EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
162. FAO এর সদর দপ্তর কোথায়?
ওয়াশিংটন
মস্কো
রোম
টোকিও
ব্যাখ্যা: কৃষি বিষয়ক জাতিসংঘের অঙ্গ সংস্থা FAO, IFAD এর সদর দপ্তর ইতালীর রোমে অবস্থিত।
163. 'পায়ের তলায় সর্ষে' বাগধারার অর্থ কী?
অলুক্ষণে
আসন্ন বিপদ
অস্থির
অকর্মণ্য
164. IMF এর পূর্ণ অভিব্যক্তি কী?
International Mandatory Fund
International Monetary Fund
International Matching Fund
International Mutual Fund
165. নিম্নের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়?
আফগানিস্তান
ভুটান
মালদ্বীপ
মিয়ানমার
ব্যাখ্যা: মায়ানমার সার্কভুক্ত দেশ নয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা নেতারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল 'দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে এক রাজকীয় সনদপত্রে আবদ্ধ হন। এটি অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনির্ভরশীলতা জোর নিবেদিত। সার্কের প্রতিষ্ঠতা সদস্যসমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সদস্য পদ লাভ করে। রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাৎসরিক ভিত্তিতে নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। নেপালের রাজধানী কাঠমান্ডু সার্কের সদর দফতর অবস্থিত।
166. বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?
আইন মন্ত্রী
আইন সচিব
এটর্নী জেনারেল
প্রধান বিচারপতি
ব্যাখ্যা: অ্যাটর্নি জেনারেল হল বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল সাধারণত সম্মানিত জেষ্ঠ আইনানুজ্ঞদের মধ্য থেকে শাসিত সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন।
167. ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম
স্মার্ট বাংলাদেশ
প্রগ্রেসিভ বাংলাদেশ
এনলইটেড বাংলাদেশ
পোভার্টিলে বাংলাদেশ
ব্যাখ্যা: ২০০৮ সালে বর্তমান সরকার যে নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছিল তাতে বলা হয়, ২০২১ সালের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ। গতবছর 'রূপকল্প ২০২১' বাস্তবায়ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ পর্ব শেষে আবারও নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবারের লক্ষ্যের নাম 'স্মার্ট বাংলাদেশ'। গত ৭ এপ্রিল ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের চেয়ারপারসন ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
168. হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
জিবুতি
মাদাগাস্কার
শ্রীলংকা
ভারত
169. 'অদৃশ্য'শব্দের বিপরতিার্থক শব্দ কোনটি?
বাস্তব
দৃশ্যমান
দৃষ্টিমান
সদৃশ
171. নাগাসাকি কোন দেশের শহর?
কম্বোডিয়া
জাপান
ফিলিপাইন
ভিয়েতনাম
ব্যাখ্যা: জাপানের একটি শহর। জাপানের কিউশো দ্বীপের এই শহরে ১৯৪৫ সালের ৯ই আগস্ট আমেরিকা পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়।
172. পাওয়ার ট্রান্সমিশন কেন High Voltage এ করা হয়?
বেশি কারেন্ট পাবার জন্য
দূরবর্তী স্থানে ট্রান্সমিশন করার জন্য
ট্রান্সমিশন লাইনের খরচ কমানোর জন্য
উপারের সবকটি
ব্যাখ্যা:
173. রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা-
২৪০০ মেগাওয়াট
২২০০ মেগাওয়াট
২৩০০ মেগাওয়াট
২১০০ মেগাওয়াট
ব্যাখ্যা: পাবনা জেলার রূপপুরের এই পারমাণবিক চুল্লি নির্মিত হয়েছে রাশিয়ায়। রূপপুর কেন্দ্রে দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে এক লক্ষ ১৩,০০০ কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। বাংলাদেশে একক প্রকল্প হিসেবে এটি সবচেয়ে বড় কোনো অবকাঠামো প্রকল্প।
174. 'ভেটো' ক্ষমতার অধিকারী কোন কোন রাষ্ট্র?
জাতিসংঘের সাধারণ পরিষদের সকল সদস্য রাষ্ট্র
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য রাষ্ট্র
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ
জাতিসংঘের মহাসচিব
ব্যাখ্যা: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ফ্রান্স এই পাঁচটি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তারা প্রত্যেকেই ভেটো ক্ষমতা প্রয়োগের অধিকারী। ভেটো ক্ষমতা ব্যবহারের মাধ্যমে যে-কোন একটি দেশ নিরাপত্তা পরিষদে গৃহীত যে-কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও আইন প্রণয়ন অনুমোদনে বাধা প্রদান করতে পারে।
175. নিম্নের সংস্থাসমূহের মধ্যে বাংলাদেশ কোনটির সদস্য নয়?
BIMSTEC
OIC
D-8
ASEAN
176. বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে?
২০২৬
২০৩০
২০৩৬
২০৪১
ব্যাখ্যা: স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার সুপারিশ পেল বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (সিডিপি) ২৭-০২-২০২১ শুক্রবার রাতে এই সুপারিশ করেছে। ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে।
177. Complete the sentence with the best option. If you had studied hard,
You would succeed in the examination
You should have succeeded in the examination
You could succeed in the examination
You would have succeeded in the examination
ব্যাখ্যা:
178. ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কোনটি?
২০১৯-২০২৪
২০২১-২০২৫
২০২০-২০২৫
২০২১-২০২৬
180. ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট তৈরি করা হয়-
টাংস্টেন
আয়রণ
কার্বন
লেড
ব্যাখ্যা: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে টংস্টেন ধাতু ব্যবহার করা হয়।