MCQ
521. Damp proof কেন দেওয়া হয়?
Salt intrusion বন্ধ করার জন্য
একটি plain surface তৈরি করার জন্য
Damp বন্ধ করার জন্য
Wall-এ ভালো bond তৈরি করার জন্য
522. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত ওয়্যার-এর ব্যাস-
1-3mm
8-10mm
1.5-8mm
8.5-15mm
523. যে আকারের aggregate কংক্রিটে সবচেয়ে বেশি void সৃষ্টি করে, তা হলো-
irregular
angular
rounded
flaky
524. Coment required for using 45 litre of water with a w/c ration of 0.45 for making concrete is-[BPSC-22]
One bag
Four bag
Two bag
Three bag
525. For increasing setting time of concrete, what type of admixture is used-(BPSC-22)
Accelator
Air Entraining
Water reducing
Retarder
ব্যাখ্যা: ব্যাখ্যা: Accelator decreasing setting time of concrete and retarder increasing setting time of concrete.
526. Aggregates containing moisture in pores but having surface dry known as [BPSC-22
Moist aggresates
Gap graded aggregates
Dry aggregates
SSD aggregates
ব্যাখ্যা: ব্যাখ্যা: The aggregate containing moisture in pores and having its surface dry, is known as saturated surface dry. aggregate (SSD).
527. সিমেন্ট মসলা দ্বারা গাঁথুনির কাজ প্রতিদিন কত উচ্চতার বেশি করা উচিত নয়?
0.5m
1m
1.5m
2m
ব্যাখ্যা: কোনো কাঠামো নির্মাণ করার সময় 1.5m-এর বেশি সিমেন্ট মসলার গাঁথুনির কাজ করা যাবে না। এতে ম্যাসনারির অসমবসন ঘটে এবং অধিক উচ্চতার জন্য কাজেরও বিঘ্ন ঘটে।
528. Workability of concrete is measured by- [HED-19, MOD-20, BPSC-22]
Fineness test
Vicat's apparatus test
Slump test
Setting time test
ব্যাখ্যা: ব্যাখ্যা: Concrete slump test or slump cone test is to determi the workability or consistency of concrete mix prepared at the laboratory or the construction site during the progress of work.
529. স্বল্প সময়ে পানির নিচে কংক্রিট স্থাপনে কোন পদ্ধতি বেশি উপযোগী?
বালতি
গ্রাউটেড কংক্রিট
ট্রিমি
গ্রাব বাকেট
ব্যাখ্যা: ট্রিমি পদ্ধতি: পানির উপরে কংক্রিট উৎপাদনের স্থান হতে পানির নিচে কংক্রিট স্থাপনের স্থান পর্যন্ত লম্বা 25cm হতে 40 cm ব্যাসবিশিষ্ট পানিরোধী পাইপকে ট্রিমি বলে। যদিও এ পদ্ধতিতে সিমেন্ট বেশি লাগে তথাপি স্বল্প সময়ে পানির নিচে কংক্রিট স্থাপনে ট্রিমি পদ্ধতিই সবচেয়ে উপযোগী
530. ৭ দিনে সাধারণ সিমেন্টের চাপে পীড়ন হওয়া উচিত-
200 kg/cm²
210 kg/cm²
220 kg/cm²
225 kg/cm²
531. মিক্সচার মেশিনের ঘূর্ণায়মান ড্রামে সমস্ত উপাদান ঢালার পর ঘুরানো হয়-
2min
4mm
5mm
6mm
ব্যাখ্যা: মিক্সচার মেশিনের ঘূর্ণায়মান ড্রামে সমস্ত উপাদান (পানি বাদে) মিশ্রণের জন্য 30 সেকেন্ড ঘুরানো হয়। এরপর এতে প্রয়োজনীয় পানি বালতির সাহায্যে দেওয়া হয়। ছোট ড্রামে 1.5 মিনিট এবং বড় ড্রামে 2 মিনিট ধরে চালালে মসলা ভালো মিশে।
532. ভিত্তির প্রধান কাজ-
লোডের তীব্রতা হ্রাস করা
সমতল পৃষ্ঠ প্রদান করা
লোড স্থানান্তরের মাধ্যম হিসেবে কাজ করা
মাটির সরণ প্রতিরোধ করা
ব্যাখ্যা: অপশনে উল্লেখিত সবগুলোই ভিত্তির কাজ হলেও ভিত্তির মূল এবং মুখ্য কাজগুলো কাঠামোর থেকে আগত লোডকে সুষমভাবে তা সাব-সয়েলে স্থানান্তর করা।
533. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত স্টিল বার-এর পীড়ন
70 kg/cm²
80 kg/cm²
90 kg/cm²
100 kg/cm²
534. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত স্টিল ওয়্যার-এর সর্বোচ্চ টান পীড়ন-
140 kg/cm²
150 kg/cm²
160 kg/cm²
180 kg/cm²
ব্যাখ্যা: প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত তারের ব্যাস (1.5-8) mm-এর মধ্যে হয়। এদেরকে টেনডন বলে। 7টি বা তার অধিক সংখ্যক তার একত্র করে হাইটেনসাইল স্টিল বারে পরিণত করা হয়। তারের সর্বোচ্চ টান পীড়ন 160kg/cm² এবং বারের সর্বোচ্চ টান পীড়ন 90 kg/cm².
535. প্লিস্থ প্রটেকশনের অভেদ্য স্তরের প্রস্থ সাধারণত হওয়া উচিত,
50-80cm
60-90cm
70-100cm
80-120cm
536. IF water required for 1 (one) bag cement is 25 litre for making concrete the w/c ratio is (BPSC-22)
0.45
0.55
0.50
0.40
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ Water cement ratio (W/C)= Water / cement = 25/50 =0.50
537. ঘরের দেয়ালের নিচ দিকের অংশটি Neat cement finishing অথবা Mosaic করা হয়, যাকে বলে-
Footing
Wall plate
Dado
Corbell
538. ২৮ দিনে কংক্রিট মিশ্রণের শক্তি ২৫০ kg/cm² হলে মিশ্রণকে বলে-
M25
M100
M250
M500
ব্যাখ্যা: M230 বলতে এখানে, M = কংক্রিটের মিশ্রণ এবং সংখ্যা 250 দ্বারা বুঝায় উক্ত কংক্রিটের মিশ্রণের 28 দিনের সর্বোচ্চ শক্তি 250 kg/cm² হবে। অর্থাৎ, কংক্রিটের উপাদানসমূহ 1:1:2 অনুপাতে মিশ্রিত করে 28 দিনে সর্বোচ্চ শক্তি 250 kg/cm² হলে তাকে 1230 বলা হয়।
539. গোলাকার আকৃতির অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে-
30%
35%
40%
45%
540. কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে-
35%
40%
45%
50%
ব্যাখ্যা: কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড = 40% এবং গোলাকৃতির অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে = 35% কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড বেশি থাকলেও এটি গোলাকৃতির অ্যাগ্রিগেটের চেয়ে অধিক দৃঢ় ও শক্তিশালী অ্যাগ্রিগেট মর্টার বন্ড তৈরি করে।