EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

আন্তর্জাতিক প্রশ্ন MCQ
1881. ফরাসি বিপ্লবের মতবাদ বা শ্লোগানের প্রবক্তা কে ছিলেন?
মোপাসো
ভলতেয়ার
বাট্রান্ড রাসেল
রুশো
1882. জ্যাকোবিনদের উত্থান ঘটেছিল?
ইংল্যান্ডে
স্পেনে
ফ্রান্সে
জার্মানিতে
1883. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
দ্বাদশ লুই
ষোড়শ লুই
নেপোলিয়ন
ফিলিপস
1884. ফরাসি বিপ্লবের শিশু বলা হয়--
রুশোকে
জন লককে
ভলতেয়ারকে
নেপোলিয়নকে
1885. কোন ঐতিহাসিক ঘটনার জন্য ১৭৮৯ সালটি বিখ্যাত?
আমেরিকার স্বাধীনতা
ওয়াটার লু'র যুদ্ধ
ফরাসি বিপ্লব
শিল্প বিপ্লব
1886. ওয়েস্ট ইন্ডিজ কী?
দেশের নাম
ক্রিকেট দলের নাম
দ্বীপের সমষ্টির নাম
ভারতের একটি দ্বীপ
1887. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
ক্যারিবিয়ান সাগর
ভারত মহাসাগর
ভূমধ্যসাগর
আরব সাগর
1888. জিরডিনদের উত্থান ঘটেছিল?
ইংল্যান্ডে
স্পেনে
ফ্রান্সে
জার্মানিতে
1889. কোনটি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দেশ?
সেন্ট লুসিয়া
পশ্চিম সামোয়া
লিথুনিয়া
নিকারাগুয়া
1890. ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন?
নোগুচি
ফন গ্যাটে
জর্জ বার্নাড শ
ক্রিস্টেফার কলম্বাস
1891. ক্যারিবিয়ান অঞ্চলের দুইটি দেশের নাম কী?
পেরু ওচিলি
কলম্বিয়া ও ব্রাজিল
মাল্টা ও গ্রিস
হাইতি ও কিউবা
1892. জেকোবিন কী?
বর্ণবাদী সন্ত্রাসী সংগঠন
ইউরোপীয়ান নাইট
ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব
বিখ্যাত বেহালা বাদক
1893. নেপোলিয়ান কোথায় জন্মগ্রহণ করেন?
সিসিলি
মাল্টা
কর্সিকা
সার্দিনিয়া
1894. ফরাসি বিপ্লবের মূল শ্লোগান কী ছিল?
এক জাতি, এক দেশ
স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব
জনগণের জন্য সরকার
দুনিয়ার মজদুর এক হও
1895. দান্তে কোন বিপ্লবের নেতা ছিলেন?
ফরাসি
জুলাই
আগস্ট
অক্টোবর
1896. কলম্বাস ভুলক্রমে আবিষ্কার করেন ---
আমেরিকা
ওয়েস্ট ইন্ডিজ
ভারত
ইন্দোনেশিয়া
1897. 'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব' কোন বিপ্লবের ভিত্তি ছিল?
চীন বিপ্লব
মার্কিন বিপ্লব
রুশ বিপ্লব
ফরাসি বিপ্লব
1898. কোন দুইজন দার্শনিক লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লরের অনুপ্রেরণা যুগিয়েছিলেন?
রুশো ও ভলটেয়ার
প্লেটো ও রুশো
প্লেটো ও এরিস্টটল
শেক্সপিয়ার ও ভলটেয়ার
1899. রোবসপীয়র হলেন—
আমেরিকান লেখক
স্পেনের গেরিলা যোদ্ধা
চলচ্চিত্র অভিনেতা
ফরাসি বিপ্লবের নেতা
1900. 'I disapprove of what you say, but I will defend to death your right of say it' কে বলেছেন?
জর্জ বার্নাড
ভ্লাদিমির লেলিন
ভলতেয়ার
মহাত্মা গান্ধী