বাক্য MCQ
101. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই-
রসতত্ত্ব
রূপতত্ত্ব
বাক্যতত্ত্ব
ক্রিয়ার কাল
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাক্যতত্ত্ব বা অন্বয় (Syntax) কথাটি ব্যাকরণে বাক্যনির্মাণ প্রক্রিয়ার পরিভাষা। বাক্যে ভাষার ক্ষুদ্রতর উপাদানগুলো কীভাবে পাশাপাশি সজ্জিত হয়, বাক্যতত্ত্ব মূলত তারই নিয়মের সমষ্টি। নির্মাণ ও পদনির্মাণের কাজ ব্যাকরণের যে অংশে হয় তার নাম রূপতত্ত্ব।
102. বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ভাষা
ধ্বনি
বর্ণ
শব্দ
103. প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে?
২টি
৩টি
৪টি
৫টি
104. 'গুরুচণ্ডালী দোষ' বলতে বুঝায়-
সাধু ও চলিত ভাষার মিশ্রণ
সাধু ও আঞ্চলিক ভাষার মিশ্রণ
বিদেশি ও দেশি ভাষার মিশ্রণ
বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণ
105. বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?
আসত্তি
আকাঙ্ক্ষা
যোগ্যতা
আসক্তি
106. আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা- এ তিনটি কিসের গুণ?
অর্থের
শব্দের
পদের
বাক্যের
107. ভাষার মূল উপকরণ কী?
ধ্বনি
বাক্য
শব্দ
বর্ণ
108. বাক্যের তিনটি গুণ কী কী?
আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
কোনোটিই নয়
109. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়/ কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
যোগ্যতা
আকাঙ্ক্ষা
আসক্তি
আসত্তি
110. কোনটি বাক্যের বাহন?
শব্দ
পদ
ধ্বনি
আশ্রিত খণ্ডবাক্য
111. একটি আদর্শ বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?
২
৩
8
৫
112. 'আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো' বাক্যটিতে কোন দোষ আছে?
বাগধারার দোষ
গুরুচণ্ডালী দোষ
উপমার ভুল প্রয়োগ
বাহুল্য দোষ
113. বাক্যের ক্ষুদ্রতম একক কি / বাক্যের একক কোনটি?
উক্তি
বিভক্তি
উপসর্গ
শব্দ
114. 'এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো'- এ বাক্য কোন ধরনের?
অনুজ্ঞাবাচক
নির্দেশাত্মক
বিস্ময়বোধক
প্রশ্নবোধক
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃত বা নির্দেশ করা হয় তাকে বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বাক্য বলে। যেমন- এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো। যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। যেমন- সদা সত্য কথা বলবে। যে বাক্যে বিস্ময়, হর্ষ, শোক, ঘৃণা, ক্রোধ, ভয় ইত্যাদি ভাব প্রকাশ পায় তাকে বিস্ময়বোধক বাক্য বলে। যেমন-কী সাংঘাতিক লোক! যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্নসূচক অর্থ প্রকাশ পায় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যেমন- তোমার নাম কী?