্ণয় করা হয়?
Sp. gravity
Voids Volume
Shear strength
Compressive strength
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-কোনো তরল পদার্থের Sp. gravity নির্ণয় করার জন্য Pycnometer ব্যবহার করা হয়।