সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
361. কোন পদ্ধতিতে বাঁক বসালে বাঁকটি সহজে এবং সঠিকভাবে স্থাপন করা যায় কিন্তু ব্যয়বহুল?
এক থিওডোলাইট
দুই থিওডোলাইট
দীর্ঘ জ্যা থেকে অফসেট
স্পর্শক থেকে অফসেট
362. গাড়ি চালানো কষ্টকর-
সরল বাঁকে
যৌগিক বাঁকে
বিপরীত বাঁকে
সংযুক্ত বাঁকে
363. বৃত্তাকার বাঁকের মধ্য অর্ডিনেটের নাম-
ব্যাসার্ধ
অ্যাপেক্স দূরত্ব
ভার্সড সাইন
স্পর্শক
ব্যাখ্যা:
364. সুপার এলিভেশনের মান গেজ-এর সাপেক্ষে কত-এর মধ্যে সীমাবদ্ধ থাকে?
1/10
1/12
1/15
1/20
365. লেভেলিং যন্ত্র ও স্টাফের মাঝে সর্বাধিক দূরত্ব কত হওয়া উচিত?
৫০ মিটার
৬০ মিটার
৮০ মিটার
১০০ মিটার
ব্যাখ্যা:
366. নৌকা হতে নদীর পাড়ের যে-সব স্মারক বিন্দুর উপর কৌণিক পাঠ নেওয়া হয়, তা নির্দেশ করে-
স্টেশন পয়েন্ট
শোর সিগন্যাল
সেক্সট্যান্ট
কোনোটিই নয়
ব্যাখ্যা:
367. ছেদ কোণ ও প্রতিসরণ কোণের সমষ্টি-
90°
180°
270°
360°
368. 10° বাঁকের ব্যাসার্ধ-
17.19 m
171.9 m
171 9 m
171 8 m
ব্যাখ্যা: 10° বাঁকে ব্যাসার্ধ R = = 171.9m. 10
369. কোনো বিন্দুর পরম অবস্থান জানার জন্য করা হয়-
সমতলিক জরিপ
ভূমণ্ডলীয় জরিপ
থিওডোলাইট জরিপ
ভূ-সংস্থানিক জরিপ
370. ক্রান্তি বাঁক কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ক্রান্তি বাঁক, তিন প্রকার, যথা-
(i) সর্পিল বাঁক
(ii) ত্রিমাত্রিক অধিবৃত্ত
(iii) বার্নোলি।
371. কোন পদ্ধতিতে চেইন বা টেপ দিয়ে না মেপে খুব সহজেই বাঁক সংস্থাপন করা যায়?
এক থিওডোলাইট
দুই থিওডোলাইট
দীর্ঘ জ্যা থেকে অফসেট
স্পর্শক থেকে অফসেট
372. বাঁকের দুটি স্পর্শক বিন্দুর সংযোগকারী রেখার নাম-
প্রথম স্পর্শক
দ্বিতীয় স্পর্শক
দীর্ঘ জ্যা
মধ্য অর্ডিনেট
ব্যাখ্যা:
373. স্পর্শক দৈর্ঘ্য-
R sinq/2
2R sino/2
2R tano/2
R tano/2
374. সমুদ্র স্তরে (Sea level) বায়ুমণ্ডল সংক্রান্ত চাপ-
0.5 kg/cm²
5m of water
76cm of mercury
760mm of mercury
গ ও ঘ উভয়
ব্যাখ্যা:
375. বৃহৎ পরিসরে উপযোগী-
সমতলিক জরিপ
কম্পাস জরিপ
ভূমণ্ডলীয় জরিপ
প্লেন টেবিল জরিপ
376. সমকোণ একটি offset পাতানোর জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয়, তার নাম-
open cross-staff
french cross-staff
adjustable cross-staff
optical square
ব্যাখ্যা:
377. সম্মুখ বিয়ারিং উত্তর-পূর্ব হলে পশ্চাৎ বিয়ারিং হবে-
উত্তর-পশ্চিম
পূর্ব-পশ্চিম
দক্ষিণ-পশ্চিম
দক্ষিণ-পূর্ব
ব্যাখ্যা:
378. রত্ব মাপার জন্য দৈর্ঘ্য শুধুমাত্র লম্বা হলে যে ভুল হয়, তাকে-
ক্ষতিপূরণীয় (compensating) ভুল বলা হয়
পুঞ্জীভূত (cumulative) ভুল বলা হয়
যান্ত্রিক ভুল বলা হয়
ঋণাত্মক ভুল বলা হয়
ব্যাখ্যা:
379. স্বয়ং পঠনশীল স্টাফে পাঠ পড়েন-
লিপিকার
স্টাফম্যান
যন্ত্র পরিচালনাকারী
চেইনম্যান
ব্যাখ্যা:
380. বাঁক সংস্থাপনকালে সহজে মাপা যায়-
স্পর্শক কোণ
প্রতিসরণ কোণ
কেন্দ্রীয় কোণ
বিপ্রতীপ কোণ