MCQ
701. কোন চারটি বর্ণকে 'উষ্ণবর্ণ' বলা হয়?
ঙ, ঞ, ন, ণ
শ, ষ, স, হ
ঙ, চ, ভ, প
থ, ছ, ঝ, প
702. 'ECR' 1997 অনুযায়ী পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
50 ppm
5ppm
50ppb
5ppb
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্র 50 ppb বা 0.05 ppm
703. 'হুলিয়া কার কবিতা?
শামসুর রাহমান
নির্মলেন্দু গুণ
কাজী নজরুল ইসলাম
রফিক আজাদ
704. 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে' কেন-
কল্যাণের জন্য
যৌবনের জন্য
ধ্বংসের জন্য
আঘাতের জন্য
705. L স্প্যানবিশিষ্ট Cantilever beam-এর একপ্রান্তে P- মানবিশিষ্ট পয়েন্ট লোড প্রযুক্ত হলে বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কত?
PL/2
PL^2/ 8
PL/4
PL
706. মাটির কোন Property বের করার জন্য unconfined compression test করা হয়?
Specific Gravity
Density
Shear strength
Permeability
ব্যাখ্যা: ব্যাখ্যা: Unconfined Compression টেস্টের মাধ্যমে পরীক্ষাগারে শিলা এবং সূক্ষ্ম দানাযুক্ত মাটির যান্ত্রিক বৈশিষ্ট্য নির্ণয় করা হয়। এর মাধ্যমে মাটির Shear strength নির্ণয় করা হয়।
707. শুধুমাত্র একটি সেট স্কয়ার দিয়ে কোন কোণটি অঙ্কন করা যায় না?
30°
60°
45°
75°
ব্যাখ্যা: ব্যাখ্যা: সেট স্কয়ার বলতে দুটি ত্রিভুজ জাতীয় বস্তু বুঝায়, যার একটির কোণ 30°, 60° ও 90° এবং অন্যটির মান 45° 45° 90° হয়ে থাকে।
708. Ordinary Portland Cement-এর Initial Setting time সর্বনিম্ন কত মিনিট হয়?
30
60
45
75
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের Initial setting time 30 মিনিটের কম নয়, Finial setting time 10 ঘণ্টার অধিক নয়।
709. একটি drawing-এর দৈর্ঘ্য 50mm এবং scale = 1:5 হলে এর সঠিক দৈর্ঘ্য কত?
25mm
25cm
10cm
10mm
710. 'জীবন আমার বোন' গ্রন্থেটি রচনা করেন-
হুমায়ূন আহমেদ
সেলিনা হোসেন
শওকত ওসমান
মাহমুদুল হক
711. Which one is the correct spelling?
homogeneous
homoginious
homogineous
homogenious
712. 1.3 F.M এবং 2.5 F.M এর বালি একত্রে মিশ্রিত করে 1.7 F.M এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে?
1:0.5
1:1.5
1:1
1:2
713. কোন আকৃতির Aggregate কংক্রিট এর জন্য উত্তম?
গোলাকৃতি
কোণাকৃতি
পাতলাকৃতি
লম্বাকৃতি
ব্যাখ্যা: ব্যাখ্যা: : কোণাকৃতি অ্যাগ্রিগেটের মধ্যে প্রায় ৪০-৪১% ভয়েড থাকে। এতে পানির পরিমাণ বেশি লাগে, নির্দিষ্ট ওয়াটার-সিমেন্ট রেশিওতে কার্যোপযোগিতা সবচেয়ে কম হয়, উত্তম বন্ধন সৃষ্টি হয় এবং উচ্চ শক্তিসম্পন্ন কংক্রিট পাওয়া যায়।
714. মাটির Liquid Limit 50%, Plastic Limit = 30% হলে এর Plasticity Index কত?
80%
20%
30%
0.6
715. বিটুমিনের গ্রেড কোন Test-এর মাধ্যমে নির্ণয় করা হয়?
Permeability
Flash point
Penetration
Specific gravity
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিটুমিনজাত সামগ্রীর গ্রেড জানার জন্য Penetration lea করা হয়। বিটুমিনজাত সামগ্রীতে আগুন ধরার তাপমাত্রা জানার জন্য Flash point test করা হয়। আর আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করার জন্য Specific gravity test করা হয়।
716. 'অরুণরাঙা' শব্দটি কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
717. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ভাষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত আছে?
দ্বিতীয়
চতুর্থ
তৃতীয়
পঞ্চম
718. 347° এর Reduced Bearing কত?
77°SE
13°EN
13°NW
77°SW
719. ACI code অনুযায়ী কলামে ব্যবহৃত Lateral Tie rod এর সর্বনিম্ন Dia কত?
5 mm
10 mm
20 mm
25 mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI code অনুযায়ী কলামে ব্যবহৃত Lateral tie rod-এর সর্বনিম্ন Dia 10mum এবং সর্বোচ্চ dia 25 mm.
720. কোনটি pH এর forumla?
-Log(OH)
-Log[H+]
Log(H*)
Log(OH)